২০৩২ অলিম্পিকের পর ভেঙ্গে ফেলা হবে গাব্বা স্টেডিয়াম

বাসস
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১৭:২৫
২০৩২ গ্রীষ্মকালীন অলিম্পিককে সামনে রেখে ৬৩ হাজার ধারণক্ষমতা সম্পন্ন নতুন স্টেডিয়াম ও ইনডোর সুইমিং ভেন্যু নির্মাণ করা হচ্ছে। এ কারণে অলিম্পিকের পর ঐতিহ্যবাহী গাব্বা স্টেডিয়ামটি ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে -ছবি : সংগৃহীত

ঢাকা, ২৫ মার্চ ২০২৫ (বাসস) : ব্রিসবেনে অনুষ্ঠিতব্য ২০৩২ গ্রীষ্মকালীন অলিম্পিককে সামনে রেখে ৬৩ হাজার ধারণক্ষমতা সম্পন্ন নতুন স্টেডিয়াম ও ইনডোর সুইমিং ভেন্যু নির্মাণ করা হচ্ছে। এ কারণে অলিম্পিকের পর ঐতিহ্যবাহী গাব্বা স্টেডিয়ামটি ভেঙ্গে ফেলা হবে।

কুইন্সল্যান্ডের প্রিমিয়ার ডেভিড ক্রিসাফুলি এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। ব্রিসবেন শহরের প্রাণকেন্দ্রেই নতুন এই স্টেডিয়াম ও এ্যাকুয়াটিক সেন্টার গড়ে তোলা হব। এ্যাকুয়াটিক সেন্টারে ২৫ হাজার সমর্থক একসাথে বসে প্রতিদ্বন্দ্বীতা উপভোগ কত পারবে। 

এ সম্পর্কে ক্রিসাফুলি গণমাধ্যমে বলেছেন, ‘শেষ পর্যন্ত কুইন্সল্যান্ড একটা পরিকল্পনা করতে পেরেছে। সময়ই এখন সবকিছু বলে দিবে। আশা করছি নতুন স্টেডিয়াম দেখে সকলে আকৃষ্ট হবে।’

২০৩২ অলিম্পিক কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেনে অনুষ্ঠিত হবে। এই শহরেই ২০২১ এর জুলাইয়ে প্যারালিম্পিকস আয়োজিত হয়েছিল। ১৯৫৬ মেলবোর্ন ও ২০০০ সিডনি গেমসের পর তৃতীয়বারের মত আবারো অলিম্পিক ফিরে আসলো অস্ট্রেলিয়ায়। 

দুই বছর আগে তৎকালীন সরকার জনপ্রিয় গাব্বা ক্রিকেট গ্রাউন্ডটাকে সংষ্কারের ঘোষনা দিয়েছিল। এর সাথে ১৭ হাজার আসন বিশিষ্ট ইনডোর স্টেডিয়াম নির্মানেরও পরিকল্পনা ছিল। 

কিন্তু সেই পরিকল্পনাকে উড়িয়ে দিয়ে ক্রিসাফুলি বলেছেন সংষ্কার কাজে যে পরিমান অর্থ ব্যয় হবে তার থেকে একটি স্থায়ী সমাধান প্রয়োজন। ৬৩ হাজার আসন বিশিষ্ট নতুন স্টেডিয়ামটি ক্রিকেটের পাশাপাশি ভবিষ্যতে অন্যান্য বড় ইভেন্টের জন্য ব্যবহৃত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
২০২৫ সালে প্রায় ৩ লক্ষ দক্ষিণ সুদানী দেশ ছেড়ে পালিয়েছে : জাতিসংঘ
চট্টগ্রামে ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করেছে ডিবি
চর বিজয়ে রোপণ করা হবে ৪০ হাজার ঝাউ গাছ 
পাট রপ্তানিকারকদের ঋণ পুনঃতফসিল সুবিধা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক
গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
দুর্যোগ প্রশমন দিবসে সুনামগঞ্জে ভূমিকম্প বিষয়ক মহড়া
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের স্ত্রী রিক্তার জমি-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
পঞ্চগড়ে ‘ঘরে ঘরে, জনে জনে’ কর্মসূচি নিয়ে নওশাদ জমির
মিশরে গাজা শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারবেন না নেতানিয়াহু
গাজা শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস: ম্যাক্রোঁ
১০