প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসর নিলেন হেনরিক্স

বাসস
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১৬:৫১
প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিউ সাউথ ওয়েলস অধিনায়ক মোয়েসিস হেনরিক্স -ছবি : সংগৃহীত

ঢাকা, ২৮ মার্চ, ২০২৫ (বাসস) : প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিউ সাউথ ওয়েলস অধিনায়ক মোয়েসিস হেনরিক্স। ২০২৪-২৫ মৌসুমে তিনি বেশ কিছু ম্যাচে অনুপস্থিত ছিলেন। 

৩৮ বছর বয়সী হেনরিক্স অস্ট্রেলিয়ার টেস্ট দলের সদস্য ছিলেন। ওয়ানডে কাপে তিনি নিউ সাউথ ওয়েলসের হয়ে খেলবেন। বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্সের হয়ে তার বর্তমান চুক্তির মেয়াদ আর মাত্র এক মৌসুম বাকি আছে। এই দলের তিনি অধিনায়কের দায়িত্ব পালন করছেন। 

নভেম্বর থেকে শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলসের হয়ে হেনরিক্স মাঠে নামেননি। এই মৌসুমকে সামনে রেখে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পাওয়ার জ্যাক এডওয়ার্ডস বাকি ম্যাচগুলোতে দলের নেতৃত্বে থাকবেন। শিল্ড ফাইনালে খেলাই এখন এনএসডব্লিউর মূল লক্ষ্য। 

হেনরিক্স বলেন, ‘এ বছর বড়দিনের আগে আমি শেফিল্ড শিল্ড ক্রিকেটে না খেলার বিষয়টি প্রায় চূড়ান্ত করে ফেলেছিলাম। দীর্ঘদিন এই দলকে নেতৃত্ব দেয়া সত্যিই সৌভাগ্যের। যদিও এখানে শুধুমাত্র খেললেই হয়না, পারফর্মও করতে হয়। আমি এখনও শারিরীক ভাবে ফিট আছি। কিন্তু এই মুহূর্তে আমি বড় ফর্মেটের ক্রিকেটে মনোযোগী হতে চাই। 

আমাদের দলে বেশ কয়েকজন প্রতিভাবান তরুণ রয়েছে। তারাই এখন দায়িত্ব গ্রহণ করবে। আমি বাইরে থেকে নিখুঁত দৃষ্টিতে তাদের উপর নজর রাখবো। এই দীর্ঘ যাত্রায় যারা আমাকে এগিয়ে যাবার জন্য সহযোগিতা করেছে তাদের সবাইকে ধন্যবাদ।’

সব মিলিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে হেনরিক্স ৩৪.৮৪ গড়ে ১৩টি সেঞ্চুরিসহ ৬৮৩০ রান ও ৩০.৭৫ গড়ে ১২৭ উইকেট সংগ্রহ করেছেন।  

২০১৩ সালে চেন্নাইয়ে ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে দুই ইনিংসে তার কাছ থেকে এসেছিল ৬৮ ও অপরাজিত ৮১ রানের ইনিংস। কিন্তু পরবর্তী তিন ম্যাচে ডাবল অঙ্কে পৌঁছাতে পারেননি। এর মধ্যে ২০১৬ সালে দুটি ম্যাচ ছিল ভারত ও একটি শ্রীলংকার বিপক্ষে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে স্বেচ্ছাসেবক দলের র‌্যালিসহ নানা কর্মসূচি
মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় বাংলাদেশে আসা ব্রিটিশ চিকিৎসকদের ধন্যবাদ প্রধান উপদেষ্টার
সিলেট আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্টে দক্ষিণ সুরমার জয়
১০