আল্লাহর অশেষ রহমত ও সকলের দোয়ায় আমি ফিরে এসেছি : তামিম

বাসস
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১৭:০২ আপডেট: : ২৫ মার্চ ২০২৫, ১৭:১৩
গতকাল সাভারের বিকেএসপিতে হার্ট অ্যাটাক করেন তামিম ইকবাল । বিকেএসপির কেপিজে স্পেশালাইজড হাসপাতালে যাবার পর তার হার্টে ব্লক ধরা পড়লে রিং পরানো হয়। কিছুটা সুস্থ হয়ে আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শারীরিক অবস্থা জানালেন তামিম -ছবি : সংগৃহীত

ঢাকা, ২৫ মার্চ ২০২৫ (বাসস) : চলমান ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) অষ্টম রাউন্ডের ম্যাচ খেলতে নামার আগে গতকাল সাভারের বিকেএসপিতে হার্ট অ্যাটাক করেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। এরপর বিকেএসপির কেপিজে স্পেশালাইজড হাসপাতালে যাবার পর তার হার্টে ব্লক ধরা পড়ে। এজন্য রিংও পরানো হয়।
কিছুটা সুস্থ হয়ে আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তায় নিজের সর্বশেষ শারীরিক অবস্থা জানালেন তামিম।

মহান আল্লাহতা’আলার প্রতি কৃতজ্ঞতা ও ভক্তদের প্রতি ভালোবাসা প্রকাশ করে তামিম লিখেন, ‘দুই বছর আগে এই রোজার সময়েই অনুপের কাছে গিয়েছিলাম। সেদিন জানতে পারলাম, অনুপের বাবা ৪ বছরেও হার্টের অপারেশন করতে পারেননি।’

দুই বছর আগে ই-কমার্স মোবাইল ব্যাংকিং নগদ থেকে পেমেন্টে গাড়ি জিতেন ঢাকায় বসবাস করা অনুপ অধিকারী নামে এক ব্যক্তি। নগদ-এর হয়ে অনুপের হাতে গাড়ির চাবি তুলে দিতে তার বাসায় গিয়েছিলেন তামিম। তখনই জানতে পারেন, আর্থিক সমস্যায় চার বছর ধরে অনুপের বাবার হার্টের অস্ত্রোপচার করাতে পারছে না তার পরিবার। তখন অনুপের বাবার চিকিৎসার দায়িত্ব নেন তামিম। পরবর্তীতে রাজধানীর একটি হাসপাতালে অনুপের বাবার হার্টের চিকিৎসা করানো হয়।

এছাড়াও তামিম আরও লিখেন, ‘হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে। কিন্তু এই স্পন্দন যে কোন ধরনের ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে এই কথাটি আমরা বার বার ভুলে যাই। গতকাল দিনটি শুরু করার সময় কি আমি জানতাম, আমার সাথে কী হতে যাচ্ছে?

আল্লাহতা’আলার অশেষ রহমত আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি। আমার সৌভাগ্য, এই বিপদের সময়ে পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম, যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় এই সঙ্কট কাটিয়ে ফিরে এসেছি।

কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয়, জানিয়ে দেয় যে জীবন আসলে কতটা ছোট। আর এই ছোট জীবনে আর কিছু করতে না পারি, সবাই যেন একে অপরের বিপদে পাশে দাঁড়ায়-এটিই আমার অনুরোধ।

আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপির তেজগাঁও বিভাগ বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে
তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক টাকা জরিমানা
জামায়াত নেতৃবৃন্দের সাথে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
১০