প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসর নিলেন হেনরিক্স

বাসস
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১৬:৫১
প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিউ সাউথ ওয়েলস অধিনায়ক মোয়েসিস হেনরিক্স -ছবি : সংগৃহীত

ঢাকা, ২৮ মার্চ, ২০২৫ (বাসস) : প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিউ সাউথ ওয়েলস অধিনায়ক মোয়েসিস হেনরিক্স। ২০২৪-২৫ মৌসুমে তিনি বেশ কিছু ম্যাচে অনুপস্থিত ছিলেন। 

৩৮ বছর বয়সী হেনরিক্স অস্ট্রেলিয়ার টেস্ট দলের সদস্য ছিলেন। ওয়ানডে কাপে তিনি নিউ সাউথ ওয়েলসের হয়ে খেলবেন। বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্সের হয়ে তার বর্তমান চুক্তির মেয়াদ আর মাত্র এক মৌসুম বাকি আছে। এই দলের তিনি অধিনায়কের দায়িত্ব পালন করছেন। 

নভেম্বর থেকে শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলসের হয়ে হেনরিক্স মাঠে নামেননি। এই মৌসুমকে সামনে রেখে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পাওয়ার জ্যাক এডওয়ার্ডস বাকি ম্যাচগুলোতে দলের নেতৃত্বে থাকবেন। শিল্ড ফাইনালে খেলাই এখন এনএসডব্লিউর মূল লক্ষ্য। 

হেনরিক্স বলেন, ‘এ বছর বড়দিনের আগে আমি শেফিল্ড শিল্ড ক্রিকেটে না খেলার বিষয়টি প্রায় চূড়ান্ত করে ফেলেছিলাম। দীর্ঘদিন এই দলকে নেতৃত্ব দেয়া সত্যিই সৌভাগ্যের। যদিও এখানে শুধুমাত্র খেললেই হয়না, পারফর্মও করতে হয়। আমি এখনও শারিরীক ভাবে ফিট আছি। কিন্তু এই মুহূর্তে আমি বড় ফর্মেটের ক্রিকেটে মনোযোগী হতে চাই। 

আমাদের দলে বেশ কয়েকজন প্রতিভাবান তরুণ রয়েছে। তারাই এখন দায়িত্ব গ্রহণ করবে। আমি বাইরে থেকে নিখুঁত দৃষ্টিতে তাদের উপর নজর রাখবো। এই দীর্ঘ যাত্রায় যারা আমাকে এগিয়ে যাবার জন্য সহযোগিতা করেছে তাদের সবাইকে ধন্যবাদ।’

সব মিলিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে হেনরিক্স ৩৪.৮৪ গড়ে ১৩টি সেঞ্চুরিসহ ৬৮৩০ রান ও ৩০.৭৫ গড়ে ১২৭ উইকেট সংগ্রহ করেছেন।  

২০১৩ সালে চেন্নাইয়ে ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে দুই ইনিংসে তার কাছ থেকে এসেছিল ৬৮ ও অপরাজিত ৮১ রানের ইনিংস। কিন্তু পরবর্তী তিন ম্যাচে ডাবল অঙ্কে পৌঁছাতে পারেননি। এর মধ্যে ২০১৬ সালে দুটি ম্যাচ ছিল ভারত ও একটি শ্রীলংকার বিপক্ষে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চর বিজয়ে রোপণ করা হবে ৪০ হাজার ঝাউ গাছ 
পাট রপ্তানিকারকদের ঋণ পুনঃতফসিল সুবিধা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক
গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
দুর্যোগ প্রশমন দিবসে সুনামগঞ্জে ভূমিকম্প বিষয়ক মহড়া
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের স্ত্রী রিক্তার জমি-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
পঞ্চগড়ে ‘ঘরে ঘরে, জনে জনে’ কর্মসূচি নিয়ে নওশাদ জমির
মিশরে গাজা শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারবেন না নেতানিয়াহু
গাজা শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস: ম্যাক্রোঁ
বিশ্বকাপের দ্বারপ্রান্তে নেদারল্যান্ডস, আশা টিকিয়ে রেখেছে স্কটল্যান্ড
পুতিন-ট্রাম্পের মধ্যে কোনো ফোনালাপের পরিকল্পনা নেই : রাশিয়া
১০