ইমনের সেঞ্চুরিতে শীর্ষস্থান ধরে রাখল আবাহনী

বাসস
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১৯:৫৭

ঢাকা, ২৪ মার্চ ২০২৫ (বাসস) : ওপেনার পারভেজ হোসেন ইমনের সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শীর্ষস্থান ধরে রেখেছে আবাহনী লিমিটেড। 

আজ লিগে অষ্টম রাউন্ডে আবাহনী ৫ উইকেটে হারিয়েছে ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে। এই জয়ে ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আবাহনী লিমিটেড। ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টমস্থানে আছে ধানমন্ডি। 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৮৮ রানে ষষ্ঠ উইকেট হারায় ধানমন্ডি। সপ্তম উইকেটে ৮৪ রানের জুটিতে দলকে চাপমুক্ত করেন ফজলে মাহমুদ ও জিয়াউর রহমান। দলীয় ১৭২ রানে ফজলে থামার পর দলের রান ২শতে নেন জিয়াউর। 

৭টি চার ও ৩টি ছক্কায় ৮৭ রান করেন ফজলে। ইনিংসের শেষ ওভারে আউটের আগে ৫টি চার ও ২টি ছক্কায় ৫৭ রান করেন জিয়াউর। ৫০ ওভারে ৯ উইকেটে ২০১ রান করে ধানমন্ডি।

নাহিদ রানা ও রাকিবুল হাসান ৪টি করে উইকেট নেন। 

জবাবে ওপেনার ইমনের সেঞ্চুরি ও মোসাদ্দেক হোসেনের হাফ-সেঞ্চুরিতে ৬৪ বল বাকী থাকতে জয়ের স্বাদ পায় আবাহনী। 

৭৫ রানে ৪ উইকেট পতনের পর পঞ্চম উইকেটে ১২৫ রানের জুটিতে আবাহনীর জয়ের পথ সহজ করেন ইমন ও মোসাদ্দেক। 

৩টি করে চার-ছক্কায় ৬৪ বলে ৫৪ রান করেন মোসাদ্দেক। দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন ইমন। লিস্ট ‘এ’ ক্রিকেটে ষষ্ঠ সেঞ্চুরি পাওয়া ইমন ১৩টি বাউন্ডারি ও ৫টি ওভার বাউন্ডারিতে ১৩৩ বলে অপরাজিত ১২৪ রান করেন।

মোহাম্মদ ইনামুল ৪ উইকেট নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
২০২৫ সালে প্রায় ৩ লক্ষ দক্ষিণ সুদানী দেশ ছেড়ে পালিয়েছে : জাতিসংঘ
চট্টগ্রামে ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করেছে ডিবি
চর বিজয়ে রোপণ করা হবে ৪০ হাজার ঝাউ গাছ 
পাট রপ্তানিকারকদের ঋণ পুনঃতফসিল সুবিধা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক
গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
দুর্যোগ প্রশমন দিবসে সুনামগঞ্জে ভূমিকম্প বিষয়ক মহড়া
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের স্ত্রী রিক্তার জমি-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
পঞ্চগড়ে ‘ঘরে ঘরে, জনে জনে’ কর্মসূচি নিয়ে নওশাদ জমির
মিশরে গাজা শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারবেন না নেতানিয়াহু
গাজা শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস: ম্যাক্রোঁ
১০