টি-টোয়েন্টির পারফরমেন্স দিয়ে ওয়ানডে দলে রউফ

বাসস
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১৭:৩৯
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তান দলে ডাক পেয়েছেন পেসার হারিস রউফ -ছবি : সংগৃহীত

ঢাকা, ২৭ মার্চ ২০২৫ (বাসস) : নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তান দলে ডাক পেয়েছেন পেসার হারিস রউফ।

সর্বশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় স্বাগতিক পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই ম্যাচ খেলে ১৩৫ রানে মাত্র ২ উইকেট নেন রউফ। নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৩ রানে ২ ও ভারতের বিপক্ষে ৫২ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন এই পেসার। তাই নিউজিল্যান্ডের সিরিজের জন্য গত ৪ মার্চ ঘোষিত ওয়ানডে সিরিজের দলে জায়গা হয়নি রউফের।

তবে সদ্য শেষ হওয়া নিউজিচল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ৪ ম্যাচে ৮ উইকেট নেন রউফ। টি-টোয়েন্টিতে রউফের পারফরমেন্সে খুশি হয়ে তাকে ওয়ানডে দলে নিয়েছেন পাকিস্তান দলের প্রধান কোচ আকিব জাভেদ।

ওয়ানডে সিরিজে টিম ম্যানেজমেন্টের কাছে একজন অতিরিক্ত উইকেটরক্ষক-ব্যাটারও চেয়েছেন আকিব। টি-টোয়েন্টি সিরিজের দল থেকে মুহাম্মদ হারিস এবং উসমান খানের মধ্যে যেকোন একজন ওয়ানডে দলে জায়গা পেতে পারেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়নি পাকিস্তানের দুই সিনিয়র ক্রিকেটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে। তবে ওয়ানডে সিরিজে খেলবেন তারা।

দলকে নেতৃত্ব দিবেন রিজওয়ান।

টি-টোয়েন্টি সিরিজের দলে থাকলেও ওয়ানডে সিরিজের দলে রাখা হয়নি পেসার শাহিন শাহ আফ্রিদিকে।

আগামী ২৯ মার্চ থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। এর আগে টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছে নিউজিল্যান্ড।  

পাকিস্তান ওয়ানডে দল : মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আগা, আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ,  আকিফ জাভেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ইমাম উল হক, খুলদিল শাহ, মোহাম্মদ আলি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, ইরফান নিয়াজি, নাসিম শাহ, সুফিয়ান মুকিম, তাইয়েব তাহির, হারিস রউফ।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈষম্য ও ফ্যাসিবাদমুক্ত দেশ গড়ার প্রত্যাশায় জীবন দেন শহীদ মিলন
জাপানে ‘ওয়ার্ল্ড এক্সপোতে’ বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন
জামায়াত নেতৃবৃন্দের সাথে সিঙ্গাপুরের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
সংস্কার যাত্রা শুরু না হওয়া পর্যন্ত গণঅভ্যুত্থান সফল হবে না: রাষ্ট্র সংস্কার আন্দোলন
বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের অধিকার সমান: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
২০২৬ সালের মধ্যে অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি চুড়ান্ত করতে চায় বাংলাদেশ-ইইউ
ডিপিএল: কাল আবাহনী-মোহামেডান হাইভোল্টেজ লড়াই
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন হাসপাতালে ভর্তি
২০২৬ সালের প্রথম দিকে পটুয়াখালী ইপিজেডে প্লট বরাদ্দ শুরু করবে বেপজা
জীবাশ্ম নির্ভর জ্বালানি মহাপরিকল্পনা সংশোধনের দাবি তরুণ জলবায়ু কর্মীদের
১০