মৌসুমের শেষে ইউনাইটেড ছাড়ার ইঙ্গিত দিলেন এরিকসেন

বাসস
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১৬:১৫

ঢাকা, ১৯ মার্চ ২০২৫ (বাসস) : চলতি মৌসুমের শেষে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার ঘোষণা দিয়েছেন ক্রিস্টিয়ান এরিকসেন। একইসাথে তিনি জানিয়েছেন নতুন মৌসুমে নতুন চ্যালেঞ্জ নিতেও তিনি প্রস্তুত। 

ড্যানিশ এই মিডফিল্ডার গত বছর রুবেন আমোরিম কোচ হিসেবে নিয়োগ পাবার পর থেকেই মাঠের বাইরে রয়েছেন। এবছরের জুনে ওল্ড ট্র্যাফোর্ডের সাথে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে।

পর্তুগালের বিপক্ষে নেশন্স লিগে কোয়ার্টার ফাইনালের আগে এরিকসেন সাংবাদিকদের বলেছেন, ‘নতুন কিছুর জন্য নিজেকে প্রস্তুত করে চলেছি। সেটাই আমার ক্যারিয়ারের জন্য ভাল হবে। ইউনাইটেড আমাকে এখনো চুক্তি নবায়নের কোন প্রস্তাব দেয়নি। এ কারনেই আমি বলতে চাই ইউনাইটেডের সাথে আমার সম্পর্ক শেষ হতে চলেছে। আর এজন্য নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় রয়েছি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। যদিও তাড়াহুড়ো করে কোন সিদ্ধান্ত নিবনা। তবে সঠিক সময়ে সঠিক সুযোগ সামনে আসলে তা কাজে লাগানোর চেষ্টা করবো।’

ইউরো ২০২০’এ ফিনল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই অসুস্থ হয়ে পড়েছিলেন এরিকসেন। এরপর দীর্ঘ প্রায় এক বছর বিশ্রামে ছিলেন। গত দুটি প্রিমিয়ার লিগের ম্যাচে এরিকসেন মূল দলে খেলেছেন। 

৩৩ বছর বয়সী এরিকসেন বলেছেন, ইংল্যান্ডে থাকার আমার কোন ইচ্ছা নেই। 

ব্রেন্টফোর্ডে সংক্ষিপ্ত সময় থাকার পর ২০২২ সালে ইউনাইটেডে যোগ দেন এরিকসেন। ইউনাইটেডের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ৯৯ ম্যাচে এরিকসেন সাত গোল করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোশাররফ গ্রেফতার
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে : মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্টা
বাঞ্ছারামপুরে  নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ
জাফরুর নতুন কমিটি : অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
১০