উয়েফার তদন্তের মুখে পড়তে যাচ্ছেন এমবাপ্পে, ভিনিসিয়াস

বাসস
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১৭:৪৭
কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়রসহ রিয়াল মাদ্রিদের আরো দুই তারকার বিপক্ষে অশোভন আচরণের অভিযোগের তদন্ত শুরু করেছে উয়েফা -ছবি : সংগৃহীত

ঢাকা, ২৮ মার্চ ২০২৫ (বাসস) : কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়রসহ রিয়াল মাদ্রিদের আরো দুই তারকার বিপক্ষে এ্যাথলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ১৬’র জয়ী ম্যাচে অশোভন আচরণের অভিযোগের তদন্ত শুরু করেছে ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা।

তারকা দুই সুপারস্টার ফরোয়ার্ড ছাড়া বাকি দুজন হলেন ডিফেন্ডার এন্টোনিও রুডিগার ও মিডফিল্ডার ডানি সেবালোস। আগামী ৮ এপ্রিল আর্সেনালের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মাঠে নামতে যাচ্ছে রিয়াল। ঐ ম্যাচের আগেই তাদের শাস্তি পাবার সম্ভাবনা বেশী।

ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘রিয়াল মাদ্রিদের চার খেলোয়াড়ের বিপক্ষে আনীত অভিযোগের তদন্তের জন্য উয়েফার এথিক্স ও ডিসিপ্লিনারি ইনস্পেক্টরকে নিয়োগ দেয়া হয়েছে।’

স্প্যানিশ বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে জয়ের পর উৎসবের ধরন দেখে উয়েফা রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের বাছাই করেছে।

কিন্তু এ ব্যপারে উয়েফা কিংবা রিয়ালের পক্ষ থেকে কোন মতামত দেয়া হয়নি।  

রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী ও বর্তমান চ্যাম্পিয়ন মাদ্রিদ গত ১২ মার্চ এ্যাথলেটিকোর মেট্রোপলিটানো স্টেডিয়ামে পেনাল্টিতে স্বাগতিকদের পরাজিক করে। নির্ধারিত সময়ের ম্যাচ ২-২ গোলে সমতা ছিল। পেনাল্টির শ্যুট আউটে এ্যাথলেটিকো ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজের বিপক্ষে গোল বাতিলের যে সিদ্ধান্ত রেফারি দিয়েছিল তা নিয়ে বিতর্ক থেকেই গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাপানে ‘ওয়ার্ল্ড এক্সপোতে’ বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন
জামায়াত নেতৃবৃন্দের সাথে সিঙ্গাপুরের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
সংস্কার যাত্রা শুরু না হওয়া পর্যন্ত গণঅভ্যুত্থান সফল হবে না: রাষ্ট্র সংস্কার আন্দোলন
বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের অধিকার সমান: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
২০২৬ সালের মধ্যে অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি চুড়ান্ত করতে চায় বাংলাদেশ-ইইউ
ডিপিএল: কাল আবাহনী-মোহামেডান হাইভোল্টেজ লড়াই
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন হাসপাতালে ভর্তি
২০২৬ সালের প্রথম দিকে পটুয়াখালী ইপিজেডে প্লট বরাদ্দ শুরু করবে বেপজা
জীবাশ্ম নির্ভর জ্বালানি মহাপরিকল্পনা সংশোধনের দাবি তরুণ জলবায়ু কর্মীদের
নাগরিক কমিটির বহিষ্কৃত সদস্য পিংকি কারাগারে
১০