শুরুর আগেই চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ নিউজিল্যান্ড পেসার ফার্গুসনের

বাসস
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৬
লুকি ফার্গুসন -ছবি : সংগৃহীত

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : শুরুর আগেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের পেসার লুকি ফার্গুসন। তার বদলি হিসেবে দলে সুযোগ পেয়েছেন আরেক পেসার কাইল জেমিসন।  

আগামীকাল থেকে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি।

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি ক্রিকেটে খেলার সময় পায়ের ইনজুরিতে পড়েন ফার্গুসন। ইনজুরিতে থেকে সুস্থ হতে না পারায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না তার।

চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে করাচিতে কাল স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে ফার্গুসনকে হারানোর খবরে হতাশ নিউজিল্যান্ডর কোচ গ্যারি স্টেড। তিনি বলেন, ‘আমরা লুকির জন্য সত্যিই হতাশ।’

তিনি আরও বলেন, ‘বোলিং গ্রুপের একটি গুরুত্বপূর্ণ অংশ লুকি। বড় টুর্নামেন্টের জন্য তার অভিজ্ঞতা দলের অনেক বেশি প্রয়োজন ছিলো। আমরা জানি, নিউজিল্যান্ডের হয়ে বড় টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করার জন্য কতটা উন্মুখ হয়ে থাকেন লুকি।’

২০২০ সালে অভিষেকের পর ১৩টি ওয়ানডে খেলে ১৪ উইকেট নিয়েছেন ৩০ বছর বয়সী জেমিসন। ২০২৩ সালের সেপ্টেম্বরে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে সর্র্বশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি।

ফার্গুসনের আগে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে ছিটকে যান পেসার বেন সিয়ার্স। তার পরিবর্তে দলে সুযোগ পান পেসার জ্যাকব ডাফি।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘এ’ গ্রুপে আছে নিউজিল্যান্ড। গ্রুপে তাদের প্রতিপক্ষ পাকিস্তান, ভারত ও বাংলাদেশ।

নিউজিল্যান্ড : মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, কাইল জেমিসন, ম্যাট হেনরি, টম লাথাম, ড্যারিল মিচেল, উইল ও’রুর্ক, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, জ্যাকব ডাফি, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন, উইল ইয়ং।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
গাজা সহায়তা নিয়ে হামাস নেতাদের সাথে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক
বর্ষা আসলেই বাঁধ ভাঙে, শঙ্কায় তিস্তা পারের মানুষ, দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবি রংপুরবাসীর
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন দুই বিচারপতিকে সংবর্ধনা
দুই ওপেনারকে হারিয়ে প্রথম সেশনে ৮৪ রান বাংলাদেশের
বিএনপির সাথে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন
১০