বিধ্বংসী পুরানের ব্যাটে ভর করে হায়দারাবাদকে পরাজিত করেছে লক্ষ্মৌ

বাসস
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১৭:৫৯
নিকোলাস পুরানের ২৬ বলে ৭০ রানের ইনিংসে ভর করে লাক্ষ্মৌ সুপার জায়ান্টস সানরাইজার্স হায়দারাবাদকে পরাজিত করেছে -ছবি : সংগৃহীত

ঢাকা, ২৮ মার্চ ২০২৫ (বাসস) : নিকোলাস পুরানের ২৬ বলে ৭০ রানের ইনিংসে ভর করে লাক্ষ্মৌ সুপার জায়ান্টস সহজেই ১৯১ রানের লক্ষ্য স্পর্শ করে সানরাইজার্স হায়দারাবাদকে পরাজিত করেছে। নতুন আইপিএল মৌসুমে এটি লাক্ষ্মৌর প্রথম জয়। ২৩ বল হাতে রেখে ৫ উইকেটের জয় নিশ্চিত করেছে লাক্ষ্মৌ। পুরানের বিধ্বংসী ইনিংসে ছিল ছয়টি বাউন্ডারি ও ছয়টি ওভার বাউন্ডারি। হায়দারাবাদের ফ্ল্যাট পিচে ক্যারিবীয় এই ব্যাটারকে থামতেই পারেনি স্বাগতিক বোলাররা।

ভারতীয় রিশভ পান্ত এবারের আইপিএল’র সবচেয়ে দামী খেলোয়াড়। তার নেতৃত্বেই মাঠে নেমেছিল লাক্ষ্মৌ। কিন্তু শুরুতেই এইডেন মার্করামকে হারিয়ে চাপে পড়ে সফরকারী। সেই ধাক্কা ভালই সামলে উঠেন মিচেল মার্শ (৫২) ও পুরান। দ্বিতীয় উইকেটে এই জুটি ১১৬ রান যোগ করে। ৯ম ওভারে অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সের এলবিডব্লিউর ফাঁদে পড়েন পুরান। ঐ সময় দলের রান ছিল ২ উইকেটে ১২০। ১৫ বলে ১৫ রান করে হার্শা প্যাটেলের শিকারে পরিণত হন পান্ত। এরপর দ্রুতই বিদায় নেন আয়ুশ বাদোনি। শেষের দিকে আব্দুল সাদাম ৮ বলে ২২ রানে অপরাজিত ছিলেন।

এর আগে টসে জিতে হায়দারাবাদকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানায় লাক্ষ্মৌ। টপ অর্ডারে ট্রাভিস হেডের ৪৭ রানে ভর করে হায়দারাবাদ ৯ উইকেটে ১৯০ রান সংগ্রহ করে। ইনজুরি রিপ্লেসমেন্টে লাক্ষ্মৌতে খেলতে আসা শার্দুল ঠাকুর ৩৪ রানে নিয়েছেন ৪ উইকেট। আইপিএল’এ এটাই তার সেরা পারফরমেন্স। তৃতীয় ওভারে ওপেনার অভিষেক শর্মা (৬) ও ইশান কিশনের (০) উইকেট দখল করে শার্দুল নিজের জাত চিনিয়েছেন।

১৫ রানে ২ উইকেট হারিয়ে হায়দারাবাদ যখন চাপের মখে তখনই হেড দলের হাল ধরেন। ধীরে ধীরে তিনি দলকে একটি লড়াকু ইনিংস গড়তে সহযোগিতা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে স্বেচ্ছাসেবক দলের র‌্যালিসহ নানা কর্মসূচি
মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় বাংলাদেশে আসা ব্রিটিশ চিকিৎসকদের ধন্যবাদ প্রধান উপদেষ্টার
সিলেট আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্টে দক্ষিণ সুরমার জয়
১০