লিগ ওয়ান শিরোপার আরো কাছে পিএসজি

বাসস
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১৮:০১ আপডেট: : ৩০ মার্চ ২০২৫, ১৮:৪০
ছবি : সংগৃহীত

ঢাকা, ৩০ মার্চ ২০২৫ (বাসস) : পিছিয়ে পড়েও শনিবার সেইন্ট এতিয়েনকে ৬-১ গোলে বিধ্বস্ত করে ১৩ মৌসুমে ১১তম ফরাসি শিরোপার আরো কাছে পৌঁছে গেছে পিএসজি।

টেবিলের দ্বিতীয় স্থানে থাকা মার্সেই ৩-১ গোলে রেইমসের কাছে পরাজিত হওয়ায় পিএসজির সামনে সুযোগ ছিল সাত ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করার। কিন্তু সেজন্য দিনের শেষ ম্যাচে নিসের সাথে মোনাকোকে ড্র করতে হতো। কিন্তু ব্রিল এমবোলোর ৭৩ মিনিটের গোলে কঠিন লড়াইয়ের পর মোনাকো ২-১ গোলে জয় ছিনিয়ে নেয়। এ কারনে আরো একটি শিরোপা নিশ্চিতে অন্তত এক সপ্তাহ অপেক্ষায় থাকতে হলো পিএসজিকে।

সেইন্ট এতিয়েনের মাঠে ম্যাচের ৯ মিনিটে জুরিকো ডাভিটাশভিলের ক্রস থেকে লুকাস স্টাসিনের হেডে এগিয়ে যায় স্বাগতিকরা। গনসালো রামোস বিরতির ঠিক আগে পেনাল্টি স্পট থেকে বর্তমান চ্যাম্পিয়নদের সমতায় ফেরান। ডি বক্সের ভিতর ফ্লোরিয়ান টারডিয়ার বিপক্ষে পেনাল্টি আদায় করে নেন রামোস। 

বিরতির পর ৫০ মিনিটে কাভিচা কাভারাটসখেলিয়া মাঠের প্রায় মাঝামাঝি থেকে প্রতিপক্ষের ব্যাক পাস ছিনিয়ে নিয়ে বাঁ-পায়ের জোড়ালো শটে বল জালে জড়ালে এগিয়ে যায় পিএসজি। ৬২ মিনিটে হুয়াও নেভেসের এক গোলের আগে ও পরে ডিসায়ার ডুয়ে আরো দুই গোল করেছেন। বদলী খেলোয়াড় ইব্রাহিম এমবায়ে ব্র্যাডলি বারকোলার ক্রস থেকে পিএসজির হয়ে ষষ্ঠ গোলটি করেন। 

এর আগে দিনের শুরুতে জাপানীজ স্ট্রাইকার কেইতো নাকামুরার ২৯ মিনিটের গোলে মার্সেইর বিপক্ষে লিড নিয়েছিল স্বাগতিক রেইমস। এরপর রেইমসের হয়ে আরো দুই গোল করেছেন মামাডু ডিয়াকোন ও ভ্যালেন্টিন আতানগানা। ৭৮ মিনিটে ভ্যালেন্টিন রনগিয়ারের দুর্দান্ত গোলে মার্সেই কিছুটা আশা জাগিয়ে তুলেছিল। কিন্তু রবার্তো ডি জারবির দলের শেষ রক্ষা হয়নি। 

মার্সেইর এই পরাজয়ে পিএসজি ২২ পয়েন্টের সুষ্পষ্ট ব্যবধানে লিগ টেবিলের শীর্ষস্থান শক্তিশালী করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আদালতের রায়ে ক্ষমতাচ্যুত হলেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন
৫ মিলিয়ন ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করলেন ট্রাম্প
মাদক বহনের দায়ে গ্রেফতার কির্টন
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত 
উৎসবমুখর পরিবেশে সাইকেল লেন দিবস উদযাপিত
বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানের বৈঠক 'আশার আলো' তৈরি করছে: মির্জা ফখরুল
সাতক্ষীরায় দর্শনার্থীদের পদচারনায় মুখরিত রূপসী ম্যানগ্রোভ ফরেস্ট
পরিবার পরিকল্পনা বিভাগের টিম ওয়ার্ক, ঈদের বন্ধে চট্টগ্রামে ১০৭টি নরমাল ডেলিভারি সম্পন্ন
প্রধান উপদেষ্টা থাইল্যান্ডকে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন 
নাগরিক সুবিধা নিশ্চিত করতে রাজনীতির আমূল পরিবর্তন করতে চায় এবি পার্টি
১০