৩৪ বছর পর এফএ কাপের সেমিফাইনালে পেনাল্টির রাজা ফরেস্ট

বাসস
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১৮:০৩

ঢাকা, ৩০ মার্চ ২০২৫ (বাসস) : পেনাল্টি শ্যুট আউটে ব্রাইটনকে ৪-৩ গোলে পরাজিত করে ৩৪ বছরের মধ্যে প্রথমবারের মত এফএ কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে নটিংহ্যাম ফরেস্ট। দলের বেলজিয়ান গোলরক্ষক ম্যাটজ সেলেসের দুর্দান্ত পারফরমেন্সে ফরেস্টের জয় নিশ্চিত হয়।

এ্যামেক্স স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের নির্ধারিত সময়ের পরে অতিরিক্ত সময়েও ম্যাচের ফলাফল ছিল গোলশুন্য। এরপর সেলেসের কৃতিত্বে ফরেস্টের ওয়েম্বলির টিকেট নিশ্চিত হয়। 

জ্যাক হিনশেলউড ও দিয়েগো গোমেজের স্পট কিক রুখে দিয়ে সেলেস ফরেস্টকে রক্ষা করেছেন। ফরেস্টের নেকো উইলিয়ামস পেনাল্টি শট বারের উপর দিয়ে বাইরে পাঠান। রায়ান ইয়াতি গোল নিশ্চিত করলে ফরেস্টের শেষ চারের টিকেট নিশ্চিত হয়। 

এর আগে চতুর্থ ও পঞ্চম রাউন্ডে তৃতীয় টায়ারের এক্সিটার ও প্রিমিয়ার লিগের ইপসউইচের বিপক্ষে জিততে পেনাল্টি শ্যুট আউটের প্রয়োজন হয়েছিল ফরেস্টের। 

নুনো এস্পিরিতো সান্তোর দল এ মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছে। তাদের সামনে এখন ১৯৮০-৮১ সালের পর চ্যাম্পিয়ন্স লিগের টিকেট ও ১৯৯১ সালের পর প্রথমবারের মত এফএ কাপের ফাইনালে খেলার হাতছানি।
১৯৫৯ সালে সর্বশেষ এফএ কাপের শিরোপা জয় করেছিল ফরেস্ট। এই মুহূর্তে প্রিমিয়ার লিগের তৃতীয় স্থানে রয়েছে ফরেস্ট। চতুর্থ স্থানে থাকা চেলসি ও পঞ্চম স্থানে থাকা ম্যানচেস্টার সিটি থেকে যথাক্রমে পাঁচ ও ছয় পয়েন্ট রয়েছে। 

শেষ চারে যাওয়া অন্য দল হলো ক্রিস্টাল প্যালেস। শনিবার আরেক কোয়ার্টার ফাইনালে ঈগলসরা ৩-০ গোলে ফুলহ্যামকে বিধ্বস্ত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে স্বেচ্ছাসেবক দলের র‌্যালিসহ নানা কর্মসূচি
মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় বাংলাদেশে আসা ব্রিটিশ চিকিৎসকদের ধন্যবাদ প্রধান উপদেষ্টার
সিলেট আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্টে দক্ষিণ সুরমার জয়
১০