এনামুলের দুর্দান্ত সেঞ্চুরি ও তাসকিনের লজ্জার রেকর্ডের ম্যাচে মোহামেডানের হার

বাসস
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১৯:০৬

ঢাকা, ১৮ মার্চ ২০২৫ (বাসস) : গাজী গ্রুপ ক্রিকেটার্সের ওপেনার ও অধিনায়ক এনামুল হক বিজয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) চার ম্যাচ পর হারল মোহামেডান স্পোর্টিং ক্লাব।

লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে আজ গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে ৬৫ রানে হেরেছে মোহামেডান। এনামুল ১৪৩ বলে ১৪৯ রানের অনবদ্য ইনিংস খেলেন।

এ ম্যাচে ১০ ওভারে ১০৭ রানে ৩ উইকেট নেন মোহামেডানের পেসার তাসকিন আহমেদ। বাংলাদেশের মাটিতে স্বীকৃত ক্রিকেটে সবচেয়ে ব্যয়বহুল বোলিং ফিগারের রেকর্ডের মালিক এখন তাসকিন।

সাভারে বিকেএসপির চার নম্বর মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৬০ বলে ১৪১ রানের সূচনা করেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের দুই ওপেনার সাদিকুর রহমান ও এনামুল। জুটিতে ৭টি চারে ৭৫ বলে ৬০ রান করেন সাদিকুর।

এরপর শোভন মোড়ল ১০ ও শামসুর রহমান শুভ ৩২ রানে আউট হলে তোফায়েল আহমেদকে নিয়ে ৯৮ রানের জুটি গড়েন এনামুল। এসময় এনামুল লিস্ট ‘এ’ ক্রিকেটে ২১তম সেঞ্চুরি তুলে নেন।

৫টি চার ও ৪টি ছক্কায় তোফায়েল ২৯ বলে ৬৩ রানের ঝড় থামলেও ইনিংসের শেষ পর্যন্ত খেলেছেন এনামুল। ১২টি চার ও ৪টি ছক্কায় সাজানো এনামুলের ১৪৩ বলে ১৪৯ রানের অনবদ্য ইনিংসের উপর ভর করে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৩৬ রানের বড় সংগ্রহ পায় গাজী গ্রুপ ক্রিকেটার্স।

তাসকিন ১০৭ রান খর্চায় ৩ উইকেট নেন।

জবাবে ৬৩ বলে ৭২ রানের সূচনা করেন মোহামেডানের দুই ওপেনার রনি তালুকদার ও অধিনায়ক তামিম ইকবাল। আগ্রাসী ব্যাটিংয়ে ৫টি চার ও ৩টি ছক্কায় ৩৪ বলে ৪৮ রানে আউট হন তামিম।

তিন নম্বরে নামা মাহিদুল ইসলাম অঙ্কন ৩ রানে আউট হলে তৃতীয় উইকেটে ৮০ রানের জুটি গড়েন রনি ও তাওহিদ হৃদয়। রনি ৪টি করে চার-ছক্কায় ৯০ বলে ৭৪ ও হৃদয় ৫২ বলে ৩৬ রানে আউট হন।

দলীয় ১৭০ রানের মধ্যে রনি- হৃদয়ের বিদায়ের পর আর কোন বড় জুটি গড়তে না পারার খেসারত দিতে হয় মোহামেডানকে। ৪৮.১ ওভারে ২৭১ রানে গুটিয়ে তারা। পাঁচ নম্বরে নামা মুশফিকুর রহিমের ৪৬ বলে ৪৯ রানে হারের ব্যবধান কমায় মোহামেডান।

আব্দুল গাফার সাকলাইন নিয়েছেন ৪ উইকেট।

এ ম্যাচ শেষে ৬ খেলায় ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানেই থাকল গাজী গ্রুপ ক্রিকেটার্স। সমানসংখ্যক ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে আছে মোহামেডান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপির তেজগাঁও বিভাগ বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে
তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক টাকা জরিমানা
জামায়াত নেতৃবৃন্দের সাথে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
১০