৩৪ বছর পর এফএ কাপের সেমিফাইনালে পেনাল্টির রাজা ফরেস্ট

বাসস
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১৮:০৩

ঢাকা, ৩০ মার্চ ২০২৫ (বাসস) : পেনাল্টি শ্যুট আউটে ব্রাইটনকে ৪-৩ গোলে পরাজিত করে ৩৪ বছরের মধ্যে প্রথমবারের মত এফএ কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে নটিংহ্যাম ফরেস্ট। দলের বেলজিয়ান গোলরক্ষক ম্যাটজ সেলেসের দুর্দান্ত পারফরমেন্সে ফরেস্টের জয় নিশ্চিত হয়।

এ্যামেক্স স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের নির্ধারিত সময়ের পরে অতিরিক্ত সময়েও ম্যাচের ফলাফল ছিল গোলশুন্য। এরপর সেলেসের কৃতিত্বে ফরেস্টের ওয়েম্বলির টিকেট নিশ্চিত হয়। 

জ্যাক হিনশেলউড ও দিয়েগো গোমেজের স্পট কিক রুখে দিয়ে সেলেস ফরেস্টকে রক্ষা করেছেন। ফরেস্টের নেকো উইলিয়ামস পেনাল্টি শট বারের উপর দিয়ে বাইরে পাঠান। রায়ান ইয়াতি গোল নিশ্চিত করলে ফরেস্টের শেষ চারের টিকেট নিশ্চিত হয়। 

এর আগে চতুর্থ ও পঞ্চম রাউন্ডে তৃতীয় টায়ারের এক্সিটার ও প্রিমিয়ার লিগের ইপসউইচের বিপক্ষে জিততে পেনাল্টি শ্যুট আউটের প্রয়োজন হয়েছিল ফরেস্টের। 

নুনো এস্পিরিতো সান্তোর দল এ মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছে। তাদের সামনে এখন ১৯৮০-৮১ সালের পর চ্যাম্পিয়ন্স লিগের টিকেট ও ১৯৯১ সালের পর প্রথমবারের মত এফএ কাপের ফাইনালে খেলার হাতছানি।
১৯৫৯ সালে সর্বশেষ এফএ কাপের শিরোপা জয় করেছিল ফরেস্ট। এই মুহূর্তে প্রিমিয়ার লিগের তৃতীয় স্থানে রয়েছে ফরেস্ট। চতুর্থ স্থানে থাকা চেলসি ও পঞ্চম স্থানে থাকা ম্যানচেস্টার সিটি থেকে যথাক্রমে পাঁচ ও ছয় পয়েন্ট রয়েছে। 

শেষ চারে যাওয়া অন্য দল হলো ক্রিস্টাল প্যালেস। শনিবার আরেক কোয়ার্টার ফাইনালে ঈগলসরা ৩-০ গোলে ফুলহ্যামকে বিধ্বস্ত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
২০২৫ সালে প্রায় ৩ লক্ষ দক্ষিণ সুদানী দেশ ছেড়ে পালিয়েছে : জাতিসংঘ
চট্টগ্রামে ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করেছে ডিবি
চর বিজয়ে রোপণ করা হবে ৪০ হাজার ঝাউ গাছ 
পাট রপ্তানিকারকদের ঋণ পুনঃতফসিল সুবিধা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক
গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
দুর্যোগ প্রশমন দিবসে সুনামগঞ্জে ভূমিকম্প বিষয়ক মহড়া
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের স্ত্রী রিক্তার জমি-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
পঞ্চগড়ে ‘ঘরে ঘরে, জনে জনে’ কর্মসূচি নিয়ে নওশাদ জমির
মিশরে গাজা শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারবেন না নেতানিয়াহু
গাজা শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস: ম্যাক্রোঁ
১০