রোমাঞ্চকর ম্যাচে সোসিয়েদাদকে হারিয়ে কোপা ডেল রে’র ফাইনালে রিয়াল

বাসস
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ১৭:১১ আপডেট: : ০২ এপ্রিল ২০২৫, ১৮:৫৩
ছবি : সংগৃহীত

ঢাকা, ২ এপ্রিল ২০২৫ (বাসস) : রিয়াল সোসিয়েদাদের সাথে সেমিফাইনালের দ্বিতীয় লেগে উত্তেজনাকর ম্যাচে ৪-৪ গোলে ড্র করার পর দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে এগিয়ে কোপা ডেল রে’র ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।

অতিরিক্ত সময়ে এন্টোনিও রুডিগারের ১১৫ মিনিটের হেডে মাদ্রিদের জয় নিশ্চিত হয়। প্রথম লেগে রিয়াল ১-০ গোলে জয়ী হয়েছিল। 

ম্যাচ শেষে রুডিগার বলেছেন, ‘আমি খুবই খুশী। কারন এটি একটি কঠিন ম্যাচ ছিল। কোন দলই এগিয়ে গিয়ে স্বস্তিতে থাকতে পারেনি। শেষ পর্যন্ত আমার গোলে জয় নিশ্চিত হয়।

আমার জন্য গোলটা সহজ ছিল। একটি ভাল আক্রমন থেকে গোলটি হয়েছে। কর্ণারটি দারুন ছিল। এই গোলেই আমরা ফাইনালে খেলার টিকেট পেয়েছি। আমাদের জন্য মৌসুমটা কঠিন যাচ্ছে। কিন্তু আরো একটি ফাইনালে এখন আমরা খেলবো এবং আশা করছি জয় নিয়েই মাঠ ছাড়বো।’

কিলিয়ান এমবাপ্পেকে বদলী বেঞ্চে রেখে আনচেলত্তি মূল একাদশে ভিনিসিয়াস জুনিয়র ও রডরিগোকে ফিরিয়েছিলেন। অল-ব্রাজিলিয়ান এ্যাটাকে সাথে ছিলেন এনড্রিক। 

প্রথম লেগে একমাত্র গোল পাওয়া ১৮ বছরের ওয়ান্ডারবয় এনড্রিক শুরু থেকেই বেশ আগ্রাসী ছিলেন। যদিও ম্যাচের প্রথম লিড পায় সোসিয়েদাদ। লুকাস ভাসকুয়েজকে কাটিয়ে এ্যান্ডার বারেনেক্সটা ১৬ মিনিটে লো ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন। এই লিড অবশ্য খুব বেশীক্ষণ তারা ধরে রাখতে পারেনি। ভিনিসিয়াসের দারুন এক থ্রূ বলে ৩০ মিনিটে এনড্রিক রিয়ালকে সমতায় ফেরান। এনিয়ে পাঁচ গোল করে কোপা ডেল রে’র সর্বোচ্চ গোলদাতা হিসেবে এখনো টিকে রয়েছেন এনড্রিক। 

৬৬ মিনিটে এনড্রিকের স্থানে এমবাপ্পেকে মাঠে নামান আনচেলত্তি। মার্টিন জুবিমেন্ডির একটি শট দুর্দান্তভাবে রুখে দিয়ে মাদ্রিদকে রক্ষা করেছেন গোলরক্ষক আন্দ্রি লুনিন। ফিরতি বলে মিকেল ওয়ারজাবালও সুযোগ নষ্ট করেন। ৭২ মিনিটে মারিনের ক্রসে ডেভিড আলাবার আত্মঘাতি গোলে আবারো এগিয়ে যায় সোসিয়েদাদ। ৮০ মিনিটে ওয়ারজাবালের ডিফ্লেকটেড শটের গোলটিও হয়েছে দীর্ঘ ইনজুরি কাটিয়ে জানুয়ারিতে দলে ফেরা অস্ট্রেলিয়ান ডিফেন্ডার আলাবার ভুলে। ৮২ মিনিটে ভিনির দুর্দান্ত ক্রসে জুড বেলিংহাম মাদ্রিদের হয়ে এক গোল পরিশোধ করেন। চার মিনিট পর অরেলিয়েন টিচুয়ামেনির হেডে লস ব্ল্যাঙ্কোসরা সমতায় ফিরে। 

৯৩ মিনিটে সার্জিও গোমেজের ফ্রি-কিক থেকে ওয়ারজাবালের হেডে সোসিয়েদাদ ম্যাচ জয়ের স্বপ্ন দেখতে থাকে। কিন্তু ম্যাচের নাটকীয়তা তখনো বাকি। ম্যাচ শেষের পাঁচ মিনিট আগে আরদা গুলারের কর্ণারে রডিগারের হেডে মাদ্রিদের জয় নিশ্চিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আদালতের রায়ে ক্ষমতাচ্যুত হলেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন
৫ মিলিয়ন ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করলেন ট্রাম্প
মাদক বহনের দায়ে গ্রেফতার কির্টন
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত 
উৎসবমুখর পরিবেশে সাইকেল লেন দিবস উদযাপিত
বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানের বৈঠক 'আশার আলো' তৈরি করছে: মির্জা ফখরুল
সাতক্ষীরায় দর্শনার্থীদের পদচারনায় মুখরিত রূপসী ম্যানগ্রোভ ফরেস্ট
পরিবার পরিকল্পনা বিভাগের টিম ওয়ার্ক, ঈদের বন্ধে চট্টগ্রামে ১০৭টি নরমাল ডেলিভারি সম্পন্ন
প্রধান উপদেষ্টা থাইল্যান্ডকে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন 
নাগরিক সুবিধা নিশ্চিত করতে রাজনীতির আমূল পরিবর্তন করতে চায় এবি পার্টি
১০