২০৩২ অলিম্পিকের পর ভেঙ্গে ফেলা হবে গাব্বা স্টেডিয়াম

বাসস
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১৭:২৫
২০৩২ গ্রীষ্মকালীন অলিম্পিককে সামনে রেখে ৬৩ হাজার ধারণক্ষমতা সম্পন্ন নতুন স্টেডিয়াম ও ইনডোর সুইমিং ভেন্যু নির্মাণ করা হচ্ছে। এ কারণে অলিম্পিকের পর ঐতিহ্যবাহী গাব্বা স্টেডিয়ামটি ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে -ছবি : সংগৃহীত

ঢাকা, ২৫ মার্চ ২০২৫ (বাসস) : ব্রিসবেনে অনুষ্ঠিতব্য ২০৩২ গ্রীষ্মকালীন অলিম্পিককে সামনে রেখে ৬৩ হাজার ধারণক্ষমতা সম্পন্ন নতুন স্টেডিয়াম ও ইনডোর সুইমিং ভেন্যু নির্মাণ করা হচ্ছে। এ কারণে অলিম্পিকের পর ঐতিহ্যবাহী গাব্বা স্টেডিয়ামটি ভেঙ্গে ফেলা হবে।

কুইন্সল্যান্ডের প্রিমিয়ার ডেভিড ক্রিসাফুলি এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। ব্রিসবেন শহরের প্রাণকেন্দ্রেই নতুন এই স্টেডিয়াম ও এ্যাকুয়াটিক সেন্টার গড়ে তোলা হব। এ্যাকুয়াটিক সেন্টারে ২৫ হাজার সমর্থক একসাথে বসে প্রতিদ্বন্দ্বীতা উপভোগ কত পারবে। 

এ সম্পর্কে ক্রিসাফুলি গণমাধ্যমে বলেছেন, ‘শেষ পর্যন্ত কুইন্সল্যান্ড একটা পরিকল্পনা করতে পেরেছে। সময়ই এখন সবকিছু বলে দিবে। আশা করছি নতুন স্টেডিয়াম দেখে সকলে আকৃষ্ট হবে।’

২০৩২ অলিম্পিক কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেনে অনুষ্ঠিত হবে। এই শহরেই ২০২১ এর জুলাইয়ে প্যারালিম্পিকস আয়োজিত হয়েছিল। ১৯৫৬ মেলবোর্ন ও ২০০০ সিডনি গেমসের পর তৃতীয়বারের মত আবারো অলিম্পিক ফিরে আসলো অস্ট্রেলিয়ায়। 

দুই বছর আগে তৎকালীন সরকার জনপ্রিয় গাব্বা ক্রিকেট গ্রাউন্ডটাকে সংষ্কারের ঘোষনা দিয়েছিল। এর সাথে ১৭ হাজার আসন বিশিষ্ট ইনডোর স্টেডিয়াম নির্মানেরও পরিকল্পনা ছিল। 

কিন্তু সেই পরিকল্পনাকে উড়িয়ে দিয়ে ক্রিসাফুলি বলেছেন সংষ্কার কাজে যে পরিমান অর্থ ব্যয় হবে তার থেকে একটি স্থায়ী সমাধান প্রয়োজন। ৬৩ হাজার আসন বিশিষ্ট নতুন স্টেডিয়ামটি ক্রিকেটের পাশাপাশি ভবিষ্যতে অন্যান্য বড় ইভেন্টের জন্য ব্যবহৃত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপির তেজগাঁও বিভাগ বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে
তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক টাকা জরিমানা
জামায়াত নেতৃবৃন্দের সাথে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
১০