ঢাকা, ২০ মার্চ ২০২৫ (বাসস) : ঐতিহাসিক ক্যাম্প ন্যু’র সংষ্কার কাজ শেষ না হওয়ায় এ মৌসুমে হোম ম্যাচগুলো অলিম্পিক স্টেডিয়ামেই খেলবে বার্সেলোনা। ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
লা লিগার শীর্ষে থাকা দলটি আশা করেছিল মৌসুম শেষ হবার আগেই তারা ঘরের মাঠে ফিরতে পারবে। ইতোমধ্যেই ২০২৪’র শেষে এই স্টেডিয়াম সংষ্কারের কাজ শেষ হবার কথা থাকলেও এখনো সেটা সম্পন্ন হয়নি।
ক্লাব সদস্যাদের বার্সেলোনার পক্ষ থেকে জানানো হয়েছিল লিগার বাকি ম্যাচ ও চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের টিকেট সমর্থকরা অলিম্পিক স্টেডিয়ামের ব্যুথ থেকেই ক্রয় করতে পারবে। এই স্টেডিয়ামে ২০২৩-২৪ মৌসুম থেকে খেলে আসছে কাতালান জায়ান্টরা।
আশা করা হচ্ছে আগামী মৌসুমের আগে ক্যাম্প ন্যু পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। প্রথমবার যখন এটি দর্শকদের জন্য উন্মুক্ত হবে তখন ধারণক্ষমতা থাকবে ৬০ হাজার। সংষ্কারের পর স্টেডিয়ামের বর্ধিত অংশ মিলিয়ে ১ লাখ ৫ হাজার দর্শক বসতে পারবে বলে ধারণা করা হচ্ছে।
২০২৬’র গ্রীষ্মে ক্যাম্প ন্যুর কাজ শেষ হবার আশা রয়েছে। ২০২৩ সালের জুনে ক্যাম্প ন্যু’র সংষ্কার কাজ শুরু হয়। কিন্তু বিভিন্ন জটিলতায় কাজের ধীরগতির কারনে পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে বিলম্ব হচ্ছে।