লিগ ওয়ান শিরোপার আরো কাছে পিএসজি

বাসস
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১৮:০১ আপডেট: : ৩০ মার্চ ২০২৫, ১৮:৪০
ছবি : সংগৃহীত

ঢাকা, ৩০ মার্চ ২০২৫ (বাসস) : পিছিয়ে পড়েও শনিবার সেইন্ট এতিয়েনকে ৬-১ গোলে বিধ্বস্ত করে ১৩ মৌসুমে ১১তম ফরাসি শিরোপার আরো কাছে পৌঁছে গেছে পিএসজি।

টেবিলের দ্বিতীয় স্থানে থাকা মার্সেই ৩-১ গোলে রেইমসের কাছে পরাজিত হওয়ায় পিএসজির সামনে সুযোগ ছিল সাত ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করার। কিন্তু সেজন্য দিনের শেষ ম্যাচে নিসের সাথে মোনাকোকে ড্র করতে হতো। কিন্তু ব্রিল এমবোলোর ৭৩ মিনিটের গোলে কঠিন লড়াইয়ের পর মোনাকো ২-১ গোলে জয় ছিনিয়ে নেয়। এ কারনে আরো একটি শিরোপা নিশ্চিতে অন্তত এক সপ্তাহ অপেক্ষায় থাকতে হলো পিএসজিকে।

সেইন্ট এতিয়েনের মাঠে ম্যাচের ৯ মিনিটে জুরিকো ডাভিটাশভিলের ক্রস থেকে লুকাস স্টাসিনের হেডে এগিয়ে যায় স্বাগতিকরা। গনসালো রামোস বিরতির ঠিক আগে পেনাল্টি স্পট থেকে বর্তমান চ্যাম্পিয়নদের সমতায় ফেরান। ডি বক্সের ভিতর ফ্লোরিয়ান টারডিয়ার বিপক্ষে পেনাল্টি আদায় করে নেন রামোস। 

বিরতির পর ৫০ মিনিটে কাভিচা কাভারাটসখেলিয়া মাঠের প্রায় মাঝামাঝি থেকে প্রতিপক্ষের ব্যাক পাস ছিনিয়ে নিয়ে বাঁ-পায়ের জোড়ালো শটে বল জালে জড়ালে এগিয়ে যায় পিএসজি। ৬২ মিনিটে হুয়াও নেভেসের এক গোলের আগে ও পরে ডিসায়ার ডুয়ে আরো দুই গোল করেছেন। বদলী খেলোয়াড় ইব্রাহিম এমবায়ে ব্র্যাডলি বারকোলার ক্রস থেকে পিএসজির হয়ে ষষ্ঠ গোলটি করেন। 

এর আগে দিনের শুরুতে জাপানীজ স্ট্রাইকার কেইতো নাকামুরার ২৯ মিনিটের গোলে মার্সেইর বিপক্ষে লিড নিয়েছিল স্বাগতিক রেইমস। এরপর রেইমসের হয়ে আরো দুই গোল করেছেন মামাডু ডিয়াকোন ও ভ্যালেন্টিন আতানগানা। ৭৮ মিনিটে ভ্যালেন্টিন রনগিয়ারের দুর্দান্ত গোলে মার্সেই কিছুটা আশা জাগিয়ে তুলেছিল। কিন্তু রবার্তো ডি জারবির দলের শেষ রক্ষা হয়নি। 

মার্সেইর এই পরাজয়ে পিএসজি ২২ পয়েন্টের সুষ্পষ্ট ব্যবধানে লিগ টেবিলের শীর্ষস্থান শক্তিশালী করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে স্বেচ্ছাসেবক দলের র‌্যালিসহ নানা কর্মসূচি
মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় বাংলাদেশে আসা ব্রিটিশ চিকিৎসকদের ধন্যবাদ প্রধান উপদেষ্টার
সিলেট আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্টে দক্ষিণ সুরমার জয়
১০