মে মাসে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল

বাসস
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১৭:৪৩
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী মে মাসে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল : ফাইল ছবি

ঢাকা, ১৮ মার্চ ২০২৫ (বাসস) : ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী মে মাসে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। ঐ সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দু’দল। 

এমন তথ্য প্রকাশ করেছে পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যম। 

আগামী ১১ এপ্রিল থেকে শুরু হবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর। ১৮ মে ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টটির। এরপরই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ এবং পাকিস্তান। 

এই সিরিজটি ফিউচার ট্যুর প্রোগ্রামের অংশ ছিল। কিন্তু ব্যস্ত সূচির কারণে সাদা বলের সিরিজ স্থগিত হয়ে যায়। 

সদ্য শেষ হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন পাকিস্তানে গিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। ঐ সময় দুই বোর্ডের কর্তাদের আলোচনার ভিত্তিতে মে মাসে সিরিজ আয়োজনে সম্মত হন তারা।

গত বছর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফরে গিয়েছিল বাংলাদেশ। সিরিজটি ২-০ ব্যবধানে জিতেছিল টাইগাররা। 

সাদা বলের সিরিজের ম্যাচগুলো ফয়সালাবাদ, মুলতান এবং লাহোরে হতে পারে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই গ্রুপে ছিল বাংলাদেশ এবং পাকিস্তান। প্রথম দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় দু’দল। তৃতীয় ও শেষ ম্যাচ থেকে ১টি করে পয়েন্ট পায় তারা। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপির তেজগাঁও বিভাগ বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে
তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক টাকা জরিমানা
জামায়াত নেতৃবৃন্দের সাথে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
১০