পাকিস্তানের বিপক্ষে সিরিজে ডাবল লিড নিউজিল্যান্ডের

বাসস
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১৬:৫১
পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক নিউজিল্যান্ড -ছবি : সংগৃহীত

ঢাকা, ১৮ মার্চ ২০২৫ (বাসস) : টানা দ্বিতীয় জয়ে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক নিউজিল্যান্ড। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ড ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। সিরিজের প্রথম ম্যাচ ৯ উইকেটে জিতেছিল কিউইরা। 

ডানেডিনে বৃষ্টির কারণে ১৫ ওভারে নেমে আসা ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৯ রানে ২ এবং ৫২ রানে ৪ উইকেট হারায় পাকিস্তান। মোহাম্মদ হারিস ১১, হাসান নাওয়াজ শূন্য, ইরফান খান ১১ ও খুশদিল শাহ ২ রানে আউট হন। ইরফান ও খুশদিলকে শিকার করেন নিউজিল্যান্ড স্পিনার ইশ সোধি। 

সতীর্থদের যাওয়ার আসার মাঝে এক প্রান্ত আগলে পাকিস্তানের রানের চাকা ঘুড়িয়েছেন অধিনায়ক সালমান আগা। 

হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৪৬ রানে আউট হন। ২৮ বল খেলে ৪টি চার ও ৩টি ছক্কা মারেন তিনি। 

দলীয় ৭৬ রানে সালমান ফেরার পর ষষ্ঠ উইকেটে ১৫ বলে ৩৪ রানের জুটিতে পাকিস্তানের রান ১শ পার করেন শাদাব খান ও আব্দুল সামাদ। 

শাদাব ১৪ বলে ২টি করে চার-ছক্কায় ২৬ এবং সামাদ ১১ রানে থামার পর পাকিস্তানকে লড়াকু সংগ্রহ এনে দেন শাহিন শাহ আফ্রিদি। ১৫ ওভারে ৯ উইকেটে ১৩৫ রান পায় পাকিস্তান। শেষ দিকে ১৪ বলে ২টি চার ও ১টি ছক্কায় ২২ রানের অনবদ্য ইনিংস খেলেন আফ্রিদি। 

নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি-বেন সিয়ার্স-জেমস নিশাম ও সোধি ২টি করে উইকেট নেন। 

১৩৬ রানের টার্গেট তাড়া করতে নেমে নিউজিল্যান্ডকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার টিম সেইফার্ট ও ফিন অ্যালেন। আফ্রিদির করা প্রথম ওভার মেডেন হলেও ৪.৪ ওভারে ৬৬ রান তুলেন তারা। আফ্রিদির করা ইনিংসের তৃতীয় ওভারে চারটি ছক্কায় ২৬ রান নেন সেইফার্ট। এছাড়াও পেসার মোহাম্মদ আলির করা ইনিংসের দ্বিতীয় ওভারে তিনটি ছক্কা মারেন অ্যালেন। ফলে টি-টোয়েন্টিতে আইসিসি পূর্ণ সদস্য হিসেবে প্রথম তিন ওভারে সর্বোচ্চ সাতটি ছক্কার রেকর্ড গড়ে নিউজিল্যান্ড।   

পঞ্চম ওভারের চতুর্থ বলে আলির বলে আউট হবার আগে ৩টি চার ও ৫টি ছক্কায় ২২ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলেন সেইফার্ট।

সপ্তম ওভারে দলীয় ৭ রানে সাজঘরে ফিরেন অ্যালেন। ১টি চার ও ৫টি ছক্কায় ১৬ বলে ৩৮ রান করেন তিনি। এরপর মার্ক চাপম্যান ১ ও জেমস নিশাম ৫ রানে আউট হলে চাপে পড়ে নিউজিল্যান্ড। ৯৭ রানে চতুর্থ উইকেট হারায় তারা। 

পঞ্চম উইকেটে ২৬ বলে ৩৫ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডকে জয়ের কাছে নিয়ে যান ড্যারিল মিচেল ও মিচেল হে। দলের জয় থেকে ৪ রান দূরে থাকতে আউট হন ড্যারিল। ১৪ রান করেন তিনি। 

অধিনায়ক মাইকেল ব্রেসওয়েলকে নিয়ে ১১ বল হাতে রেখে দলের জয় নিশ্চিত করেন উইকেটরক্ষক হে। ১৬ বলে হে ২১ এবং ব্রেসওয়েল ৫ রানে অপরাজিত থাকেন। 

পাকিস্তানের হারিস রউফ ২ উইকেট নেন। ম্যাচ সেরা হন সেইফার্ট।

আগামী ২১ মার্চ অকল্যান্ডে সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে নামবে দু’দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোশাররফ গ্রেফতার
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে : মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্টা
বাঞ্ছারামপুরে  নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ
জাফরুর নতুন কমিটি : অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
১০