ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন ব্র্যাথওয়েইট

বাসস
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ২১:২৫
ছবি : সংগৃহীত

ঢাকা, ১ এপ্রিল ২০২৫ (বাসস) : চার বছরের দায়িত্ব শেষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়কের পদ থেকে সড়ে দাঁড়িয়েছেন ক্রেইগ ব্র্যাথওয়েইট। ওয়ানডে অধিনায়ক শাই হোপকে টি২০ দলেরও দায়িত্ব দেয়া হয়েছে।
৩২ বছর বয়সী ব্র্যাথওয়েইট শততম টেস্ট খেলতে আর মাত্র দুই ম্যাচ বাকি রয়েছে। গত বছর ব্রিসবেনে ৮ রানে জয়ের মাধ্যমে ব্র্যাথওয়েইটের নেতৃত্বে অস্ট্রেলিয়া ২৭ বছর পর প্রথম টেস্ট জয়ের কৃতিত্ব অর্জন করেছিল। 

এ বছরের শুরুতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের মাধ্যমে প্রায় ৩৫ বছর পর ব্র্যাথওয়েইটের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ জয় ছিনিয়ে নেয়। 

নির্ভরশীর এই ওপেনিং ব্যাটার টেস্টে ১২টি সেঞ্চুরি ও ৩১টি হাফ সেঞ্চুরিসহ ৩৩ গড়ে ৫৯৩৫ রান সংগ্রহ করেছেন।

ধৈর্য্যশীল ব্যাটিংয়ের জন্য ব্র্যাথওয়েইটের জনপ্রিয়তা রয়েছে। ২০২২ সালে বার্বাডোসে ইংল্যান্ডের বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়য়ে ১৬ ঘন্টা ব্যাটিং করেছিলেন। তার উপর ভর করে ওয়েস্ট ইন্ডিজ ড্র নিয়ে মাঠ ছাড়ে। 

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট পরিচালক মিলেস বাসকোম্বে বলেছেন, ‘ক্রেইেগ ব্র্যাথওয়েইট আমাদের টেস্ট দলের অন্যতম দুর্দান্ত একজন নেতা। দলে তার অবদান অনস্বীকার্য। তার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ বেশ কিছু স্মরণীয় মুহূর্তের সাক্ষ্মী হয়েছে।’

২০২৩ সালে টি২০ অধিনায়ক হিসেবে ব্র্যাথওয়েইটের স্থলাভিষিক্ত হয়েছিলেন রোভমান।

৩১ বছর বয়সী হোপ ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ১৩৩টি ওয়ানডে ও ৩৯টি টি২০ ম্যাচ খেলে ৬ হাজারেরও বেশী রান করেছেন। ওয়ানডে ক্রিকেটে তার ১৭টি সেঞ্চুরি রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে স্বেচ্ছাসেবক দলের র‌্যালিসহ নানা কর্মসূচি
মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় বাংলাদেশে আসা ব্রিটিশ চিকিৎসকদের ধন্যবাদ প্রধান উপদেষ্টার
সিলেট আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্টে দক্ষিণ সুরমার জয়
১০