২০৩২ অলিম্পিকের পর ভেঙ্গে ফেলা হবে গাব্বা স্টেডিয়াম

বাসস
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১৭:২৫
২০৩২ গ্রীষ্মকালীন অলিম্পিককে সামনে রেখে ৬৩ হাজার ধারণক্ষমতা সম্পন্ন নতুন স্টেডিয়াম ও ইনডোর সুইমিং ভেন্যু নির্মাণ করা হচ্ছে। এ কারণে অলিম্পিকের পর ঐতিহ্যবাহী গাব্বা স্টেডিয়ামটি ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে -ছবি : সংগৃহীত

ঢাকা, ২৫ মার্চ ২০২৫ (বাসস) : ব্রিসবেনে অনুষ্ঠিতব্য ২০৩২ গ্রীষ্মকালীন অলিম্পিককে সামনে রেখে ৬৩ হাজার ধারণক্ষমতা সম্পন্ন নতুন স্টেডিয়াম ও ইনডোর সুইমিং ভেন্যু নির্মাণ করা হচ্ছে। এ কারণে অলিম্পিকের পর ঐতিহ্যবাহী গাব্বা স্টেডিয়ামটি ভেঙ্গে ফেলা হবে।

কুইন্সল্যান্ডের প্রিমিয়ার ডেভিড ক্রিসাফুলি এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। ব্রিসবেন শহরের প্রাণকেন্দ্রেই নতুন এই স্টেডিয়াম ও এ্যাকুয়াটিক সেন্টার গড়ে তোলা হব। এ্যাকুয়াটিক সেন্টারে ২৫ হাজার সমর্থক একসাথে বসে প্রতিদ্বন্দ্বীতা উপভোগ কত পারবে। 

এ সম্পর্কে ক্রিসাফুলি গণমাধ্যমে বলেছেন, ‘শেষ পর্যন্ত কুইন্সল্যান্ড একটা পরিকল্পনা করতে পেরেছে। সময়ই এখন সবকিছু বলে দিবে। আশা করছি নতুন স্টেডিয়াম দেখে সকলে আকৃষ্ট হবে।’

২০৩২ অলিম্পিক কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেনে অনুষ্ঠিত হবে। এই শহরেই ২০২১ এর জুলাইয়ে প্যারালিম্পিকস আয়োজিত হয়েছিল। ১৯৫৬ মেলবোর্ন ও ২০০০ সিডনি গেমসের পর তৃতীয়বারের মত আবারো অলিম্পিক ফিরে আসলো অস্ট্রেলিয়ায়। 

দুই বছর আগে তৎকালীন সরকার জনপ্রিয় গাব্বা ক্রিকেট গ্রাউন্ডটাকে সংষ্কারের ঘোষনা দিয়েছিল। এর সাথে ১৭ হাজার আসন বিশিষ্ট ইনডোর স্টেডিয়াম নির্মানেরও পরিকল্পনা ছিল। 

কিন্তু সেই পরিকল্পনাকে উড়িয়ে দিয়ে ক্রিসাফুলি বলেছেন সংষ্কার কাজে যে পরিমান অর্থ ব্যয় হবে তার থেকে একটি স্থায়ী সমাধান প্রয়োজন। ৬৩ হাজার আসন বিশিষ্ট নতুন স্টেডিয়ামটি ক্রিকেটের পাশাপাশি ভবিষ্যতে অন্যান্য বড় ইভেন্টের জন্য ব্যবহৃত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোশাররফ গ্রেফতার
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে : মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্টা
বাঞ্ছারামপুরে  নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ
জাফরুর নতুন কমিটি : অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
১০