মে মাসে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল

বাসস
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১৭:৪৩
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী মে মাসে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল : ফাইল ছবি

ঢাকা, ১৮ মার্চ ২০২৫ (বাসস) : ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী মে মাসে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। ঐ সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দু’দল। 

এমন তথ্য প্রকাশ করেছে পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যম। 

আগামী ১১ এপ্রিল থেকে শুরু হবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর। ১৮ মে ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টটির। এরপরই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ এবং পাকিস্তান। 

এই সিরিজটি ফিউচার ট্যুর প্রোগ্রামের অংশ ছিল। কিন্তু ব্যস্ত সূচির কারণে সাদা বলের সিরিজ স্থগিত হয়ে যায়। 

সদ্য শেষ হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন পাকিস্তানে গিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। ঐ সময় দুই বোর্ডের কর্তাদের আলোচনার ভিত্তিতে মে মাসে সিরিজ আয়োজনে সম্মত হন তারা।

গত বছর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফরে গিয়েছিল বাংলাদেশ। সিরিজটি ২-০ ব্যবধানে জিতেছিল টাইগাররা। 

সাদা বলের সিরিজের ম্যাচগুলো ফয়সালাবাদ, মুলতান এবং লাহোরে হতে পারে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই গ্রুপে ছিল বাংলাদেশ এবং পাকিস্তান। প্রথম দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় দু’দল। তৃতীয় ও শেষ ম্যাচ থেকে ১টি করে পয়েন্ট পায় তারা। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপিতে সেপ্টেম্বর মাসে অপরাধ দমনে শ্রেষ্ঠ হলেন যারা
ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি
২০২৫ সালে প্রায় ৩ লক্ষ দক্ষিণ সুদানী দেশ ছেড়ে পালিয়েছে : জাতিসংঘ
চট্টগ্রামে ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করেছে ডিবি
চর বিজয়ে রোপণ করা হবে ৪০ হাজার ঝাউ গাছ 
পাট রপ্তানিকারকদের ঋণ পুনঃতফসিল সুবিধা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক
গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
দুর্যোগ প্রশমন দিবসে সুনামগঞ্জে ভূমিকম্প বিষয়ক মহড়া
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের স্ত্রী রিক্তার জমি-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
পঞ্চগড়ে ‘ঘরে ঘরে, জনে জনে’ কর্মসূচি নিয়ে নওশাদ জমির
১০