শেষ মুহূর্তে ভিনিসিয়াসের গোলে নাটকীয় জয় ব্রাজিলের

বাসস
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১৭:১১
ছবি : সংগৃহীত

ঢাকা, ২১ মার্চ ২০২৫ (বাসস) : ম্যাচের ৯৮ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের গোলে বিশ্বকাপ ফুটবল বাছাইয়ে নাটকীয় জয় পেয়েছে পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। 

আজ সকালে ঘরের মাঠে ব্রাজিল ২-১ গোলে হারিয়েছে কলম্বিয়াকে। এই জয়ে ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে উঠেছে  ব্রাজিল। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেল কলম্বিয়া।

ঘরের মাঠ ব্রাসিলিয়ার গারিঞ্চা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ব্রাজিল। ৬ মিনিটে বক্সের ভেতর ভিনিসিয়াসকে কলম্বিয়ান ডিফেন্ডার দানিয়েল মুনোজ ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন রাফিনহা।

১-০ গোলে লিড নিয়েও আক্রমণের ধার অব্যাহত রেখেছিল ব্রাজিল। কিন্তু দ্বিতীয় গোল আদায় করতে পারেনি তারা। উল্টো ৪১ মিনিটে ম্যাচে সমতা ফেরায় কলম্বিয়া। মাঝমাঠ থেকে আক্রমণ শানায় কলম্বিয়া। হামেস রদ্রিগেসের পাস থেকে অসাধারণ ফিনিশিংয়ে গোল করেন লুইস দিয়াজ। ১-১ সমতা নিয়ে ম্যাচের প্রথম ভাগ শেষ করে দুই দল। 

বিরতির পর গোলের সুযোগ হাতছাড়া করে ব্রাজিল-কলম্বিয়া উভয় দলই। ৬৪ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে বল পেয়ে কলম্বিয়াকে রক্ষণদূর্গ ভাঙতে পারেননি ভিনিসিয়াস। 

চার মিনিট পর কলম্বিয়ার দিয়াজের শট রুখে দেন ব্রাজিলের গোলরক্ষক আলিসন। গোল বঞ্চিত হয় কলম্বিয়া। 

ব্রাজিল-কলম্বিয়ার গোল মিসের মহড়ার মধ্যে ১-১ সমতায় নির্ধারিত ৯০ মিনিটও শেষ হয়ে যায়। ম্যাচ গড়ায় ইনজুরি সময়ে। ইনজুরি সময়ে অষ্টম মিনিটে দূরপাল্লার আড়াআড়ি শটে দারুণ গোল করেন ভিনিসিয়াস। শেষ পর্যন্ত তার গোলেই ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

দলের জয়ে অবদান রাখতে পেরে উচ্ছ্বসিত ভিনিসিয়াস বলেন, ‘খুব গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল এটি। জয় আমাদের প্রাপ্য ছিল। যতটা পরিশ্রম করেছি, আমারও এ গোলটি প্রাপ্য ছিল। কিছুটা স্বস্তির ও খুশির মুহূর্ত।’

দলের পারফরমেন্সে খুশি ব্রাজিল কোচ ডোরিভাল জুনিয়র, ‘যে পরিস্থিতিতে আমরা ছিলাম, এজন্য জয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমরা ঠিক পথেই আছি। প্রতি রাউন্ডেই উন্নতি করছি আমরা।’

এ দিন অন্য দুই ম্যাচে জয় পেয়েছে পেরু ও প্যারাগুয়ে। পেরু ৩-১ গোলে বলিভিয়া এবং প্যারাগুয়ে ১-০ গোলে হারায় চিলিকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোশাররফ গ্রেফতার
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে : মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্টা
বাঞ্ছারামপুরে  নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ
জাফরুর নতুন কমিটি : অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
১০