কোন ধরনের বোনাস আমাদের প্রাপ্য নয় : গার্দিওলা

বাসস
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ১৫:১০
ফাইল ছবি

ঢাকা, ২৯ মার্চ ২০২৫ (বাসস) : ম্যানচেস্টার সিটি ম্যানেজার পেপ গার্দিওলা স্বীকার করেছেন তিনি এবং তার খেলোয়াড়রা কেউই কোন ধরনের বোনাস পাবার যোগ্য নয়।

এমনকি এ বছর ক্লাব বিশ্বকাপের শিরোপা ঘরে তুলে কিছুটা হলেও নিজেদের নামের প্রতি সুবিচার করার সুযোগ আসলেও গার্দিওলা কোনভাবেই দলের সার্বিক ব্যর্থতাকে মেনে নিতে পারছেন না। 

ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমান চ্যাম্পিয়নরা এই মুহূর্তে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে। ইতোমধ্যেই চ্যাম্পিয়ন্স লিগ ও লিগ কাপ থেকে বিদায় নিয়েছে সিটি। 

এর আগে চার মৌসুমের ইংলিশ চ্যাম্পিয়নদের সাথে এবারের দলটা কেন জানি কোনভাবেই মেলানো যাচ্ছেনা। ২০১৬/১৭ মৌসুমে গার্দিওলা সিটির দায়িত্ব নেবার পর এই প্রথম হয়তো বড় কোন শিরোপা ছাড়াই মৌসুম শেষ করতে হবে সিটিজেনদের। একমাত্র ভরসা হিসেবে এখনো এফএ কাপের সম্ভাবনা টিকে রয়েছে। রোববার বোর্নমাউথের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে গার্দিওলার শিষ্যরা। 

কিন্তু এফএ কাপের পাশাপাশি জুন-জুলাইয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতলেও গার্দিওলা বিশ্বাস করেন সিটির এবারের যে দলগত ব্যর্থতা তাতে কোন ধরনের বোনাস তাদের প্রাপ্য নয়। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ক্লাব বিশ্বকাপে বিপুল পরিমান প্রাইজ মানির ঘোষনা দিয়েছে ফিফা। 

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা জানিয়েছে ক্লাব বিশ্বকাপে বিজয়ী দল সব মিলিয়ে ১২৫ মিলিয়ণ মার্কিন ডলার প্রাইজ মানি হিসেবে পাবে। অংশগ্রহণকারী ৩২টি দল সর্বমোট ১ বিলিয়ন ডলার বিভিন্ন ক্যাটাগরিতে পাবে। 

গার্দিওলা বলেন, ‘আমরা এই মৌসুমে কোন কিছুর জন্যই যোগ্য নই। এর মধ্যে বোনাসও রয়েছে। আমরা যদি জয়ী হই, আমি জানিনা কি পরিমান অর্থ আমরা পাবো। কিন্তু এই অর্থ শুধুমাত্র ক্লাবের জন্য, আমরা এখানে কোন কিছুর যোগ্য নই। এমনকি একটি ঘড়িও ম্যানেজার, খেলোয়াড়, ব্যাকরুম স্টাফ কারোরই প্রাপ্য নয়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আদালতের রায়ে ক্ষমতাচ্যুত হলেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন
৫ মিলিয়ন ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করলেন ট্রাম্প
মাদক বহনের দায়ে গ্রেফতার কির্টন
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত 
উৎসবমুখর পরিবেশে সাইকেল লেন দিবস উদযাপিত
বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানের বৈঠক 'আশার আলো' তৈরি করছে: মির্জা ফখরুল
সাতক্ষীরায় দর্শনার্থীদের পদচারনায় মুখরিত রূপসী ম্যানগ্রোভ ফরেস্ট
পরিবার পরিকল্পনা বিভাগের টিম ওয়ার্ক, ঈদের বন্ধে চট্টগ্রামে ১০৭টি নরমাল ডেলিভারি সম্পন্ন
প্রধান উপদেষ্টা থাইল্যান্ডকে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন 
নাগরিক সুবিধা নিশ্চিত করতে রাজনীতির আমূল পরিবর্তন করতে চায় এবি পার্টি
১০