সাব্বির-শুক্কুরের সেঞ্চুরিতে হ্যাটট্রিক জয়ে চতুর্থস্থানে উঠল প্রাইম ব্যাংক

বাসস
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ২০:০৪

ঢাকা, ২৪ মার্চ ২০২৫ (বাসস) : ওপেনার সাব্বির হোসেন ও অধিনায়ক ইরফান শুক্কুরের জোড়া সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) হ্যাটট্রিক জয়ে টেবিলের চতুর্থস্থানে উঠল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। 

আজ লিগের অষ্টম রাউন্ডে প্রাইম ব্যাংক ৩৪ রানে হারিয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থাকার সুবাদে অগ্রণী ব্যাংককে টপকে চতুর্থস্থানে উঠল প্রাইম ব্যাংক। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে টেবিলের পঞ্চমস্থানে অগ্রণী ব্যাংক। 

সাভারে বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৩ উইকেটে ৩২১ রানের বড় সংগ্রহ পায় প্রাইম ব্যাংক। ৭টি চার ও ৫টি ছক্কায় ১২১ বলে ১০২ রান করেন সাব্বির। 

৮টি চার ও ৪টি ছক্কায় ৯৪ বলে ১০৭ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক শুক্কুর। এছাড়াও মোহাম্মদ নাইম ৩২, জাকির হাসান ২৬ ও শাহাদাত হোসেন অপরাজিত ৪৮ রান করেন। 

জবাবে অধিনায়ক ইমরুল কায়েসের সেঞ্চুরি সত্বেও ৪৭.৩ ওভারে ২৮৭ রানে গুটিয়ে যায় অগ্রণী ব্যাংক। 

৩২ রানে প্রথম উইকেট পতনের পর দ্বিতীয় উইকেটে সাদমান ইসলামকে নিয়ে ১৭১ রানের জুটি গড়েন ইমরুল। ৩৫তম ওভারে দলীয় ২০৩ রানে দ্বিতীয় ব্যাটার হিসেবে সাদমান যখন আউট হন, তখনও জয়ের ভালো সম্ভাবনা ছিল অগ্রণী ব্যাংকের। কিন্তু ৩৭তম ওভারের প্রথম বলে ইমরুল আউটের পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে অগ্রণী ব্যাংক। শেষ পর্যন্ত ১৫ বল বাকী থাকতে ২৮৭ রানে গুটিয়ে যায় তারা। 

৬টি চার ও ১টি ছক্কায় ৬৮ রান করেন সাদমান। লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৪তম সেঞ্চুরির ইনিংসে ১১টি চার ও ৪টি ছক্কায় ১১৫ বলে ১১৬ রান করেন ইমরুল।

রিশাদ হোসেন ও আরাফাত সানি ৩টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন শুক্কুর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপির তেজগাঁও বিভাগ বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে
তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক টাকা জরিমানা
জামায়াত নেতৃবৃন্দের সাথে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
১০