অভিষেক রাঙিয়ে লিজেন্ডস অব রূপগঞ্জকে জেতালেন বাশির

বাসস
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ২২:১২

ঢাকা, ২৫ মার্চ ২০২৫ (বাসস) : লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেক ম্যাচেই বল হাতে চমক দেখালেন অনূর্ধ্ব-১৯ দলের বাঁ-হাতি স্পিনার সামিউন বাশির। তার ৫ উইকেট শিকারের ম্যাচে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) লিজেন্ডস অব রূপগঞ্জ ১৭২ রানের বড় ব্যবধানে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে। ব্যাট হাতে ৪০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন বাশির। 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দুই ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৮ রান করে লিজেন্ডস অব রূপগঞ্জ। 

ওপেনার তানজিদ হাসান ১১টি চারে ৫৯ বলে রান করেন। ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমে হাফ-সেঞ্চুরির দেখা পান উইকেটরক্ষক জাকের আলি। বাশির ও মাহেদির সাথে যথাক্রমে ৯১ ও অবিচ্ছিন্ন ৫৬ রানের জুটি গড়েন জাকের।

বাশির ১টি চার ও ৩টি ছক্কায় ৩৪ বলে ৪০ রান এবং ৪টি চার ও ১টি ছক্কায় ১৫ বলে ৩৫ রানের ক্যামিও ইনিংস খেলেন মাহেদি। ৫টি চার ও ২টি ছক্কায় ৮৫ বলে অপরাজিত ৭৩ রান করেন জাকের। এতে বড় সংগ্রহ পায় লিজেন্ডস অব রূপগঞ্জ। 

জবাবে বাশিরের ঘূর্ণিতে ৪২.২ ওভারে ১২৬ রানে অলআউট হয় রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। দলের হয়ে ওপেনার আব্দুল মাজিদ ৪৩ ও আরিফুল হক ২৫ রান করেন। 

১০ ওভারে ২৭ রানে ৫ উইকেট নেন বাশির। ২টি করে উইকেট শিকার করেন তানজিম হাসান সাকিব ও তানভির ইসলাম। 

এই জয়ে ৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে উঠল লিজেন্ডস অব রূপগঞ্জ। ৮ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ১১তমস্থানে রয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপির তেজগাঁও বিভাগ বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে
তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক টাকা জরিমানা
জামায়াত নেতৃবৃন্দের সাথে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
১০