কোন ধরনের বোনাস আমাদের প্রাপ্য নয় : গার্দিওলা

বাসস
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ১৫:১০
ফাইল ছবি

ঢাকা, ২৯ মার্চ ২০২৫ (বাসস) : ম্যানচেস্টার সিটি ম্যানেজার পেপ গার্দিওলা স্বীকার করেছেন তিনি এবং তার খেলোয়াড়রা কেউই কোন ধরনের বোনাস পাবার যোগ্য নয়।

এমনকি এ বছর ক্লাব বিশ্বকাপের শিরোপা ঘরে তুলে কিছুটা হলেও নিজেদের নামের প্রতি সুবিচার করার সুযোগ আসলেও গার্দিওলা কোনভাবেই দলের সার্বিক ব্যর্থতাকে মেনে নিতে পারছেন না। 

ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমান চ্যাম্পিয়নরা এই মুহূর্তে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে। ইতোমধ্যেই চ্যাম্পিয়ন্স লিগ ও লিগ কাপ থেকে বিদায় নিয়েছে সিটি। 

এর আগে চার মৌসুমের ইংলিশ চ্যাম্পিয়নদের সাথে এবারের দলটা কেন জানি কোনভাবেই মেলানো যাচ্ছেনা। ২০১৬/১৭ মৌসুমে গার্দিওলা সিটির দায়িত্ব নেবার পর এই প্রথম হয়তো বড় কোন শিরোপা ছাড়াই মৌসুম শেষ করতে হবে সিটিজেনদের। একমাত্র ভরসা হিসেবে এখনো এফএ কাপের সম্ভাবনা টিকে রয়েছে। রোববার বোর্নমাউথের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে গার্দিওলার শিষ্যরা। 

কিন্তু এফএ কাপের পাশাপাশি জুন-জুলাইয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতলেও গার্দিওলা বিশ্বাস করেন সিটির এবারের যে দলগত ব্যর্থতা তাতে কোন ধরনের বোনাস তাদের প্রাপ্য নয়। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ক্লাব বিশ্বকাপে বিপুল পরিমান প্রাইজ মানির ঘোষনা দিয়েছে ফিফা। 

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা জানিয়েছে ক্লাব বিশ্বকাপে বিজয়ী দল সব মিলিয়ে ১২৫ মিলিয়ণ মার্কিন ডলার প্রাইজ মানি হিসেবে পাবে। অংশগ্রহণকারী ৩২টি দল সর্বমোট ১ বিলিয়ন ডলার বিভিন্ন ক্যাটাগরিতে পাবে। 

গার্দিওলা বলেন, ‘আমরা এই মৌসুমে কোন কিছুর জন্যই যোগ্য নই। এর মধ্যে বোনাসও রয়েছে। আমরা যদি জয়ী হই, আমি জানিনা কি পরিমান অর্থ আমরা পাবো। কিন্তু এই অর্থ শুধুমাত্র ক্লাবের জন্য, আমরা এখানে কোন কিছুর যোগ্য নই। এমনকি একটি ঘড়িও ম্যানেজার, খেলোয়াড়, ব্যাকরুম স্টাফ কারোরই প্রাপ্য নয়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
২০২৫ সালে প্রায় ৩ লক্ষ দক্ষিণ সুদানী দেশ ছেড়ে পালিয়েছে : জাতিসংঘ
চট্টগ্রামে ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করেছে ডিবি
চর বিজয়ে রোপণ করা হবে ৪০ হাজার ঝাউ গাছ 
পাট রপ্তানিকারকদের ঋণ পুনঃতফসিল সুবিধা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক
গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
দুর্যোগ প্রশমন দিবসে সুনামগঞ্জে ভূমিকম্প বিষয়ক মহড়া
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের স্ত্রী রিক্তার জমি-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
পঞ্চগড়ে ‘ঘরে ঘরে, জনে জনে’ কর্মসূচি নিয়ে নওশাদ জমির
মিশরে গাজা শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারবেন না নেতানিয়াহু
গাজা শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস: ম্যাক্রোঁ
১০