উত্তর কোরিয়াকে হারানোর পরও কোচ বরখাস্ত করলো আরব আমিরাত

বাসস
প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১৭:৪৮
কোচ পাওলো বেনটোকে বরখাস্ত করেছে সংযুক্ত আরব আমিরাত -ছবি : সংগৃহীত

ঢাকা, ২৬ মার্চ ২০২৫ (বাসস) : বিশ্বকাপ বাছাইপর্বে উত্তর কোরিয়াকে ২-১ গোলে হারানোর পর কোচ পাওলো বেনটোকে বরখাস্ত করেছে সংযুক্ত আরব আমিরাত। যদিও এই জয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলার আশা এখনো টিকিয়ে রেখেছে আরব আমিরাত।

এক বিবৃতিতে প্রধান কোচ বেনটোসহ পুরো কোচিং প্যানেল বরখাস্তের ঘোষণা দিয়েছে দেশটির ফুটবল এসোসিয়েশন। বিবৃতিতে আরো বলা হয়েছে বিশ্বকাপ বাছাইপর্বে ও অন্যান্য প্রতিযোগিতাকে সামনে রেখে বেনটোর পরিবর্তে নতুন কোচের নাম দ্রুতই ঘোষণা করা হবে। 

আগামী ৫ জুন উজবেকিস্তান ও ১০ জুন কিরগিস্থানের বিপক্ষে বাছাইপর্বের শেষ দুটি ম্যাচে আরব আমিরাত দলে নতুন কোচ দেখা যেতে পারে। 

এর মধ্যে প্রথম ম্যাচে জিততে পারলে ২০২৬ বিশ্বকাপের টিকেট অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। এশিয়ান বাছাইপর্বে এ-গ্রুপে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা উজবেকদের থেকে চার পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে আরব আমিরাত। 

৫৫ বছর বয়সী বেনটো ২০২৩ সালের জুলাইয়ে আরব আমিরাতের কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন। বাছাইপর্বে পারফরমেন্সের ধারাবাহিকতা না থাকায় তাকে দল ছাড়তে হলো। পর্তুগাল ও দক্ষিণ কোরিয়ার সাবেক এই কোচের অধীনে মঙ্গলবার উত্তর কোরিয়ার বিপক্ষে ইনজুরি টাইমের গোলে কোনমতে জয় পায় আরব আমিরাত। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চর বিজয়ে রোপণ করা হবে ৪০ হাজার ঝাউ গাছ 
পাট রপ্তানিকারকদের ঋণ পুনঃতফসিল সুবিধা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক
গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
দুর্যোগ প্রশমন দিবসে সুনামগঞ্জে ভূমিকম্প বিষয়ক মহড়া
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের স্ত্রী রিক্তার জমি-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
পঞ্চগড়ে ‘ঘরে ঘরে, জনে জনে’ কর্মসূচি নিয়ে নওশাদ জমির
মিশরে গাজা শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারবেন না নেতানিয়াহু
গাজা শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস: ম্যাক্রোঁ
বিশ্বকাপের দ্বারপ্রান্তে নেদারল্যান্ডস, আশা টিকিয়ে রেখেছে স্কটল্যান্ড
পুতিন-ট্রাম্পের মধ্যে কোনো ফোনালাপের পরিকল্পনা নেই : রাশিয়া
১০