বোলিং পরীক্ষায় উত্তীর্ণ সাকিব

বাসস
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১৭:৫১

ঢাকা, ২০ মার্চ ২০২৫ (বাসস) : অবশেষে সন্দেহজনক বোলিং অ্যাকশন থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। ফলে স্বীকৃত ক্রিকেটে বোলিং করতে কোন বাধা নেই তার।

২০২৪ সালের সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সামারসেটের বিপক্ষে সারের হয়ে খেলার সময় সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ উঠে সাকিবের বিরুদ্ধে। প্রায় ২০ বছরের ক্রিকেট ক্যারিয়ারে এই প্রথম এমন কিছুর সম্মুখীন হন তিনি।

এরপর মূল্যায়নের পর সাকিবের বোলিং অ্যাকশনকে অবৈধ ঘোষণা করে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এরপর ২ ডিসেম্বর ইংল্যান্ডের বার্মিংহামে লাউবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে এবং ২১ ডিসেম্বর ভারতের চেন্নাইয়ে দু’টি পুনর্মূল্যায়ন পরীক্ষা দেন সাকিব। কিন্তু ঐ দুই পরীক্ষার একটিতেও পাস করতে পারেননি তিনি। ফলে বোলিংয়ে নিষিদ্ধই থেকে যান এই অলরাউন্ডার। তারপরও সারের সহযোগিতায় বোলিং অ্যাকশন নিয়ে কাজ চালিয়ে যান সাকিব। 

দুই সপ্তাহের অনুশীলনের পর গত ৯ মার্চ লাফবোরো বিশ্ববিদ্যালয় ল্যাবে তৃতীয়বারের মত পরীক্ষা দেন সাকিব। পরীক্ষায় মোট ২২টি ডেলিভারি করেন এই বাঁ-হাতি স্পিনার। ঐসব ডেলিভারির মধ্যে প্রায় সবই বৈধ ছিল। ফলে বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। 

গতরাতে পরীক্ষার ফল জানতে পারেন সাকিব। ক্রিকেটীয় ওয়েবসাইট ক্রিকবাজকে সাকিব বলেন, ‘বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হবার সংবাদটি সঠিক। আমি আবারও বোলিং করতে পারব।’  

বোলিং ক্রটির কারণেই সর্বশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেননি সাকিব। কারণ তাকে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে দলে নিতে চাননি নির্বাচকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপির তেজগাঁও বিভাগ বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে
তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক টাকা জরিমানা
জামায়াত নেতৃবৃন্দের সাথে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
১০