আল্লাহর অশেষ রহমত ও সকলের দোয়ায় আমি ফিরে এসেছি : তামিম

বাসস
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১৭:০২ আপডেট: : ২৫ মার্চ ২০২৫, ১৭:১৩
গতকাল সাভারের বিকেএসপিতে হার্ট অ্যাটাক করেন তামিম ইকবাল । বিকেএসপির কেপিজে স্পেশালাইজড হাসপাতালে যাবার পর তার হার্টে ব্লক ধরা পড়লে রিং পরানো হয়। কিছুটা সুস্থ হয়ে আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শারীরিক অবস্থা জানালেন তামিম -ছবি : সংগৃহীত

ঢাকা, ২৫ মার্চ ২০২৫ (বাসস) : চলমান ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) অষ্টম রাউন্ডের ম্যাচ খেলতে নামার আগে গতকাল সাভারের বিকেএসপিতে হার্ট অ্যাটাক করেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। এরপর বিকেএসপির কেপিজে স্পেশালাইজড হাসপাতালে যাবার পর তার হার্টে ব্লক ধরা পড়ে। এজন্য রিংও পরানো হয়।
কিছুটা সুস্থ হয়ে আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তায় নিজের সর্বশেষ শারীরিক অবস্থা জানালেন তামিম।

মহান আল্লাহতা’আলার প্রতি কৃতজ্ঞতা ও ভক্তদের প্রতি ভালোবাসা প্রকাশ করে তামিম লিখেন, ‘দুই বছর আগে এই রোজার সময়েই অনুপের কাছে গিয়েছিলাম। সেদিন জানতে পারলাম, অনুপের বাবা ৪ বছরেও হার্টের অপারেশন করতে পারেননি।’

দুই বছর আগে ই-কমার্স মোবাইল ব্যাংকিং নগদ থেকে পেমেন্টে গাড়ি জিতেন ঢাকায় বসবাস করা অনুপ অধিকারী নামে এক ব্যক্তি। নগদ-এর হয়ে অনুপের হাতে গাড়ির চাবি তুলে দিতে তার বাসায় গিয়েছিলেন তামিম। তখনই জানতে পারেন, আর্থিক সমস্যায় চার বছর ধরে অনুপের বাবার হার্টের অস্ত্রোপচার করাতে পারছে না তার পরিবার। তখন অনুপের বাবার চিকিৎসার দায়িত্ব নেন তামিম। পরবর্তীতে রাজধানীর একটি হাসপাতালে অনুপের বাবার হার্টের চিকিৎসা করানো হয়।

এছাড়াও তামিম আরও লিখেন, ‘হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে। কিন্তু এই স্পন্দন যে কোন ধরনের ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে এই কথাটি আমরা বার বার ভুলে যাই। গতকাল দিনটি শুরু করার সময় কি আমি জানতাম, আমার সাথে কী হতে যাচ্ছে?

আল্লাহতা’আলার অশেষ রহমত আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি। আমার সৌভাগ্য, এই বিপদের সময়ে পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম, যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় এই সঙ্কট কাটিয়ে ফিরে এসেছি।

কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয়, জানিয়ে দেয় যে জীবন আসলে কতটা ছোট। আর এই ছোট জীবনে আর কিছু করতে না পারি, সবাই যেন একে অপরের বিপদে পাশে দাঁড়ায়-এটিই আমার অনুরোধ।

আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চর বিজয়ে রোপণ করা হবে ৪০ হাজার ঝাউ গাছ 
পাট রপ্তানিকারকদের ঋণ পুনঃতফসিল সুবিধা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক
গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
দুর্যোগ প্রশমন দিবসে সুনামগঞ্জে ভূমিকম্প বিষয়ক মহড়া
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের স্ত্রী রিক্তার জমি-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
পঞ্চগড়ে ‘ঘরে ঘরে, জনে জনে’ কর্মসূচি নিয়ে নওশাদ জমির
মিশরে গাজা শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারবেন না নেতানিয়াহু
গাজা শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস: ম্যাক্রোঁ
বিশ্বকাপের দ্বারপ্রান্তে নেদারল্যান্ডস, আশা টিকিয়ে রেখেছে স্কটল্যান্ড
পুতিন-ট্রাম্পের মধ্যে কোনো ফোনালাপের পরিকল্পনা নেই : রাশিয়া
১০