প্রিমিয়ার লিগে ফেরার কোন ইচ্ছা নেই কেনের

বাসস
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ১৮:০৬

ঢাকা, ২ এপ্রিল ২০২৫ (বাসস) : এবারের গ্রীষ্মে প্রিমিয়ার লিগে ফেরার বিষয়টি উড়িয়ে দিয়ে হ্যারি কেন বলেছেন বায়ার্নে তিনি অত্যন্ত ভাল আছেন।

ইংলিশ এই অধিনায়ক টটেনহ্যাম হটস্পারের সাথে ১০ বছরের সম্পর্ক শেষ করে ২০২৩ সালে বেভারিয়ান জায়ান্টে যোগ দেন। এ পর্যন্ত ৮৩ ম্যাচে ৭৭ গোল করে ক্লাবের সবচেয়ে ধারাবাহিক খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমান করেছেন।

ইএসপিএন’র সাথে একান্ত সাক্ষাতকারে কেন বলেন, বায়ার্নে তিনি বেশ স্বস্তিতে আছে। এমনকি তার পরিবারও দারুন খুশী। গত বছর জানুয়ারিতে পুরো পরিবার জার্মানীতে চলে এসেছে। তারা বেশ ভালভাবেই এখানকার জীবনযাত্রার সাথে মানিয়ে নিয়েছে। 

কখনো ইংল্যান্ডে ফিরে যাবার সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের উত্তনে কেন বলেন, ‘এখনো নিশ্চিত নই। পুরো ক্যারিয়ার জুড়েই আমি একটি কথা বলেছি, আমি সে ধরনের মানুষ নই যে ভবিষ্যতের কথা খুব একটা বেশী চিন্তা করে। আমি এখানে অত্যন্ত আনন্দে আছি। আমি মনে করি বায়ার্ন অসাধারণ একটি দল, এখানকার কোচিং স্টাফরাও দুর্দান্ত। আমার কাছে শুধু মনে হয় সর্বোচ্চ সেরা একটি পরিবেশেই আমি আছি। আমি শুধুমাত্র সর্বোচ্চ পর্যায়ে ভাল ফুটবল খেলতে চাই। আর এখানে সেই পরিবেশ আমি পেয়েছি। 

তবে এটাও জানি ফুটবলে অনেক কম সময়ের মধ্যে সবকিছু পরিবর্তণ হয়ে যেতে পারে। দেখা যাক ভবিষ্যতে কি হয়। আমি এখনো অন্য কোন লিগ কিংবা অন্য কোন ক্লাবের কথা চিন্তা করছি। বায়ার্নের মুহূর্তগুলো উপভোগ করতে চাই।’

এবারের বুন্দেসলিগা শিরোপা জয়ের দ্বারপ্রান্তে রয়েছে বায়ার্ন। ছয় পয়েন্টের ব্যবধানে লিগ টেবিলের শীর্ষে রয়েছে বায়ার্ন, হাতে রয়েছে আর মাত্র সাত ম্যাচ। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালেও পৌঁছে গেছে বেভারিয়ান্সরা, যেখানে তাদের প্রতিপক্ষ ইন্টার মিলান। 

ইতোমধ্যে ২২ গোল করে টানা দ্বিতীয়বারের মত বুন্দেসলিগার সর্বোচ্চ গোলদাতার দৌড়ে এগিয়ে রয়েছেন কেন। চ্যাম্পিয়ন্স লিগেও করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ১০ গোল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতক্ষীরার আশাশুনিতে রিং বাঁধ নির্মাণ ও ত্রাণ বিতরণ করছে সেনাবাহিনী
যৌথ অভিযানে এক সপ্তাহে ৩৪১ অপরাধী গ্রেফতার
যশোরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পিতা-কন্যা নিহত, আহত ৩
সাতক্ষীরায় প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান
পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে সব সময় আন্তরিক সরকার : সুপ্রদীপ চাকমা
জয়দীপের লেখায় ধর্মীয় সহিংসতার উস্কানি থাকায় প্রতিবাদ জানিয়েছে এবি পার্টি
রংপুরে অপহরণকারী ছিনতাই চেষ্টার অভিযোগে ২২ জনকে গ্রেফতার
গণ-অভ্যুত্থানের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হলে নতুন প্রজন্ম আবারও লড়াইয়ে নামবে : ব্যারিস্টার ফুয়াদ
শুল্ক হার কমাতে সংস্কার প্রতিশ্রুতির সদিচ্ছাকে কাজে লাগাতে হবে: ড. জাহিদ হোসেন
ঢাকাগামী যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিতে পদক্ষেপ নেওয়া হয়েছে : রেলওয়ে মহাপরিচালক
১০