ডিপিএল: সোহানের সেঞ্চুরি ম্লান করে জয়ের হাসি মোহামেডানের

বাসস
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ২১:০৬

ঢাকা, ২১ মার্চ ২০২৫ (বাসস) : অধিনায়ক নুরুল হাসান সোহানের সেঞ্চুরি  সত্ত্বেও ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেটে পরাজিত হয়েছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। সপ্তম রাউন্ডে  ম্যাচে আজ মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে ২৩ রানে পরাজিত হয়েছে ধানমন্ডি । 

এই জয়ে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে মোহামেডান। সমানসংখ্যক ম্যাচে ৬ নিয়ে অষ্টম স্থানে আছে ধানমন্ডি স্পোর্টিং ক্লাব। 

মিরপুর শেরে জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ধানমন্ডির বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বড় ইনিংস খেলতে পারেনি মোহামেডানের টপ ও মিডল অর্ডার ব্যাটাররা। 
ভাল শুরু করেও রনি তালুকদার ৩৯, অধিনায়ক তামিম ইকবাল ২৬ ও মাহিদুল ইসলাম অঙ্কন ৪৪ রানে আউট হন। 

মিডল অর্ডারে মোহাম্মদ সাইফুদ্দিন শূন্য ও মুশফিকুর রহিম ৬ রানে আউট হন। 

পরের দিকে তাওহিদ হৃদয়ের ৪৭ বলে অপরাজিত ৫৩, মেহেদি হাসান মিরাজের ২৬ ও আবু হায়দারের ১৩ বলে অনবদ্য ১৮ রানে ৫০ ওভারে ৬ উইকেটে ২১৬ রানের লড়াকু সংগ্রহ পায় মোহামেডান। 
ধানমন্ডির কামরুল ইসলাম ৩টি ও হাসান মুরাদ ২টি উইকেট নেন। 

জবাবে ৭৯ রানে ষষ্ঠ উইকেট পতনের পরও এক প্রান্ত আগলে লড়াই করেছেন ধানমন্ডির সোহান। ৫৫ বলে হাফ-সেঞ্চুরি তুলে নেন তিনি। 

বড় জুটি না হওয়ায় ১৭৫ রানে নবম উইকেট পতন হয় ধানমন্ডির। ব্যক্তিগত ৮৮ রানের মাথায় পরপর দুই বলে দুই ছক্কায় লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ষষ্ঠ ও এবারের লিগে দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন সোহান। এর আগে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচ জয়ী অনবদ্য ১৩২ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

কিন্তু এবার আর দলকে জেতাতে পারেননি সোহান। ৪৪তম ওভারের তৃতীয় বলে দলীয় ১৯৩ রানে শেষ ব্যাটার হিসেবে সোহান আউট হলে ম্যাচ হারে ধানমন্ডি। 

১০টি চার ও ৪টি ছক্কায় ৯৩ বলে ১০০ রান করেন সোহান। দল হারলেও ম্যাচ সেরা হন সোহান।

মোহামেডানের সাইফুদ্দিন ৩টি, তাসকিন ও তাইজুল ২টি করে উইকেট নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোশাররফ গ্রেফতার
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে : মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্টা
বাঞ্ছারামপুরে  নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ
জাফরুর নতুন কমিটি : অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
১০