র‌্যাংকিংয়ে উন্নতি সেইফার্ট-অ্যালেন ও ডাফির

বাসস
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ২০:০৪

ঢাকা, ২০ মার্চ ২০২৫ (বাসস) : আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে উন্নতি করেছেন নিউজিল্যান্ডের তিন ক্রিকেটার টিম সেইফার্ট, ফিন অ্যালেন ও জ্যাকব ডাফি। 

পাকিস্তানের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে দারুণ পারফরমেন্সের সুবাদে ব্যাটিং তালিকায় বিশ ধাপ এগিয়ে ১৩তমস্থানে উঠেছেন ওপেনার সেইফার্ট। দুই ম্যাচে যথাক্রমে- ২৯ বলে ৪৪ এবং ২২ বলে ৪৫ রান করেন সেইফার্ট।

ওপেনিংয়ে সেইফার্টের সঙ্গী অ্যালেন দুই ম্যাচে যথাক্রমে- ১৭ বলে ২৯ এবং ১৬ বলে ৩৮ রান করেছেন। আট ধাপ এগিয়ে ১৮তম স্থানে জায়গা করে নিয়েছেন অ্যালেন।

বোলারদের র‌্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন ডাফি। ২৩ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১২তমস্থানে আছেন ডাফি। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ১৪ রানে ৪ উইকেট নেন তিনি। যা তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। সিরিজের দ্বিতীয় ম্যাচে ২০ রানে ২ উইকেট নেন ডাফি। 

দ্বিতীয় ম্যাচে ২৩ রানে ২ উইকেট নিয়ে ২২ ধাপ উন্নতি হয়েছে নিউজিল্যান্ডের আরেক পেসার বেন সিয়ার্সের। ৬৭তম স্থানে উঠে এসেছেন তিনি। দুই ধাপ উন্নতিতে ৩৬তম স্থানে উঠেছে নিউজিল্যান্ড স্পিনার ইশ সোধি।

টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যাটারদের তালিকায় অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড, বোলারদের তালিকায় ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন এবং অলরাউন্ডার তালিকায় ভারতের হার্দিক পান্ডিয়া শীর্ষে আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোশাররফ গ্রেফতার
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে : মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্টা
বাঞ্ছারামপুরে  নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ
জাফরুর নতুন কমিটি : অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
১০