শাস্তির কবলে খুশদিল

বাসস
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১৭:০২
পাকিস্তানের অলরাউন্ডার খুশদিল শাহ - ফাইল ছবি

ঢাকা, ১৮ মার্চ ২০২৫ (বাসস) : আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তির কবলে পড়েছেন পাকিস্তানের অলরাউন্ডার খুশদিল শাহ। 

এক বিবৃতিতে এমন খবর জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

বিবৃতিতে আইসিসি জানায়, ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আইসিসির আচরণবিধির লেভেল-২ ধারা ভঙ্গ করায় খুশদিলের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা ও তিনটি ডিমেরিট পয়েন্ট যুক্ত করা হয়েছে।

গত রোববার ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে এই ঘটনা ঘটে। পাকিস্তানের ব্যাটিং ইনিংসের অষ্টম ওভারে নিউজিল্যান্ডের পেসার জাকারি ফোকসের করা তৃতীয় বলে রান নিতে গিয়ে ফোকসের পিঠে কাঁধ দিয়ে ধাক্কা দেন খুশদিল।

তাই খুশদিলের বিরুদ্ধে আইসিসির খেলোয়াড়দের আচরণবিধির ২.১২ অনুচ্ছেদ ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটে ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, আম্পায়ার, ম্যাচ রেফারি, দর্শকের সাথে ধাক্কাধাক্কি হলে শাস্তির আওতায় পড়বে।


পরে খুশদিলের বিরুদ্ধে অভিযোগ আনেন দুই অনফিল্ড আম্পায়ার স্যাম নোগাস্কি ও ওয়েন নাইটস। এরপর এই শাস্তি দেন আইসিসির এলিট প্যানেল ম্যাচ রেফারি জেফ ক্রো। 

আম্পায়ার এবং ম্যাচ রেফারির দেওয়া শাস্তি খুশদিল মেনে নেওয়ায় কোন আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। 

শাস্তি পাওয়া ম্যাচে দলের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৩২ রান করেন খুশদিল। নিজেদের ইনিংসে ৯১ রানে অলআউট হয়ে ৯ উইকেটে ম্যাচ হারে পাকিস্তান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপির তেজগাঁও বিভাগ বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে
তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক টাকা জরিমানা
জামায়াত নেতৃবৃন্দের সাথে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
১০