ঢাকা, ২০ মার্চ ২০২৫ (বাসস) : অবশেষে সন্দেহজনক বোলিং অ্যাকশন থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। ফলে স্বীকৃত ক্রিকেটে বোলিং করতে কোন বাধা নেই তার।
২০২৪ সালের সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সামারসেটের বিপক্ষে সারের হয়ে খেলার সময় সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ উঠে সাকিবের বিরুদ্ধে। প্রায় ২০ বছরের ক্রিকেট ক্যারিয়ারে এই প্রথম এমন কিছুর সম্মুখীন হন তিনি।
এরপর মূল্যায়নের পর সাকিবের বোলিং অ্যাকশনকে অবৈধ ঘোষণা করে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এরপর ২ ডিসেম্বর ইংল্যান্ডের বার্মিংহামে লাউবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে এবং ২১ ডিসেম্বর ভারতের চেন্নাইয়ে দু’টি পুনর্মূল্যায়ন পরীক্ষা দেন সাকিব। কিন্তু ঐ দুই পরীক্ষার একটিতেও পাস করতে পারেননি তিনি। ফলে বোলিংয়ে নিষিদ্ধই থেকে যান এই অলরাউন্ডার। তারপরও সারের সহযোগিতায় বোলিং অ্যাকশন নিয়ে কাজ চালিয়ে যান সাকিব।
দুই সপ্তাহের অনুশীলনের পর গত ৯ মার্চ লাফবোরো বিশ্ববিদ্যালয় ল্যাবে তৃতীয়বারের মত পরীক্ষা দেন সাকিব। পরীক্ষায় মোট ২২টি ডেলিভারি করেন এই বাঁ-হাতি স্পিনার। ঐসব ডেলিভারির মধ্যে প্রায় সবই বৈধ ছিল। ফলে বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি।
গতরাতে পরীক্ষার ফল জানতে পারেন সাকিব। ক্রিকেটীয় ওয়েবসাইট ক্রিকবাজকে সাকিব বলেন, ‘বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হবার সংবাদটি সঠিক। আমি আবারও বোলিং করতে পারব।’
বোলিং ক্রটির কারণেই সর্বশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেননি সাকিব। কারণ তাকে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে দলে নিতে চাননি নির্বাচকরা।