উত্তর কোরিয়াকে হারানোর পরও কোচ বরখাস্ত করলো আরব আমিরাত

বাসস
প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১৭:৪৮
কোচ পাওলো বেনটোকে বরখাস্ত করেছে সংযুক্ত আরব আমিরাত -ছবি : সংগৃহীত

ঢাকা, ২৬ মার্চ ২০২৫ (বাসস) : বিশ্বকাপ বাছাইপর্বে উত্তর কোরিয়াকে ২-১ গোলে হারানোর পর কোচ পাওলো বেনটোকে বরখাস্ত করেছে সংযুক্ত আরব আমিরাত। যদিও এই জয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলার আশা এখনো টিকিয়ে রেখেছে আরব আমিরাত।

এক বিবৃতিতে প্রধান কোচ বেনটোসহ পুরো কোচিং প্যানেল বরখাস্তের ঘোষণা দিয়েছে দেশটির ফুটবল এসোসিয়েশন। বিবৃতিতে আরো বলা হয়েছে বিশ্বকাপ বাছাইপর্বে ও অন্যান্য প্রতিযোগিতাকে সামনে রেখে বেনটোর পরিবর্তে নতুন কোচের নাম দ্রুতই ঘোষণা করা হবে। 

আগামী ৫ জুন উজবেকিস্তান ও ১০ জুন কিরগিস্থানের বিপক্ষে বাছাইপর্বের শেষ দুটি ম্যাচে আরব আমিরাত দলে নতুন কোচ দেখা যেতে পারে। 

এর মধ্যে প্রথম ম্যাচে জিততে পারলে ২০২৬ বিশ্বকাপের টিকেট অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। এশিয়ান বাছাইপর্বে এ-গ্রুপে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা উজবেকদের থেকে চার পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে আরব আমিরাত। 

৫৫ বছর বয়সী বেনটো ২০২৩ সালের জুলাইয়ে আরব আমিরাতের কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন। বাছাইপর্বে পারফরমেন্সের ধারাবাহিকতা না থাকায় তাকে দল ছাড়তে হলো। পর্তুগাল ও দক্ষিণ কোরিয়ার সাবেক এই কোচের অধীনে মঙ্গলবার উত্তর কোরিয়ার বিপক্ষে ইনজুরি টাইমের গোলে কোনমতে জয় পায় আরব আমিরাত। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈষম্য ও ফ্যাসিবাদমুক্ত দেশ গড়ার প্রত্যাশায় জীবন দেন শহীদ মিলন
জাপানে ‘ওয়ার্ল্ড এক্সপোতে’ বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন
জামায়াত নেতৃবৃন্দের সাথে সিঙ্গাপুরের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
সংস্কার যাত্রা শুরু না হওয়া পর্যন্ত গণঅভ্যুত্থান সফল হবে না: রাষ্ট্র সংস্কার আন্দোলন
বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের অধিকার সমান: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
২০২৬ সালের মধ্যে অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি চুড়ান্ত করতে চায় বাংলাদেশ-ইইউ
ডিপিএল: কাল আবাহনী-মোহামেডান হাইভোল্টেজ লড়াই
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন হাসপাতালে ভর্তি
২০২৬ সালের প্রথম দিকে পটুয়াখালী ইপিজেডে প্লট বরাদ্দ শুরু করবে বেপজা
জীবাশ্ম নির্ভর জ্বালানি মহাপরিকল্পনা সংশোধনের দাবি তরুণ জলবায়ু কর্মীদের
১০