তামিমের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে

বাসস
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ২১:০৩
তামিম ইকবাল -ফাইল ছবি

ঢাকা, ২৫ মার্চ ২০২৫ (বাসস) : গতকাল হৃদরোগে আক্রান্ত বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবালের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. আবু জাফর। 

আজ দুপুরে তামিমকে দেখতে সাভার বিকেএসপির কেপিজে স্পেশালাইজড হাসপাতালে যান আবু জাফর। এরপর সাংবাদিকদের আবু জাফর জানান, তামিমকে নিয়ে শঙ্কা কেটে গেলেও পরবর্তী ৪৮ থেকে ৭২ ঘন্টা সংকটজনক। 

গতকাল সাভারের বিকেএসপিতে চলমান ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) অষ্টম রাউন্ডের ম্যাচ খেলতে নামার আগে হৃদরোগে আক্রান্ত হন তামিম। এরপর বিকেএসপির কেপিজে স্পেশালাইজড হাসপাতালে তার হার্টে ব্লক ধরা পড়লে রিং পরানো হয়। 

ধীরে ধীরে তামিমের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানান আবু জাফর। তিনি বলেন, ‘তামিমের অবস্থার উন্নতি হচ্ছে এবং সে হাঁটাহাঁটি শুরু করেছে। তবে পরবর্তী ৪৮ থেকে ৭২ ঘন্টা সংকটজনক। খেলাধুলাসহ স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু করার জন্য তাকে কমপক্ষে তিন মাস অপেক্ষা করতে হবে।’ 

এছাড়াও তামিমকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আবদুল ওয়াদুদ চৌধুরী। তিনি জানান, আজ সকালে করা ইকোকার্ডিওগ্রামে কোন সমস্যা লক্ষ্য করা যায়নি। 

তিনি বলেন, ‘তার হৃদযন্ত্রের কার্যকারিতা স্বাভাবিক বলে মনে হচ্ছে, তবে আমাদের সতর্ক থাকতে হবে। আবারও এবনরমাল বিট হতে পারে। তাৎক্ষণিকভাবে তাকে স্থানান্তর না করার পরামর্শ দিয়েছি। তামিমের হঠাৎ অবস্থার অবনতির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। কম পরিশ্রম এবং কঠোর পর্যবেক্ষণ রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

পরবর্তী পদক্ষেপ নিয়ে তামিমের পরিবার আলোচনা করছেন বলে জানান ওয়াদুদ। তিনি বলেন, ‘চূড়ান্ত সিদ্ধান্ত নিবে তার পরিবার। আমরা যেকোন ঝুঁকি না নিতে পরামর্শ দিয়েছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপির তেজগাঁও বিভাগ বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে
তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক টাকা জরিমানা
জামায়াত নেতৃবৃন্দের সাথে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
১০