তামিমের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে

বাসস
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ২১:০৩
তামিম ইকবাল -ফাইল ছবি

ঢাকা, ২৫ মার্চ ২০২৫ (বাসস) : গতকাল হৃদরোগে আক্রান্ত বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবালের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. আবু জাফর। 

আজ দুপুরে তামিমকে দেখতে সাভার বিকেএসপির কেপিজে স্পেশালাইজড হাসপাতালে যান আবু জাফর। এরপর সাংবাদিকদের আবু জাফর জানান, তামিমকে নিয়ে শঙ্কা কেটে গেলেও পরবর্তী ৪৮ থেকে ৭২ ঘন্টা সংকটজনক। 

গতকাল সাভারের বিকেএসপিতে চলমান ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) অষ্টম রাউন্ডের ম্যাচ খেলতে নামার আগে হৃদরোগে আক্রান্ত হন তামিম। এরপর বিকেএসপির কেপিজে স্পেশালাইজড হাসপাতালে তার হার্টে ব্লক ধরা পড়লে রিং পরানো হয়। 

ধীরে ধীরে তামিমের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানান আবু জাফর। তিনি বলেন, ‘তামিমের অবস্থার উন্নতি হচ্ছে এবং সে হাঁটাহাঁটি শুরু করেছে। তবে পরবর্তী ৪৮ থেকে ৭২ ঘন্টা সংকটজনক। খেলাধুলাসহ স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু করার জন্য তাকে কমপক্ষে তিন মাস অপেক্ষা করতে হবে।’ 

এছাড়াও তামিমকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আবদুল ওয়াদুদ চৌধুরী। তিনি জানান, আজ সকালে করা ইকোকার্ডিওগ্রামে কোন সমস্যা লক্ষ্য করা যায়নি। 

তিনি বলেন, ‘তার হৃদযন্ত্রের কার্যকারিতা স্বাভাবিক বলে মনে হচ্ছে, তবে আমাদের সতর্ক থাকতে হবে। আবারও এবনরমাল বিট হতে পারে। তাৎক্ষণিকভাবে তাকে স্থানান্তর না করার পরামর্শ দিয়েছি। তামিমের হঠাৎ অবস্থার অবনতির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। কম পরিশ্রম এবং কঠোর পর্যবেক্ষণ রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

পরবর্তী পদক্ষেপ নিয়ে তামিমের পরিবার আলোচনা করছেন বলে জানান ওয়াদুদ। তিনি বলেন, ‘চূড়ান্ত সিদ্ধান্ত নিবে তার পরিবার। আমরা যেকোন ঝুঁকি না নিতে পরামর্শ দিয়েছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চর বিজয়ে রোপণ করা হবে ৪০ হাজার ঝাউ গাছ 
পাট রপ্তানিকারকদের ঋণ পুনঃতফসিল সুবিধা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক
গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
দুর্যোগ প্রশমন দিবসে সুনামগঞ্জে ভূমিকম্প বিষয়ক মহড়া
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের স্ত্রী রিক্তার জমি-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
পঞ্চগড়ে ‘ঘরে ঘরে, জনে জনে’ কর্মসূচি নিয়ে নওশাদ জমির
মিশরে গাজা শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারবেন না নেতানিয়াহু
গাজা শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস: ম্যাক্রোঁ
বিশ্বকাপের দ্বারপ্রান্তে নেদারল্যান্ডস, আশা টিকিয়ে রেখেছে স্কটল্যান্ড
পুতিন-ট্রাম্পের মধ্যে কোনো ফোনালাপের পরিকল্পনা নেই : রাশিয়া
১০