আইপিএলে খরুচে স্পেলের রেকর্ড আর্চারের

বাসস
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১৯:৫৬
আইপিএলের ইতিহাসে এক ইনিংসে সবচেয়ে বেশি রান দেওয়ার লজ্জার রেকর্ডের মালিক হয়েছেন ইংল্যান্ডের পেসার জোফরা আর্চার -ছবি : ইন্ডিয়ান এক্সপ্রেস

ঢাকা, ২৩ মার্চ ২০২৫ (বাসস) : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে এক ইনিংসে সবচেয়ে বেশি রান দেওয়ার লজ্জার রেকর্ডের মালিক হয়েছেন ইংল্যান্ডের পেসার জোফরা আর্চার। 

চলতি আইপিএলের দ্বিতীয় ম্যাচে আজ সানরাইজার্স হায়দারাবাদের বিপক্ষে ৪ ওভারে ৭৬ রানে উইকেটশূন্য থাকেন রাজস্থান রয়্যালসের আর্চার। ফলে আইপিএলে খরুচে বোলিংয়ের রেকর্ড গড়লেন এই ডান-হাতি পেসার।

আইপিএলে এতদিন এই বোলিংয়ের রেকর্ডের মালিক ছিলেন ভারতীয় পেসার মোহিত শর্মা। ২০২৪ সালে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৪ ওভারে ৭৩ রানে উইকেটশূন্য ছিলেন গুজরাট টাইটান্সের মোহিত। এক বছর পর মোহিতের রেকর্ড ভেঙ্গে আইপিএলে খরুচে বোলিংয়ের মালিক হলেন আর্চার। 

আজকের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ইশান কিশানের অনবদ্য ১০৬ রানের উপর ভর করে ২০ ওভারে ৬ উইকেটে ২৮৬ রান করে হায়দারাবাদ। মাত্র ২ রানের জন্য আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়তে পারল না হায়দারাদ। গত বছরই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ২০ ওভারে ৩ উইকেটে ২৮৭ রান করেছিল হায়দারাবাদ। 

রাজস্থানের বিপক্ষে ১৪.১ ওভারে ২শ রান করে হায়দারাবাদ। ফলে যৌথভাবে দ্রুত ২০০ রানের রেকর্ডে নাম লিখিয়েছে তারা। ২০১৬ সালে পাঞ্জাব কিংসের বিপক্ষে ১৪.১ ওভারে ২০০ রান করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। 

স্বীকৃত টি-টোয়েন্টিতে দলীয় রান ২৫০ বা তার বেশি করার রেকর্ড গড়েছে হায়দারাবাদ। এই নিয়ে চারবার ইনিংসে ২৫০ বা তার বেশি রান করল তারা। দ্বিতীয় সর্বোচ্চ তিনবার করেছে কাউন্টি দল সারে ও ভারত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চর বিজয়ে রোপণ করা হবে ৪০ হাজার ঝাউ গাছ 
পাট রপ্তানিকারকদের ঋণ পুনঃতফসিল সুবিধা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক
গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
দুর্যোগ প্রশমন দিবসে সুনামগঞ্জে ভূমিকম্প বিষয়ক মহড়া
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের স্ত্রী রিক্তার জমি-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
পঞ্চগড়ে ‘ঘরে ঘরে, জনে জনে’ কর্মসূচি নিয়ে নওশাদ জমির
মিশরে গাজা শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারবেন না নেতানিয়াহু
গাজা শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস: ম্যাক্রোঁ
বিশ্বকাপের দ্বারপ্রান্তে নেদারল্যান্ডস, আশা টিকিয়ে রেখেছে স্কটল্যান্ড
পুতিন-ট্রাম্পের মধ্যে কোনো ফোনালাপের পরিকল্পনা নেই : রাশিয়া
১০