আইপিএল: আশুতোষের বীরত্বে অবিশ্বাস্য জয় দিল্লির

বাসস
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১৬:৪৬
আশুতোষ শর্মার দুর্দান্ত ব্যাটিংয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচেই অবিশ্বাস্য জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস -ছবি : সংগৃহীত

ঢাকা, ২৫ মার্চ, ২০২৫ (বাসস) : আশুতোষ শর্মার দুর্দান্ত ব্যাটিংয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের প্রথম ম্যাচেই অবিশ্বাস্য জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। গতরাতে টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে দিল্লি ১ উইকেটে হারিয়েছে লক্ষ্মৌ সুপার জায়ান্টসকে। ‘ইমপ্যাক্ট বদলি’ হিসেবে সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে ৩১ বলে ৬৬ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন আশুতোষ।

বিশাখাপত্তমে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা লক্ষ্মৌকে ২৮ বলে ৪৬ রানের সূচনা এনে দেন দুই ওপেনার আইডেন মার্করাম ও মিচেল মার্শ। ১৩ বলে ১৫ রান করে মার্করাম ফিরলে দ্বিতীয় উইকেটে ব্যাট হাতে ঝড় তুলে ৪২ বলে ৮৭ রানের জুটি গড়েন মার্শ ও নিকোলাস পুরান।

১২তম ওভারে দলীয় ১৩৩ রানে বিদায় নেন মার্শ। ৬টি করে চার-ছক্কায় ৩৬ বলে ৭২ রান করেন তিনি।

১৫তম ওভারে দলীয় ১৬৯ রানে আউট হন পুরান। ৬টি চার ও ৭টি ছক্কায় ৩০ বলে ৫ রান করেন তিনি।

শেষ দিকে ডেভিড মিলারের ১৯ বলে অপরাজিত ২৭ রানে ২০ ওভারে ৮ উইকেটে ২০৯ রানের বড় সংগ্রহ পায় লক্ষ্মৌ। মিচেল স্টার্ক ৩ ও কুলদীপ যাদব ২ উইকেট নেন।

জবাবে ৬৫ রানে ৫ উইকেট হারায় দিল্লি। ষষ্ঠ উইকেটে ট্রিস্টান স্টাবসের সাথে ৪৮ রানের জুটিতে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন আশুতোষ।

সপ্তম উইকেটে ভিপরাজ নিগামকে নিয়ে ২২ বলে ৫৫ রানের ঝড়ো জুটিতে দিল্লির জয়ের আশা জাগান আশুতোষ। ৫টি চার ও ২টি ছক্কায় ভিপরাজ ১৫ বলে ৩৯ রানে থামেন। শেষ ৩ ওভারে ৩৯ রান দরকার পড়ে দিল্লির।

১৮তম ওভারে ১৭ ও ১৯তম ওভারে ১৬ রান নিয়ে ম্যাচের লাগাম হাতে মুঠোয় নেন আশুতোষ। শেষ ওভারে ৬ রান প্রয়োজন ছিল। তৃতীয় বলে ছক্কা মেরে দিল্লিকে জয়ের স্বাদ দেন আশুতোষ। ৫টি করে চার-ছক্কায় ৩১ বলে অপরাজিত ৬৬ রানে ম্যাচ সেরা হন এই ডান-হাতি ব্যাটার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চর বিজয়ে রোপণ করা হবে ৪০ হাজার ঝাউ গাছ 
পাট রপ্তানিকারকদের ঋণ পুনঃতফসিল সুবিধা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক
গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
দুর্যোগ প্রশমন দিবসে সুনামগঞ্জে ভূমিকম্প বিষয়ক মহড়া
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের স্ত্রী রিক্তার জমি-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
পঞ্চগড়ে ‘ঘরে ঘরে, জনে জনে’ কর্মসূচি নিয়ে নওশাদ জমির
মিশরে গাজা শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারবেন না নেতানিয়াহু
গাজা শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস: ম্যাক্রোঁ
বিশ্বকাপের দ্বারপ্রান্তে নেদারল্যান্ডস, আশা টিকিয়ে রেখেছে স্কটল্যান্ড
পুতিন-ট্রাম্পের মধ্যে কোনো ফোনালাপের পরিকল্পনা নেই : রাশিয়া
১০