দিবালার উরুতে সফল অস্ত্রোপচার সম্পন্ন

বাসস
প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১৬:৪১
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৬ মার্চ ২০২৫ (বাসস) : রোমা ফরোয়ার্ড পাওলো দিবালার বাম উরুতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ইতালিয়ান ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। 

রোমার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ অস্ত্রোপচারের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সবদিক থেকেই পুরো প্রক্রিয়া সফল ছিল। আগামী কয়েকদিন দিবালাকে পুনর্বাসনে থাকবে হবে।’

২০২২ বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইন তারকা এ মাসের শুরুতে কালিয়ারিতে রোমার ১-০ গোলের জয়ের ম্যাচটিতে ইনজুরিতে পড়েছিলেন। 

যদিও দিবালাকে কতদিন মাঠের বাইরে থাকতে হবে এ সম্পর্কে নিশ্চিত করে রোমা কিছু জানায়নি। বর্তমান সিরি-এ মৌসুম শেষ হতে আর মাত্র ৯টি ম্যাচ বাকি রয়েছে। এ কারনে ধারণা করা হচ্ছে এ মৌসুমে হয়তো আর মাঠে নামা হচ্ছেনা ৩১ বছর বয়সী দিবালার। 

এই মুহূর্তে দিবালার অনুপস্থিতি রোমার জন্য অনেক বড় দু:শ্চিন্তার। নভেম্বরে ক্লডিও রানেইরি কোচ হিসেবে পুনরায় ফিরে আসার পর রেলিগেশনের সাথে লড়াইয়ে থাকা রোমা টেবিলের উপরের দিকে উঠে এসেছে।

দিবালা এ পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতায় আটটি গোল ছাড়াও চারটি এ্যাসিস্ট করেছেন।

চতুর্থ স্থানে থাকা বোলোনিয়ার থেকে চার পয়েন্ট পিছিয়ে সিরি-এ টেবিলের সপ্তম স্থানে রয়েছে রোমা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাপানে ‘ওয়ার্ল্ড এক্সপোতে’ বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন
জামায়াত নেতৃবৃন্দের সাথে সিঙ্গাপুরের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
সংস্কার যাত্রা শুরু না হওয়া পর্যন্ত গণঅভ্যুত্থান সফল হবে না: রাষ্ট্র সংস্কার আন্দোলন
বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের অধিকার সমান: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
২০২৬ সালের মধ্যে অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি চুড়ান্ত করতে চায় বাংলাদেশ-ইইউ
ডিপিএল: কাল আবাহনী-মোহামেডান হাইভোল্টেজ লড়াই
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন হাসপাতালে ভর্তি
২০২৬ সালের প্রথম দিকে পটুয়াখালী ইপিজেডে প্লট বরাদ্দ শুরু করবে বেপজা
জীবাশ্ম নির্ভর জ্বালানি মহাপরিকল্পনা সংশোধনের দাবি তরুণ জলবায়ু কর্মীদের
নাগরিক কমিটির বহিষ্কৃত সদস্য পিংকি কারাগারে
১০