কেপিজে ছেড়ে এভারকেয়ার হাসপাতাল যাচ্ছেন তামিম

বাসস
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ২২:০৫

ঢাকা, ২৫ মার্চ ২০২৫ (বাসস) : গাজীপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ছেড়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল। হার্ট অ্যাটাকের পর কেপিজে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। 

আজ সন্ধ্যার পর কেপিজে হাসপাতাল ছেড়ে অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ারের উদ্দেশ্যে রওনা দেন তামিম। 

পারিবারিক সিদ্ধান্তে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে তামিমকে। 

চলমান ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) অষ্টম রাউন্ডের ম্যাচে গতকাল বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নামার আগে হার্ট অ্যাটাক করেন তামিম। এরপর বিকেএসপির কেপিজে হাসপাতালে চিকিৎসা নেন তিনি। সেখানেই হার্টে ব্লক ধরা পড়লে রিং পরানো হয় তামিমের। 

এরপর তামিমকে ৪৮ থেকে ৭২ ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকরা। কিন্তু ৪৮ ঘণ্টা শেষ হবার আগেই কেপিজে ছেড়ে অন্য হাসপাতালে যাচ্ছেন তামিম। 

আজ সকাল থেকে তামিমের শারীরিক অবস্থার উন্নতি হয়। অল্প-অল্প করে হাঁটাচলা শুরু করেন তিনি। এই ধারাবাহিকতায় হাসপাতাল পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। 

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা প্রক্রিয়া চালিয়ে যাবেন তামিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
২০২৫ সালে প্রায় ৩ লক্ষ দক্ষিণ সুদানী দেশ ছেড়ে পালিয়েছে : জাতিসংঘ
চট্টগ্রামে ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করেছে ডিবি
চর বিজয়ে রোপণ করা হবে ৪০ হাজার ঝাউ গাছ 
পাট রপ্তানিকারকদের ঋণ পুনঃতফসিল সুবিধা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক
গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
দুর্যোগ প্রশমন দিবসে সুনামগঞ্জে ভূমিকম্প বিষয়ক মহড়া
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের স্ত্রী রিক্তার জমি-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
পঞ্চগড়ে ‘ঘরে ঘরে, জনে জনে’ কর্মসূচি নিয়ে নওশাদ জমির
মিশরে গাজা শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারবেন না নেতানিয়াহু
গাজা শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস: ম্যাক্রোঁ
১০