অভিষেক রাঙিয়ে লিজেন্ডস অব রূপগঞ্জকে জেতালেন বাশির

বাসস
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ২২:১২

ঢাকা, ২৫ মার্চ ২০২৫ (বাসস) : লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেক ম্যাচেই বল হাতে চমক দেখালেন অনূর্ধ্ব-১৯ দলের বাঁ-হাতি স্পিনার সামিউন বাশির। তার ৫ উইকেট শিকারের ম্যাচে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) লিজেন্ডস অব রূপগঞ্জ ১৭২ রানের বড় ব্যবধানে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে। ব্যাট হাতে ৪০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন বাশির। 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দুই ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৮ রান করে লিজেন্ডস অব রূপগঞ্জ। 

ওপেনার তানজিদ হাসান ১১টি চারে ৫৯ বলে রান করেন। ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমে হাফ-সেঞ্চুরির দেখা পান উইকেটরক্ষক জাকের আলি। বাশির ও মাহেদির সাথে যথাক্রমে ৯১ ও অবিচ্ছিন্ন ৫৬ রানের জুটি গড়েন জাকের।

বাশির ১টি চার ও ৩টি ছক্কায় ৩৪ বলে ৪০ রান এবং ৪টি চার ও ১টি ছক্কায় ১৫ বলে ৩৫ রানের ক্যামিও ইনিংস খেলেন মাহেদি। ৫টি চার ও ২টি ছক্কায় ৮৫ বলে অপরাজিত ৭৩ রান করেন জাকের। এতে বড় সংগ্রহ পায় লিজেন্ডস অব রূপগঞ্জ। 

জবাবে বাশিরের ঘূর্ণিতে ৪২.২ ওভারে ১২৬ রানে অলআউট হয় রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। দলের হয়ে ওপেনার আব্দুল মাজিদ ৪৩ ও আরিফুল হক ২৫ রান করেন। 

১০ ওভারে ২৭ রানে ৫ উইকেট নেন বাশির। ২টি করে উইকেট শিকার করেন তানজিম হাসান সাকিব ও তানভির ইসলাম। 

এই জয়ে ৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে উঠল লিজেন্ডস অব রূপগঞ্জ। ৮ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ১১তমস্থানে রয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈষম্য ও ফ্যাসিবাদমুক্ত দেশ গড়ার প্রত্যাশায় জীবন দেন শহীদ মিলন
জাপানে ‘ওয়ার্ল্ড এক্সপোতে’ বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন
জামায়াত নেতৃবৃন্দের সাথে সিঙ্গাপুরের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
সংস্কার যাত্রা শুরু না হওয়া পর্যন্ত গণঅভ্যুত্থান সফল হবে না: রাষ্ট্র সংস্কার আন্দোলন
বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের অধিকার সমান: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
২০২৬ সালের মধ্যে অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি চুড়ান্ত করতে চায় বাংলাদেশ-ইইউ
ডিপিএল: কাল আবাহনী-মোহামেডান হাইভোল্টেজ লড়াই
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন হাসপাতালে ভর্তি
২০২৬ সালের প্রথম দিকে পটুয়াখালী ইপিজেডে প্লট বরাদ্দ শুরু করবে বেপজা
জীবাশ্ম নির্ভর জ্বালানি মহাপরিকল্পনা সংশোধনের দাবি তরুণ জলবায়ু কর্মীদের
১০