ইনজুরির কারণে বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে ছিটকে গেলেন পিএসজির লি ক্যাং

বাসস
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১৭:১৭
লি ক্যাং-ইন : ছবি : সংগৃহীত

ঢাকা, ২৩ মার্চ ২০২৫ (বাসস) : গোঁড়ালির ইনজুরির কারণে জর্ডানের বিপক্ষে মঙ্গলবার অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারছেন না পিএসজির দক্ষিণ কোরিয়ান এ্যাটাকিং মিডফিল্ডার লি ক্যাং-ইন। জাতীয় দলের কোচ হং মিউং-বো এই তথ্য জানিয়েছেন।

২৪ বছর বয়সী লিয়ের এ্যাসিস্টে গত বৃহস্পতিবার ঘরের মাঠে ওমানের সাথে ১-১ গোলের ড্রয়ের ম্যাচটিতে দক্ষিণ কোরিয়ার হয়ে গোল করেছিলেন হুয়াং হি-চ্যান। 

জাতীয় দলের হয়ে এ পর্যন্ত ৩৫ ম্যাচে ৯ গোল করেছেন লি। আগের ম্যাচে ইনজুরির কারনে ম্যাচ শেষের পাঁচ মিনিট আগে লি বদলী বেঞ্চে চলে যান। এর আগে দ্বিতীয়ার্ধের শুরুতে তিনি বদলী হিসেবে মাঠে নেমেছিলেন। 

দক্ষিণ কোরিয়ান কোচ হং বলেছেন লি’র সাথে বার্মিংহ্যাম সিটির পাইক সিয়াং-হো ও আল ওয়াসলর জুং সিয়াং-হিউইনও জর্ডানের বিপক্ষে খেলতে পারছেন না।

এক বিবৃতিতে হং বলেছেন, যতটা গুরুতর ধারণা করা হয়েছিল লি’র ইনজুরি ততটা নয়। আমার তার সাথে আলোচনা হয়েছে। জাতীয় দলের জন্য তার প্রতিশ্রুতি অনেক বেশী শক্তিশালী। জাতীয় দলের মতই ক্লাব ফুটবলেও সে সমান গুরুত্বের দাবীদার।

সাত ম্যাচে চার জয় ও তিন ড্র নিয়ে দক্ষিণ কোরিয়া এই মুহূর্তে এশিয়ান বাছাইপর্বে গ্রুপ-বি’র শীর্ষে রয়েছে। ২০২৬ বিশ্বকাপের অনেকটাই দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। জর্ডান ও ইরাকের তুলনায় মাত্র তিন পয়েন্ট এগিয়ে রয়েছে দক্ষিণ কোরিয়া। হাতে রয়েছে আর তিন রাউন্ডের ম্যাচ।

এই অঞ্চলের শীর্ষ দুই দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোশাররফ গ্রেফতার
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে : মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্টা
বাঞ্ছারামপুরে  নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ
জাফরুর নতুন কমিটি : অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
১০