লিপজিগের কোচ বরখাস্ত

বাসস
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১৮:২৭
ফাইল -ছবি

ঢাকা, ৩০ মার্চ ২০২৫ (বাসস) : কোচ মার্কো রোজকে ছাঁটাই করেছে আরবি লিপজিগ। ক্লাবের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। স্টুটগার্টের বিপক্ষে জার্মান কাপের সেমিফাইনালের আগে কোচ বরখাস্তের ঘটনায় ক্লাবের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

শনিবার বরুসিয়া মোয়েচেনগ্ল্যাবাখের বিপক্ষে বুন্দেসলিগায় ১-০ গোলের পরাজয়ে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে লিপজিগ। এনিয়ে টানা ছয়টি এ্যাওয়ে ম্যাচে জয়বিহীন থাকলো লিপজিগ। 

২০২২ সালের সেপ্টেম্বরে লিপজিগের দায়িত্ব নিয়েছিলেন রোজ। তার অধীনে প্রথম মৌসুমেই লিপজিগ জার্মান কাপের শিরোপা জয় করেছিল। 

ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর মার্সেল শেফার এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের মার্কো ও তার দলের উপর আস্থা আছে। সব মিলিয়ে ক্লাবের উন্নতিতে তাদের অবদান স্বীকার করতেই হবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দলের কোন ফলাফলই ইতিবাচকই নয়। মৌসুমের বাকি ম্যাচগুলোতে যাতে নতুন উদ্যোমে আমরা এগিয়ে যেতে পারি সে কারনেই কোচ পরিবর্তনের সিদ্ধান্ত সকলে মেনে নিয়েছে।’

ক্লাবের উন্নতিতে অবদান রাখার জন্য রোজকে ধন্যবাদ জানানো হয়েছে। 

দুইবারের জার্মান কাপ বিজয়ী লিপজিগ সেমিফাইনাল খেলতে বুধবার স্টুটগার্ট সফরে যাবে।  

রোজের বদলী হিসেবে নতুন কোচের নাম দ্রুতই জানানো হবে বলে ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চর বিজয়ে রোপণ করা হবে ৪০ হাজার ঝাউ গাছ 
পাট রপ্তানিকারকদের ঋণ পুনঃতফসিল সুবিধা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক
গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
দুর্যোগ প্রশমন দিবসে সুনামগঞ্জে ভূমিকম্প বিষয়ক মহড়া
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের স্ত্রী রিক্তার জমি-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
পঞ্চগড়ে ‘ঘরে ঘরে, জনে জনে’ কর্মসূচি নিয়ে নওশাদ জমির
মিশরে গাজা শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারবেন না নেতানিয়াহু
গাজা শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস: ম্যাক্রোঁ
বিশ্বকাপের দ্বারপ্রান্তে নেদারল্যান্ডস, আশা টিকিয়ে রেখেছে স্কটল্যান্ড
পুতিন-ট্রাম্পের মধ্যে কোনো ফোনালাপের পরিকল্পনা নেই : রাশিয়া
১০