মুম্বাইকে হারিয়ে আইপিএল শুরু চেন্নাইয়ের

বাসস
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১৬:৪৭
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৪ মার্চ ২০২৫ (বাসস) : মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসর শুরু করল চেন্নাই সুপার কিংস। 

গতরাতে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে চেন্নাই ৪ উইকেটে হারিয়েছে মুম্বাইকে। 

চেন্নাইয়ের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে ৩৬ রানে ৩ উইকেট হারায় মুম্বাই। রোহিত শর্মা শূন্য, রায়ান রিকেলটন ১৩ ও উইল জ্যাকস ১১ রানে থামেন। 

চতুর্থ উইকেটে ৩৬ বলে ৫১ রান যোগ করে মুম্বাইকে চাপ মুক্ত করেন ভারপ্রাপ্ত অধিনায়ক সূর্যকুমার যাদব ও তিলক ভার্মা। ভালো শুরু করেও সূর্য ২৯ ও তিলক ৩১ রানে আউট হন। 

৯৬ রানের মধ্যে সূর্য-তিলক ফেরার পর মুম্বাইকে লড়াকু সংগ্রহ এনে দেন দিপক চাহার-নামা ধীর ও মিচেল স্যান্টনার। ২০ ওভারে ৯ উইকেটে ১৫৫ রান করে মুম্বাই। চাহার ১৫ বলে অপরাজিত ২৮, নামা ১৭ ও স্যান্টনার ১১ রান করেন। 

নূর আহমাদ ৪টি ও খলিল আহমেদ ৩টি উইকেট নেন। 

১৫৬ রানের টার্গেটে দ্বিতীয় ওভারে উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে ৬৭ রান যোগ করেন রাচিন রবীন্দ্র ও অধিনায়ক ঋুতুরাজ গায়কোয়াড়। ৬টি চার ও ৩টি ছক্কায় ২৬ বলে ৫৩ রান করে আউট হন ঋুতুরাজ। 

মিডল অর্ডারে ব্যাটিং ধসে ১১৬ রানে ৫ উইকেট হারায় চেন্নাই। ষষ্ঠ উইকেটে ২৭ বলে ৩৬ রানের জুটিতে চেন্নাইয়ের জয়ের পথ সহজ করেন রাচিন ও রবীন্দ্র জাদেজা। ১৭ রান করে জাদেজা থামলেও মাহেন্দ্র সিং ধোনিকে নিয়ে ৫ বল বাকী থাকতে চেন্নাইকে জয়ের বন্দরে নিয়ে যান রাচিন।

২টি চার ও ৪টি ছক্কায় ৪৫ বলে ৬৫ রানে অপরাজিত থাকেন রাচিন। মুম্বাইয়ের বাঁ-হাতি স্পিনার ভিগনেশ পুথুর ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হন নূর। 

দিনের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দারাবাদ ৪৪ রানে হারায় রাজস্থান রয়্যালসকে। প্রথমে ব্যাট করে ইশান কিশানের সেঞ্চুরিতে ২০ ওভারে ৬ উইকেটে ২৮৬ রান করে হায়দারাবাদ। কিশান ১১টি চার ও ৬টি ছক্কায় ৪৭ বলে অপরাজিত ১০৬ রান করেন। 

জবাবে ২০ ওভারে ৬ উইকেটে ২৪২ রান করে রাজস্থান। দলের হয়ে ধ্রুব জুরেল ৩৫ বলে ৭০ এবং সঞ্জু স্যামসন ৩৭ বলে ৬৬ রান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপির তেজগাঁও বিভাগ বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে
তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক টাকা জরিমানা
জামায়াত নেতৃবৃন্দের সাথে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
১০