নেশন্স লিগ: জার্মানির জয়ের রাতে হারল ফ্রান্স ও পর্তুগাল

বাসস
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ২১:১৯

ঢাকা, ২১ মার্চ ২০২৫ (বাসস) : উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জার্মানি জয় পেলেও, হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স ও পর্তুগাল। 

সান সিরোয় ইতালির বিপক্ষে পিছিয়ে পড়েও  শেষ পর্যন্ত ২-১ গোলে জয় পেয়েছে জার্মানি। নবম মিনিটে ইতালিকে এগিয়ে দেন সান্দ্রো তোনালি। 

প্রথমার্ধে গোল পরিশোধ করতে না পারলেও ৪৯ মিনিটে টিম ক্লাইনডাইস্টের গোলে ম্যাচে ১-১ সমতা ফেরায় জার্মানি। 

এরপর ৭৬ মিনিটে লিয়ন গোরেৎকার গোলে ম্যাচে প্রথম লিড নেয় জার্মানি। প্রায় দেড় বছর পর জাতীয় দলে ফিরেই গোল পেলেন গোরেৎকা। 

শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধান ধরে রেখে মাঠ ছাড়ে তারা। 

ঘরের মাঠে ক্রোয়েশিয়া ২-০ গোলে হারিয়েছে ফ্রান্সকে। ম্যাচের প্রথমার্ধেই দুই গোল করে ক্রোয়েশিয়া। 

তবে ম্যাচের শুরুতেই পেনাল্টি পেয়েও গোল করতে পারেনি ক্রোয়েশিয়া। অষ্টম মিনিটে পেনাল্টি থেকে আন্দ্রে ক্রামারিচের শট রুখে দেন ফ্রান্সের গোলরক্ষক মাইক মেনিয়র।

২৬ মিনিটে ক্রোয়েশিয়াকে প্রথম এগিয়ে দেন আন্তে বুদিমির। আর প্রথমার্ধের ইনজুরি সময়ের প্রথম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইভান পেরিসিচ।

ফ্রান্সের মত হতাশ করেছে পর্তুগালও। কোপেনহেগেনের পার্কেন স্টেডিয়ামে ডেনমার্কের কাছে ১-০ গোলে হেরেছে তারা। 

ম্যাচের প্রথমভাগ গোলশূন্যভাবে শেষ হয়। ৭৮ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন ডেনমার্কের রাসমাস হোলান্ড। গোল করে পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদোর মত উদ্যাপন করেন তিনি। 

রোনালদোর প্রতি ভালোবাসা থেকেই এমন উদ্যাপন করেছেন বলে জানান হোলান্ড। তিনি বলেন, ‘এমন উদ্যাপন আমার আদর্শ ফুটবলারের জন্য। তাকে বিদ্রুপ করা বা অন্য কোন ব্যাপার ছিল না।

আমার ফুটবল ক্যারিয়ারে তার প্রভাব বিশাল। তার ও পর্তুগালের বিপক্ষে গোল করা আমার জন্য অনেক বড় ব্যাপার। ২০১১ সালে ফ্রি কিক থেকে তার একটি গোল মনে পড়ছে আমার। ম্যাচটি দেখতে গিয়েছিলাম আমি এবং সেদিন থেকেই আমি তার বড় ভক্ত।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোশাররফ গ্রেফতার
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে : মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্টা
বাঞ্ছারামপুরে  নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ
জাফরুর নতুন কমিটি : অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
১০