অভিষেক রাঙিয়ে লিজেন্ডস অব রূপগঞ্জকে জেতালেন বাশির

বাসস
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ২২:১২

ঢাকা, ২৫ মার্চ ২০২৫ (বাসস) : লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেক ম্যাচেই বল হাতে চমক দেখালেন অনূর্ধ্ব-১৯ দলের বাঁ-হাতি স্পিনার সামিউন বাশির। তার ৫ উইকেট শিকারের ম্যাচে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) লিজেন্ডস অব রূপগঞ্জ ১৭২ রানের বড় ব্যবধানে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে। ব্যাট হাতে ৪০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন বাশির। 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দুই ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৮ রান করে লিজেন্ডস অব রূপগঞ্জ। 

ওপেনার তানজিদ হাসান ১১টি চারে ৫৯ বলে রান করেন। ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমে হাফ-সেঞ্চুরির দেখা পান উইকেটরক্ষক জাকের আলি। বাশির ও মাহেদির সাথে যথাক্রমে ৯১ ও অবিচ্ছিন্ন ৫৬ রানের জুটি গড়েন জাকের।

বাশির ১টি চার ও ৩টি ছক্কায় ৩৪ বলে ৪০ রান এবং ৪টি চার ও ১টি ছক্কায় ১৫ বলে ৩৫ রানের ক্যামিও ইনিংস খেলেন মাহেদি। ৫টি চার ও ২টি ছক্কায় ৮৫ বলে অপরাজিত ৭৩ রান করেন জাকের। এতে বড় সংগ্রহ পায় লিজেন্ডস অব রূপগঞ্জ। 

জবাবে বাশিরের ঘূর্ণিতে ৪২.২ ওভারে ১২৬ রানে অলআউট হয় রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। দলের হয়ে ওপেনার আব্দুল মাজিদ ৪৩ ও আরিফুল হক ২৫ রান করেন। 

১০ ওভারে ২৭ রানে ৫ উইকেট নেন বাশির। ২টি করে উইকেট শিকার করেন তানজিম হাসান সাকিব ও তানভির ইসলাম। 

এই জয়ে ৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে উঠল লিজেন্ডস অব রূপগঞ্জ। ৮ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ১১তমস্থানে রয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
২০২৫ সালে প্রায় ৩ লক্ষ দক্ষিণ সুদানী দেশ ছেড়ে পালিয়েছে : জাতিসংঘ
চট্টগ্রামে ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করেছে ডিবি
চর বিজয়ে রোপণ করা হবে ৪০ হাজার ঝাউ গাছ 
পাট রপ্তানিকারকদের ঋণ পুনঃতফসিল সুবিধা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক
গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
দুর্যোগ প্রশমন দিবসে সুনামগঞ্জে ভূমিকম্প বিষয়ক মহড়া
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের স্ত্রী রিক্তার জমি-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
পঞ্চগড়ে ‘ঘরে ঘরে, জনে জনে’ কর্মসূচি নিয়ে নওশাদ জমির
মিশরে গাজা শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারবেন না নেতানিয়াহু
গাজা শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস: ম্যাক্রোঁ
১০