গ্রামের বাড়িতে সর্বস্তরের মানুষের ভালবাসায় সিক্ত হামজা

বাসস
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১৭:৫৮
বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী এখন অবস্থান করছেন তার গ্রামের বাড়িতে -ছবি : বাসস

হবিগঞ্জ, ১৮ মার্চ ২০২৫ (বাসস) : লাল সবুজের জার্সিতে খেলতে দেশে এসেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। এখন অবস্থান করছেন তার গ্রামের বাড়িতে। রাতে ঢাকায় এসে জাতীয় দলের সাথে যোগ দিবেন। যতক্ষন বাড়িতে ছিলেন ততক্ষন গ্রামবাসীর ভালবাসায় সিক্ত হয়েছেন হামজা। সুপারস্টারকে কাছে পেয়ে উচ্ছসিত গ্রামের সহজ-সরল মানুষ।

তাদের দাবী এতোদিন আমরা মেসি, নেইমারকে নিয়ে উৎসব করেছি। কিন্তু নিজের বাড়ির ছেলেক কাছ থেকে দেখতে পেয়ে আবার কেউ সেলফি তুলে মহা আনন্দ উদযাপন করছেন।

লেস্টার সিটি তারকা ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে সোমবার বেলা ১২টায় সিলেটে আসেন লন্ডন থেকে। এরপর ছাদখোলা মাইক্রোবাসে করে তাকে বেলা সাড়ে ৩টায় নিয়ে আসা হয় গ্রামের বাড়ি জেলার বাহুবল উপজেলার স্নানঘাটে। সেখানে পথে পথে তাকে বিপুল সংখ্যক মানুষ স্বাগত জানায়।

বিকেলে বাড়িতে আসার পর থেকেই সাধারণ লোকজন তাকে আপন করে নিয়েছে। সকলের সাথেই কুশল বিনিময় ও ভালবাসায় সিক্ত হয়েছেন তারকা এই ফুটবলার।

স্থানীয় বাসিন্দা আজিজ সিদ্দিকী জানান, হামজা আমাদের গ্রামের সন্তান। তাকে পাঁচ তারকা হোটেলে রাখতে চেয়েছিল বাফুফে। কিন্তু হামজার ইচ্ছার কারণে সে গ্রামে অবস্থান করছেন। আশা করি আমাদের গ্রামের সন্তান দেশের ফুটবলকে গর্বিত করবে।

হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি এডভোকেট এনামুল হক সেলিম জানান, হামজা আমাদের সন্তান। সে এখন দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে, নি:সন্দেহে বিষয়টি সম্মানের। আশা করি হামজার নেতৃত্বে বাংলাদেশের ফুটবল অনেকদুর এগিয়ে যাবে।

হামজার বাবা দেওয়ান মোর্শেদ চৌধুরী জানান, হামজা দেশের জন্য খেলতে এসেছে। হামজার আশা তার সন্তানরাও বাংলাদেশের হয়ে ভবিষ্যতে খেলবে। ছোট বেলা থেকেই দেশের প্রতি মায়া ছিল হামজার। আগামী ২৫ মার্চ দেশের হয়ে অভিষেক ম্যাচে দেশকে সে জয় উপহার দিবে বলে আমি আশাবাদী।

হামজার আগমন উপলক্ষে বর্ণিল সাজে সেজেছিল পুরো গ্রাম। দীর্ঘ প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে সাজানো হয়েছে রঙ্গিন গেট ও তোরন।

ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে খেলতে ২০ মার্চ দেশ ছাড়বেন হামজা চৌধুরী। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে দেওয়ান হামজা চৌধুরীর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোশাররফ গ্রেফতার
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে : মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্টা
বাঞ্ছারামপুরে  নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ
জাফরুর নতুন কমিটি : অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
১০