তামিমের সুস্থতা কামনায় মালিঙ্গা-কেকেআর এর বার্তা

বাসস
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১৯:৩৯

ঢাকা, ২৪ মার্চ, ২০২৫ (বাসস) : সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) আজ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচ শুরুর আগে অসুস্থ হয়ে পড়েন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল। এরপর বিকেএসপির কাছে কেপিজে স্পেশালাইজড হাসপাতালে হাসপাতালে নেওয়া পর তার হার্টে ব্লক ধরা পড়ে। ইতোমধ্যে হার্টে রিং পরানো হয়েছে। বর্তমানে সিসিইউতে পর্যবেক্ষণে আছেন তিনি।

তামিমের সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছেন অনেকেই। শ্রীলংকার সাবেক তারকা পেসার লাসিথ মালিঙ্গা লিখেছেন, ‘তামিমের দ্রুত এবং পুরোপুরি সুস্থতা কামনা করছি। মাঠে যেমনটা তুমি সব সময় করেছ, ঠিক তেমনই লড়াই চালিয়ে যাও।’

ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সও (কেকেআর) তামিমের উদ্দেশ্যে বার্তা দিয়েছে। তারা লিখেছে, দ্রুত সেড়ে উঠো, তামিম ইকবাল। পুরো ক্রিকেট মহল তোমার জন্য প্রার্থনা করছে।’

তামিমের সুস্থতা কামনায় এক স্ট্যাটাসে ঢালিউড মেগাস্টার শাকিব খান লিখেন, ‘বাংলাদেশ ক্রিকেটের গর্ব তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করছি। প্রার্থনা করি, আল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুন।’

জাতীয় দলের সতীর্থদের মধ্যে তামিমের সুস্থতায় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, এনামুল হক বিজয়, লিটন দাস, তানজিদ হাসান তামিম ও শরিফুল ইসলাম। 

মাশরাফি লিখেছেন, ‘মহান আল্লাহ তোর সহায় হোন, তামিম। দ্রুত সুস্থ হয়ে ফিরে আয় সবার মাঝে ইনশাআল্লাহ।’

পেসার তাসকিন লিখেছেন, ‘ঢাকার সাভারে অবস্থিত বিকেএসপিতে একটি ম্যাচ চলাকালীন তামিম ইকবাল ভাই গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তার অবস্থা অবনতির দিকে। এখন লাইফ সাপোর্টে আছেন তিনি। এই কঠিন সময়ে আপনার প্রার্থনায় তাকে স্মরণে রাখুন। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে তোলেন।’

পেসার মুস্তাফিজুর লিখেছেন, ‘দ্রুত সুস্থ হয়ে উঠুন তামিম ইকবাল ভাই। গোটা দেশ আপনার জন্য প্রার্থনা করছে।’

অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ লিখেছেন, ‘হৃদরোগে আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে ভর্তি তামিম ইকবাল ভাই। যেভাবে ক্রিজে আপনি ছিলেন অটল, তেমনি এই কঠিন সময়ে সাহস ও দৃঢ়তার মাধ্যমে দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন। এটাই আমি তথা পুরো দেশবাসী বিশ্বাস করি। মহান রাব্বুল আলামিন আপনাকে দ্রুত সুস্থ করে দিন, আমিন।’

ওপেনার এনামুল হক বিজয় লিখেছেন, ‘দ্রুত সুস্থ হয়ে উঠুন তামিম ভাই। আপনার দ্রুত সুস্থতার জন্য দোয়া করি। শক্ত হন, আমাদের চিন্তা এবং দোয়া আমার সঙ্গে আছে।’

লিটন দাস লিখেছেন, ‘তামিম ভাই দ্রুত সুস্থ হয়ে উঠুন। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। আমাদের প্রার্থনা আপনার সঙ্গে আছে।’

তামিমের জন্য দোয়া চেয়ে ওপেনার তানজিদ হাসান লিখেছেন, ‘সবার কাছে অনুরোধ, তামিম ইকবাল ভাইকে আপনাদের প্রার্থনায় রাখবেন। আল্লাহ যেন তার সঙ্গে থাকেন।’

পেসার শরিফুল লিখেছেন, ‘তামিম ভাই, আপনি শিগগিরই সুস্থ হয়ে উঠুন। আমরা আপনার ফিরে আসার অপেক্ষায় আছি। সবাই মিলে তামিম ভাইয়ের দ্রুত সুস্থতার জন্য দোয়া করি। ’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোশাররফ গ্রেফতার
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে : মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্টা
বাঞ্ছারামপুরে  নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ
জাফরুর নতুন কমিটি : অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
১০