দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ওয়ানডে সিরিজ নিশ্চিত করলো নিউজিল্যান্ড

বাসস
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ১৭:৫০
ছবি : সংগৃহীত

ঢাকা, ২ এপ্রিল ২০২৫ (বাসস) : মিচ হে’র অপরাজিত ৯৯ রানে ভর করে দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৮৪ রানে পরাজিত করে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। 

হ্যামিল্টনে প্রথমে ব্যাটিং থেকে নিউজিল্যান্ড ৮ উইকেটে ২৯২ রান সংগ্রহ করেছিল। জবাবে আরো একবার ব্যাটারদের ব্যর্থতায় পাকিস্তানের ইনিংস ৪২ ওভারে ২০৮ রানে গুটিয়ে যায়।

ক্যারিয়ার সেরা ওয়ানডে ইনিংসে হে পাকিস্তানী বোলারদের উপর ছড়ি ঘুরিয়েছেন। মোহাম্মদ ওয়াসিমের শেষ ওভারে ২২ রান নিয়েছেন এই মিডল অর্ডার ব্যাটার। হে’র এই ব্যাটিংয়ের প্রশংসা করেছেন উভয় দলের অধিনায়ক। কিউই অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল বলেন, ‘আমরা শুরুতে বেশ কয়েকটি উইকেট হারিয়ে চাপে ছিলাম। কিন্তু মিচ যেভাবে অসাধারন ব্যাটিং করেছে তাতে একটি প্রতিদ্বন্দ্বীতামূলক রান সংগ্রহ করার পথ খুলে যায়। 

পাক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান নিউজিল্যান্ডের বোলাদের সুইং ও বাউন্স মোকাবেলা করতে না পারার জন্য ব্যাটারদের ব্যর্থতাকে সামনে নিয়ে এসেছেন, ‘মিচ হে দুর্দান্ত খেলেছে। এ কারনেই নিউজিল্যান্ড একটি লড়াকু ইনিংস উপহার দেয়।’

৭৮ বলে ইনিংসে হে সাতটি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন। ২৭তম ওভারে ১৩২ রানে ৫ উইকেট পতনের পর দলের হাল ধরেন হে। 

জবাবে পাকিস্তান তৃতীয় ওভারে উইল ও’রুর্কের বলে ফার্স্ট স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন আব্দুল্লাহ শফিক। বাবর আজম ও ইমাম-উল-হক দ্রুতই জ্যাকব ডাফির শিকারে পরিনত হলে ষষ্ঠ ওভারে ৩ উইকেট ৯ রান সংগ্রহ করে সফরকারীরা। 

৫৯ রানে ৫ উইকেট নেয়া বেন সিয়ার্স প্রথম ওভারেই জোড়া আঘাত হেনেছেন। সালমান আগা (৯) ও মোহাম্মদ রিজওয়ান (৫) প্যাভিলিয়নের পথ ধরলে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৩২। 

তৈয়ব তাহির ও ফাহিম আশরাফ ৯ ওভারে ৩৩ রান যোগ করেন। কিন্তু সিয়ার্স আবারো জোড়া আঘাতে তাহির ও ওয়াসিমকে তুলে নিলে ৭২ রানে ৭ উইকেট হারিয় খেই হারিয়ে ফেলে পাকিস্তান। 
৩ রানে ব্যাটিংয়ে থাকা হারিস রউফের হেলমেটে ও’রুর্কের একটি বল এসে আঘাত করলে রিটায়ার হার্ট হয়ে তাকে ফিরে যেতে হয়। 

রউফের কনকাশন বদলী হিসেবে খেলতে নামা নাসিম শাহ আশরাফের সাথে ৬০ রানের একটি জুটি গড়ে কিছুটা লড়াই করার চেষ্টা করেছিলেন। উভয়ের ব্যাট থেকে এসেছে হাফ সেঞ্চুরির ইনিংস। আশরাফ করেছেন ৭৩ রান, নাসিমের ব্যাট থেকে এসেছে ৫১ রান। 

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি মাউন্ট মঙ্গানুইতে শুক্রবার অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতক্ষীরার আশাশুনিতে রিং বাঁধ নির্মাণ ও ত্রাণ বিতরণ করছে সেনাবাহিনী
যৌথ অভিযানে এক সপ্তাহে ৩৪১ অপরাধী গ্রেফতার
যশোরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পিতা-কন্যা নিহত, আহত ৩
সাতক্ষীরায় প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান
পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে সব সময় আন্তরিক সরকার : সুপ্রদীপ চাকমা
জয়দীপের লেখায় ধর্মীয় সহিংসতার উস্কানি থাকায় প্রতিবাদ জানিয়েছে এবি পার্টি
রংপুরে অপহরণকারী ছিনতাই চেষ্টার অভিযোগে ২২ জনকে গ্রেফতার
গণ-অভ্যুত্থানের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হলে নতুন প্রজন্ম আবারও লড়াইয়ে নামবে : ব্যারিস্টার ফুয়াদ
শুল্ক হার কমাতে সংস্কার প্রতিশ্রুতির সদিচ্ছাকে কাজে লাগাতে হবে: ড. জাহিদ হোসেন
ঢাকাগামী যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিতে পদক্ষেপ নেওয়া হয়েছে : রেলওয়ে মহাপরিচালক
১০