এনামুলের সেঞ্চুরিতে দ্বিতীয়স্থানে উঠল গাজী গ্রুপ

বাসস
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ২২:০৯

ঢাকা, ২৫ মার্চ ২০২৫ (বাসস) : অধিনায়ক এনামুল হক বিজয়ের অনবদ্য সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে উঠল গাজী গ্রুপ ক্রিকেটার্স। 

লিগের অষ্টম রাউন্ডে আজ গাজী গ্রুপ ৪ উইকেটে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাবকে। এই জয়ে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে উঠল গাজী গ্রুপ। ৮ ম্যাচে ১২ পয়েন্ট আছে মোহামেডানেরও। তবে রান রেটে পিছিয়ে দ্বিতীয়স্থানে নেমে গিয়েছে তারা। ৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে আছে গুলশান। 

সাভার বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে গুলশান। ওপেনার জাওয়াদ আবরার ২১ রানে আউট হলে দ্বিতীয় উইকেটে ১১৫ রানের জুটি গড়েন অধিনায়ক আজিজুল হাকিম ও লিটন দাস। দু’জনই হাফ-সেঞ্চুরির স্বাদ নেন। 

৫টি চার ও ১টি ছক্কায় আজিজুল ৫৩ রানে এবং ৭টি চার ও ৫টি ছক্কায় ৬২ বলে ৮৩ রানে আউট হন লিটন। 

এরপর আলিফ হাসান ইমনের ২৬ ও ইলিয়াস সানির অপরাজিত ৩৮ রানের উপর ভর করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৮১ রানের সংগ্রহ পায় গুলশান। গাজী গ্রুপের আব্দুল গাফফার-আবু হালিম ও আমিনুল ইসলাম ২টি করে উইকেট নেন। 

২৮২ রানের জবাবে উদ্বোধনী জুটিতে ৯৪ বলে ১০৬ রান পায় গাজী গ্রুপ। ৭টি চারে ৪০ বলে ৪৫ রান করে প্রথম আউট হন ওপেনার সাদিকুর রহমান। 

এরপর মিডল অর্ডার ব্যাটারদের নিয়ে ছোট-ছোট জুটিতে গাজী গ্রুপকে জয়ের বন্দরে নেন এনামুল। লিস্ট ‘এ’ ক্রিকেটে ২২তম ও এবারের লিগে সেঞ্চুরি করেন তিনি। ১১টি চার ও ৩টি ছক্কায় ১৪২ বলে অপরাজিত ১৪৪ রান করে সেরা খেলোয়াড় হন এনামুল। তার সাথে ২০ রানে অপরাজিত ছিলেন শেখ পারভেজ জীবন। 
গুলশানের হয়ে ৩ উইকেট নেন সানি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চর বিজয়ে রোপণ করা হবে ৪০ হাজার ঝাউ গাছ 
পাট রপ্তানিকারকদের ঋণ পুনঃতফসিল সুবিধা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক
গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
দুর্যোগ প্রশমন দিবসে সুনামগঞ্জে ভূমিকম্প বিষয়ক মহড়া
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের স্ত্রী রিক্তার জমি-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
পঞ্চগড়ে ‘ঘরে ঘরে, জনে জনে’ কর্মসূচি নিয়ে নওশাদ জমির
মিশরে গাজা শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারবেন না নেতানিয়াহু
গাজা শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস: ম্যাক্রোঁ
বিশ্বকাপের দ্বারপ্রান্তে নেদারল্যান্ডস, আশা টিকিয়ে রেখেছে স্কটল্যান্ড
পুতিন-ট্রাম্পের মধ্যে কোনো ফোনালাপের পরিকল্পনা নেই : রাশিয়া
১০