ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ঐতিহ্যকে স্পর্শ করতে পারবে এমবাপ্পে : আনচেলত্তি

বাসস
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ২২:১৮
ফাইল ছবি

ঢাকা, ১ এপ্রিল ২০২৫ (বাসস) : কোচ কার্লো আনচেলত্তি বলেছেন রিয়াল মাদ্রিদে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ঐতিহ্যের সমান কিছু করে দেখানোর সম্ভাবনা কিলিয়ান এমবাপ্পের মধ্যে রয়েছে। রিয়ালের হয়ে অভিষেক বছরেই এক মৌসুমে রোনাল্ডোর সর্বোচ্চ গোলের রেকর্ড ইতোমধ্যেই স্পর্শ করে ফেলেছেন ফরাসি তারকা এমবাপ্পে।

সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার লেগানেসের বিরুদ্ধে ৩-২ গোলের জয়ের ম্যাচটিতে এমবাপ্পে জোড়া গোল করে এ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ৩৩ গোলের কৃতিত্ব গড়েছেন। রোনাল্ডো ২০০৯-১০ মৌসুমে মাদ্রিদের জার্সিতে প্রথম বছরেই ৩৩ গোল করেছিলেন। এরপর রোনাল্ডো রিয়ালের ইতিহাসে এখনো পর্যন্ত সর্বোচ্চ গোলের রেকর্ডধারী হয়ে আছেন। মাদ্রিদের জার্সিতে জয় করেছেন চারটি চ্যাম্পিয়ণ্স লিগ ও দুটি লা লিগা শিরোপাসহ মোট ১৬টি ট্রফি। 

এক সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেছেন, ‘ভিন্ন খেলোয়াড়দের মধ্যে তুলনা করাটা কঠিন। তবে আশা করতে পারি রিয়ালে রোনাল্ডোর কৃতিত্বকে স্পর্শ করতে পারবে এমবাপ্পে। আমি মনে করি তার মধ্যে সেই সম্ভাবনা আছে। আর সেটা যদি হয় তবে রোনাল্ডোর মতই একদিন এমবাপ্পেও রিয়ালের কিংবদন্তী খেলোয়াড় হিসেবে পরিচিত হবে।’

এ পর্যন্ত ২৭ লা লিগা ম্যাচে ২২ গোল করেছেন এমবাপ্পে। চ্যাম্পিয়ন্স লিগে করেছেন সাতটি ও কোপা ডেল রে, স্প্যানিশ সুপারকোপা, উয়েফা সুপার কাপ ও ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপে করেছেন একটি করে গোল।

প্রথম লা লিগা মৌসুমে রোনাল্ডো করেছিলেন ২৬ গোল। কিন্তু দ্বিতীয় মৌসুমেই সেটা বেড়ে দাঁড়িয়েছিল ৪০’এ। ২০১৪-১৫ মৌসুমে করেছিলেন সর্বোচ্চ ৪৮ গোল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আদালতের রায়ে ক্ষমতাচ্যুত হলেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন
৫ মিলিয়ন ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করলেন ট্রাম্প
মাদক বহনের দায়ে গ্রেফতার কির্টন
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত 
উৎসবমুখর পরিবেশে সাইকেল লেন দিবস উদযাপিত
বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানের বৈঠক 'আশার আলো' তৈরি করছে: মির্জা ফখরুল
সাতক্ষীরায় দর্শনার্থীদের পদচারনায় মুখরিত রূপসী ম্যানগ্রোভ ফরেস্ট
পরিবার পরিকল্পনা বিভাগের টিম ওয়ার্ক, ঈদের বন্ধে চট্টগ্রামে ১০৭টি নরমাল ডেলিভারি সম্পন্ন
প্রধান উপদেষ্টা থাইল্যান্ডকে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন 
নাগরিক সুবিধা নিশ্চিত করতে রাজনীতির আমূল পরিবর্তন করতে চায় এবি পার্টি
১০