মৌসুম শেষ দিবালার

বাসস
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ২১:৩৯ আপডেট: : ২০ মার্চ ২০২৫, ২১:৪১
ফরোয়ার্ড পাওলো দিবালা - ফাইল ছবি

ঢাকা, ২০ মার্চ ২০২৫ (বাসস) : উরুর ইনজুরির কারণে এ মৌসুমে আর মাঠে নামতে পারছেন না রোমা ফরোয়ার্ড পাওলো দিবালা। খুব শিগগিরই আর্জেন্টাইন এই তারকা ফরোয়ার্ডকে অস্ত্রোপচারের টেবিলে বসতে হচ্ছে বলে রোমা সূত্র নিশ্চিত করেছে। 

এক বিবৃতিতে রোমা বলেছে, ‘রোববার কালিয়ারির বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচটিতে দিবালার বাম উরুতে যে ইনজুরি ধরা পড়েছে তার থেকে পুরোপুরি সুস্থ হতে অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে। সুস্থতার জন্য এটাই সেরা পন্থা হিসেবে ক্লাব ও খেলোয়াড় উভয় একমত পোষন করেছে।’

দিবালাকে কতদিন মাঠের বাইরে থাকতে হবে এনিয়ে রোমা নিশ্চিত করে কিছু জানায়নি। কিন্তু সিরি-এ মৌসুম শেষ হতে আর মাত্র ৯টি ম্যাচ বাকি রয়েছে। যে কারনে ধরেই নেয়া যায় আগামী মৌসুমের আগ পর্যন্ত ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ডের আর মাঠে নামা হচ্ছেনা।  

দিবালার ছিটকে পড়া রোমার জন্য অনেক বড় দু:সংবাদ। নভেম্বরে ক্লডিও রানেইরি কোচ হিসেবে নিয়োগ পাবার পর থেকে রেলিগেশন থেকে নিজেদের রক্ষা করে টেবিলের উপরের দিকে উঠে এসেছে রোমা। 

এ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় দিবালা আটটি গোল করা ছাড়াও চারটি এ্যাসিস্ট করেছেন। তার সুবাদে রোমা চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেবার লড়াইয়ে দারুনভাবে এগিয়ে রয়েছে। 

এই মুহূর্তে চতুর্থ স্থানে থাকা বোলোনিয়ার থেকে চার পয়েন্ট পিছিয়ে রোমা টেবিলের সপ্তম স্থানে রয়েছে। শেষ ৬টি সিরি-এ লিগে রোমা জয়ী হয়েছে। সর্বশেষ লিগে হারের পর থেকে ১৩ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট হারিয়েছে রানেইরির দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোশাররফ গ্রেফতার
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে : মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্টা
বাঞ্ছারামপুরে  নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ
জাফরুর নতুন কমিটি : অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
১০