শীর্ষ দল ব্যাঙ্গালুরুর কাছে ৫০ রানে পরাজিত চেন্নাই

বাসস
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ১৫:০৪
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৯ মার্চ ২০২৫ (বাসস) : চেন্নাই সুপার কিংসকে শুক্রবার ৫০ রানে পরাজিত করেছে টেবিলের শীর্ষে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এবারের আইপিএল’এ ব্যাঙ্গালুরুর দুই ম্যাচে এটি দ্বিতীয় জয়।

১৯৭ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে চেন্নাইয়ের ব্যাটাররা খুব একটা সুবিধা করতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চেন্নাই শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। শেষের দিকে অভিজ্ঞ মাহেন্দ্র সিং ধোনীর ১৬ বলে ৩০ রানের ইনিংসও চেন্নাইকে বাঁচাতে পারেনি। কাল ধোনী লোয়ার অর্ডারে নয় নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। 

অস্ট্রেলিয়ান পেসার জোস হ্যাজেলউড চার ওভারে ২১ রানে নিয়েছেন ৩ উইকেট। অধিনায়ক রাজাত পাতিদার ৩২ বলে করেছেন ৫১ রান। 

ভারতীয় টি২০ দলে জায়গা করে নেবার দ্বারপ্রান্তে রয়েছেন পাতিদার। ৭ উইকেটে ১৯৬ রানের ইনিংসে ব্যাঙ্গালুরুর হয়ে পাতিদারকে ভালই সহযোগিতা করেছেন দুই ওপেনার ফিল সল্ট ও বিরাট কোহলি। দুজনেই ৩০ রানের কোটা পার করেছেন। আফগানিস্তানের লেগ-স্পিনার নুর আহমেদ ৩৬ রানে নিয়েছেন ৩ উইকেট।

হ্যাজেলউডের বোলিং তোপে চেন্নাই শুরু থেকেই উইকেট হারাতে থাকে। হ্যাজেলউড ছাড়াও ভারতের অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার তিন ওভারে ২০ রানে নিয়েছেন ১ উইকেট। 

ইনিংসে দ্বিতীয় ওভারে হ্যাজেলউড রাহুল ত্রিপাঠি (৫) ও অধিনায়ক রুতুরাজ গাইকোয়াড়কে (০) সাজঘরে ফেরত পাঠান। দিপক হুদা (৪) পঞ্চম ওভারে ভুবনেশ্বরের শিকারে পরিনত হলে চেন্নাইয়ের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ২৬।

ইয়াশ দয়াল ১৮ রানে ২ ও ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন ২৮ রানে নিয়েছেন ২ উইকেট।

ভারতীয় জুটি রবিন্দ্র জাদেজা (২৫) ও শিভাম দুবে (১৯) চেন্নাইয়ের হয়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত তা কাজে আসেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈষম্য ও ফ্যাসিবাদমুক্ত দেশ গড়ার প্রত্যাশায় জীবন দেন শহীদ মিলন
জাপানে ‘ওয়ার্ল্ড এক্সপোতে’ বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন
জামায়াত নেতৃবৃন্দের সাথে সিঙ্গাপুরের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
সংস্কার যাত্রা শুরু না হওয়া পর্যন্ত গণঅভ্যুত্থান সফল হবে না: রাষ্ট্র সংস্কার আন্দোলন
বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের অধিকার সমান: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
২০২৬ সালের মধ্যে অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি চুড়ান্ত করতে চায় বাংলাদেশ-ইইউ
ডিপিএল: কাল আবাহনী-মোহামেডান হাইভোল্টেজ লড়াই
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন হাসপাতালে ভর্তি
২০২৬ সালের প্রথম দিকে পটুয়াখালী ইপিজেডে প্লট বরাদ্দ শুরু করবে বেপজা
জীবাশ্ম নির্ভর জ্বালানি মহাপরিকল্পনা সংশোধনের দাবি তরুণ জলবায়ু কর্মীদের
১০