উরুগুয়েকে হারিয়ে বিশ্বকাপের দ্বারপ্রান্তে আর্জেন্টিনা

বাসস
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১৭:০৪ আপডেট: : ২২ মার্চ ২০২৫, ১৭:৩০
থিয়াগো আলমাডার দুর্দান্ত গোলে উরুগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়ে ২০২৬ বিশ্বকাপে খেলার দ্বারপ্রান্তে আর্জেন্টিনা -ছবি : সংগৃহীত

ঢাকা, ২২ মার্চ ২০২৫ (বাসস) : থিয়াগো আলমাডার দুর্দান্ত গোলে উরুগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়ে ২০২৬ বিশ্বকাপে খেলার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে আর্জেন্টিনা।

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা মন্টিভিডিওতে অন্তত ড্রয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল। বাছাইপর্বের শুরুতে বুয়েন্স আয়ার্সে এই উরুগুয়ের কাছে ২-০ গোলে পরাজিত হয়েছিল আর্জেন্টিনা। যে কারনে কাল শুরু থেকেই আর্জেন্টাইনদের বেশ নার্ভাস মনে হয়েছে। যদিও শেষ পর্যন্ত মন্টিভিডিওর এস্তাদিও সেনটেনারিওর সমর্থকদের হতবাক করে দিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই বাড়ি ফিরেছে আর্জেন্টিনা। 

২৩ বছর বয়সী এ্যাটাকিং মিডফিল্ডার আলমাডা দুর্দান্ত স্ট্রাইকে ৬৮ মিনিটে উরুগুইয়ান গোলরক্ষক সার্জিও রোশেকে পরাস্ত করেন।

ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ইনজুরি টাইমে উরুগুয়ের ডিফেন্ডার নাহিতান নানডেজকে বাজেভাবে চ্যালেঞ্জের অপরাধে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে বদলী খেলোয়াড় নিকোলাস গঞ্জালেজকে। এই একটি ঘটনা ছাড়া পুরো ম্যাচে আর্জেন্টিনাকে আর আটকানো যায়নি। যদিও এই লাল কার্ড ম্যাচের ফলাফলে কোন প্রভাব ফেলেনি। আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি অবশ্য মেসিবিহিন দলের পারফরমেন্সের প্রশংসাই করেছেন। ইনজুরির কারনে এই ম্যাচে অনুপস্থিত ছিলেন অধিনায়ক লিওনেল মেসি।

স্কালোনি বলেন, ‘আমি কেন সন্তুষ্ট হবোনা? শুধুমাত্র জয়ের জন্য নয়, সার্বিকভাবে যেভাবে খেলোয়াড়রা নিজেদের এগিয়ে নিয়ে গেছে তাতে তারা প্রশংসার দাবীদার। একটি পরিপূর্ণ ম্যাচ আজ তারা উপহার দিয়েছেন। একজন খেলোয়াড় যখন অনুপস্থিত থাকে অন্য কেউ এসে তার জায়গা পূরণ করে দেয়। পুরো দল তখন নতুনভাবে সবকিছুর সাথে মানিয়ে নেয়।’

এই জয়ের ফলে আগামী মঙ্গলবার চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারাতে পারলেই যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপের টিকেট নিশ্চিত হয়ে যাবে আর্জেন্টিনার। 

বিশ্ব চ্যাম্পিয়নরা এই মুহূর্তে ১৩ ম্যাচ পর ১০ দলের দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ইকুয়েডর ছয় পয়েন্ট পিছিয়ে রয়েছে। ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। 

২০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে উরুগুয়ে। গোল ব্যবধানে পিছিয়ে পঞ্চম স্থানে রয়েছে প্যারাগুয়ে। 

টেবিলের শীর্ষ ৬টি দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। 

দিনের আরেক ম্যাচে ভেনেজুয়েলাকে ২-১ গোলে হারিয়ে চূড়ান্ত পর্বে খেলার লড়াইয়ে ভালভাবেই টিকে থাকলো ইকুয়েডর। দলের হয়ে দুই গোলই করেছেন অভিজ্ঞ স্ট্রাইকার এনার ভ্যালেন্সিয়া। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপির তেজগাঁও বিভাগ বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে
তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক টাকা জরিমানা
জামায়াত নেতৃবৃন্দের সাথে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
১০