মে মাসে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল

বাসস
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১৭:৪৩
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী মে মাসে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল : ফাইল ছবি

ঢাকা, ১৮ মার্চ ২০২৫ (বাসস) : ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী মে মাসে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। ঐ সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দু’দল। 

এমন তথ্য প্রকাশ করেছে পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যম। 

আগামী ১১ এপ্রিল থেকে শুরু হবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর। ১৮ মে ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টটির। এরপরই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ এবং পাকিস্তান। 

এই সিরিজটি ফিউচার ট্যুর প্রোগ্রামের অংশ ছিল। কিন্তু ব্যস্ত সূচির কারণে সাদা বলের সিরিজ স্থগিত হয়ে যায়। 

সদ্য শেষ হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন পাকিস্তানে গিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। ঐ সময় দুই বোর্ডের কর্তাদের আলোচনার ভিত্তিতে মে মাসে সিরিজ আয়োজনে সম্মত হন তারা।

গত বছর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফরে গিয়েছিল বাংলাদেশ। সিরিজটি ২-০ ব্যবধানে জিতেছিল টাইগাররা। 

সাদা বলের সিরিজের ম্যাচগুলো ফয়সালাবাদ, মুলতান এবং লাহোরে হতে পারে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই গ্রুপে ছিল বাংলাদেশ এবং পাকিস্তান। প্রথম দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় দু’দল। তৃতীয় ও শেষ ম্যাচ থেকে ১টি করে পয়েন্ট পায় তারা। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোশাররফ গ্রেফতার
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে : মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্টা
বাঞ্ছারামপুরে  নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ
জাফরুর নতুন কমিটি : অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
১০