ক্লাব বিশ্বকাপের জন্য গ্রীষ্মে দুটি ট্রান্সফার উইন্ডো খুলছে প্রিমিয়ার লিগ

বাসস
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১৭:৪০

ঢাকা, ২৮ মার্চ ২০২৫ (বাসস) : ক্লাব বিশ্বকাপে ম্যানচেস্টার সিটি ও চেলসির খেলোয়াড়দের রেজিষ্ট্রেশনের সুবিধার জন্য এবারের গ্রীষ্মে প্রিমিয়ার লিগ দুটি ট্রান্সফার উইন্ডো খোলার সিদ্ধান্ত নিয়েছে।

নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী ইংলিশ শীর্ষ লিগের ক্লাবগুলো আগামী ১-১০ জুন পর্যন্ত বিশেষ এই ট্রান্সফারের সুবিধা নিয়ে খেলোয়াড় দলবদল করতে পারবে।

গত অক্টোবরে ব্যতিক্রমী এই রেজিষ্ট্রেশন প্রথার অনুমোদন দেয় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা। নতুন বর্ধিত ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনকারী যেকোন জাতীয় এসোসিয়েশন এই রেজিষ্ট্রেশন প্রক্রিয়ার সাথে যুক্ত হতে পারবে। আগামী ১৪ জুন যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে এবারের ক্লাব বিশ্বকাপের আসর।

৩২টি দল নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার বিজয়ী দল প্রাইজ মানি হিসেবে পাবে ১২৫ মিলিয়ান মার্কিন ডলার।

২০২১ ও ২০২৩ চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী চেলসি ও সিটি এবার ইংল্যান্ডকে প্রতিনিধিত্ব করছে।

আগে ভাগে সম্পন্ন হতে যাওয়া এই রেজিষ্ট্রেশন প্রক্রিয়ার সুবিধাকে কাজে লাগিয়ে রিয়াল মাদ্রিদ লিভারপুল থেকে রাইট-ব্যাক ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ডকে দলে ভেড়ানোর অনুমতি পাবে। এ বছর জুনে লিভারপুলের সাথে ইংলিশ এই তারকার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। যে কারনে ইতোমধ্যেই আলেক্সান্দার-আর্নল্ড ফ্রি ট্রান্সফারে পরিনত হয়েছেন।

ফিফার আইনানুযায়ী ট্রান্সফার উইন্ডোর সময়সীমা সাধারণত ১২ সপ্তাহের মধ্যে সীমাবদ্ধ থকে। যে কারনে প্রিমিয়ার লিগের ট্রান্সফার উইন্ডো ১১-১৫ জুন পর্যন্ত উন্মুক্ত করে আবারো ১৬ জুন খুলে দেয়া হবে। যা চলবে ১ সেপ্টেম্ব পর্যন্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চর বিজয়ে রোপণ করা হবে ৪০ হাজার ঝাউ গাছ 
পাট রপ্তানিকারকদের ঋণ পুনঃতফসিল সুবিধা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক
গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
দুর্যোগ প্রশমন দিবসে সুনামগঞ্জে ভূমিকম্প বিষয়ক মহড়া
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের স্ত্রী রিক্তার জমি-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
পঞ্চগড়ে ‘ঘরে ঘরে, জনে জনে’ কর্মসূচি নিয়ে নওশাদ জমির
মিশরে গাজা শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারবেন না নেতানিয়াহু
গাজা শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস: ম্যাক্রোঁ
বিশ্বকাপের দ্বারপ্রান্তে নেদারল্যান্ডস, আশা টিকিয়ে রেখেছে স্কটল্যান্ড
পুতিন-ট্রাম্পের মধ্যে কোনো ফোনালাপের পরিকল্পনা নেই : রাশিয়া
১০