ইনজুরির কারণে মাঠের বাইরে হালান্ড

বাসস
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ২১:২০

ঢাকা, ১ এপ্রিল ২০২৫ (বাসস) : তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডের ইনজুরিতে দু:শ্চিন্তায় পড়েছে ম্যানচেস্টার সিটি। 

২৪ বছর বয়সী এই নরওয়েজিয়ান রোববার বোর্নামাউথের বিরুদ্ধে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে জয়ের ম্যাচটিতে গোঁড়ালির ইনজুরিতে পড়েন। 

এবারের মৌসুমে ৩০তম গোল করার পরপরই বোর্নমাউথ মিডফিল্ডার লুইস কুকের কঠিন চ্যালেঞ্জে হালান্ড মাঠ ছাড়তে বাধ্য হন। হালান্ডের মাঠে ফেরা নিয়ে অবশ্য নিশ্চিত করে কিছু বলতে পারেনি ইংলিশ চ্যাম্পিয়নরা। 
ক্লাবের এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘আশা করা হচ্ছে মৌসুমের বাকি সময়টার জন্য হালান্ড ফিট হয়ে মাঠে ফিরবেন। এর মধ্যে ফিফা ক্লাব বিশ্বকাপেও তার খেলার প্রত্যাশা করা হচ্ছে। সোমবার ম্যানচেস্টাওে আর্লিং প্রাথমিক কিছু পরীক্ষা করা হয়েছে। ইনজুরির মাত্রা নির্নয়ে বিশেষজ্ঞর পরামর্শ নেয়া হবে। এরপরপরই তার পুনর্বাসন শুরু হবে।’

সিটি বর্তমানে প্রিমিয়ার লিগ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে। চ্যাম্পিয়ন্স লিগে জায়গা ধরে রাখার জন্য এখনো লড়াই চালিয়ে যাচ্ছে সিটিজেনরা। এ সপ্তাহে পেপ গার্দিওলার দলের প্রতিপক্ষ লিস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর ক্রিস্টাল প্যালেস ও এভারটনের পর আগামী ২৬ এপ্রিল ওয়েম্বলিতে এফএ কাপের সেমিফাইনালে নটিংহ্যাম ফরেস্টের মুখোমুখি হবে গার্দিওলার শিষ্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে স্বেচ্ছাসেবক দলের র‌্যালিসহ নানা কর্মসূচি
মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় বাংলাদেশে আসা ব্রিটিশ চিকিৎসকদের ধন্যবাদ প্রধান উপদেষ্টার
সিলেট আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্টে দক্ষিণ সুরমার জয়
১০