এভারটনকে হারিয়ে শিরোপার আরো কাছে লিভারপুল, হালান্ডকে ছাড়া ম্যান সিটির জয়

বাসস
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১৬:৩১

ঢাকা, ৩ এপ্রিল ২০২৫ (বাসস) : মার্সিসাইড ডার্বিতে বুধবার এভারটনকে ১-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের শিরোপার আরো কাছাকাছি পৌঁছে গেছে লিভারপুল। দিনের আরেক ম্যাচে আর্লিং হালান্ডকে ছাড়া লিস্টার সিটিতে ২-০ গোলে পরাজিত করেছে ম্যানচেস্টার সিটি। 

মৌসুম শেষ হতে আর মাত্র আট ম্যাচ বাকি। লিভারপুল এই মুহূর্তে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের থেকে ১২ পয়েন্ট এগিয়ে রয়েছে। মঙ্গলবার আর্সেনাল ২-১ গোলে ফুলহ্যামকে পরাজিত করে পূর্ণ তিন পয়েন্ট অর্জণ করেছে। 

আর্নে স্লটের দল আগের দুই ম্যাচে লিগ কাপের ফাইনালে নিউক্যাসল ও চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলতে পিএসজির কাছে পরাজিত হয়েছিল। কিন্তু ইংলিশ লিগে রেকর্ড স্পর্শকারী ২০তম শিরোপা জয়ের স্বপ্নে বিভোর অল রেডসরা দারুনভাবে এগিয়ে চলেছে। স্লটের অধীনে প্রথম বছরে ২০২০ সালের পর প্রথমবারের লিগ শিরোপা জয় এখন লিভারপুলের কাছে সময়ের ব্যপার। 

এ্যানফিল্ডে লুইস দিয়াজের ফ্লিক থেকে ৫৭ মিনিটে দিয়েগো জোতা লিভারপুলের হয়ে জয়সূচক গোলটি করেন। এর মাধ্যমে দুই মাসের বেশী সময় পর গোলখরা কাটালেন জোতা। এভারটন ডিফেন্ডার জেমস টারোকোস্কি এ্যালেক্সিস  ম্যাক এ্যালিস্টারকে ফাউল করে অল্পের জন্য লাল কার্ড থেকে বেঁচে গেছেন। 

এর আগে ফেব্রুয়ারিতে এভারটনের সাথে ২-২ গোলে ড্র করেছিল লিভারপুল।

ইত্তিহাদ স্টেডিয়ামে নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ডকে ছাড়াই মাঠে নেমেছিল সিটি। রোববার এফএ কাপের কোয়ার্টার ফাইনালে বোর্নমাউথের বিপক্ষে জয়ের ম্যাচটিতে গোঁড়ালির ইনজুরিতে পড়ে সাত সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন হালান্ড। ম্যাচের দ্বিতীয় মিনিটে জেরেমি ডকু ও সাভিনহো মিলে লিস্টারের রক্ষনভাগকে ফাঁকি দিয়ে বল বাড়িয়ে দেন জ্যাক গ্রীলিশের দিকে। পোস্টের খুব কাছ থেকে বল জালে জড়াতে ভুল করেননি এই ইংলিশ তারকা। ২০২৩ সালের ডিসেম্বরের পর এটাই গ্রীলিশের প্রথম লিগ গোল। তলানির থেকে দ্বিতীয় স্থানে থাকা লিস্টার এনিয়ে টানা সাত লিগ ম্যাচে পরাজয় বরণ করতে বাধ্য হলো। 

২৯ মিনিটে রুবেন দিয়াসের পাস থেকে মিশরীয় ফরোয়ার্ড ওমর মারমুশ লিস্টার গোলরক্ষক ম্যাডস হারমানসেনকে পরাস্ত করলে ব্যবধান দ্বিগুন হয় সিটিজেনদের। 
এই জয়ে পঞ্চম স্থানে থাকা নিউক্যাসলকে এক পয়েন্টে পিছনে ফেলে টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে সিটি। 

ব্রেন্টফোর্ডকে ২-১ গোলে হারিয়ে ৫৬ বছরের ইতিহাসে প্রথমবারের মত বড় শিরোপা জয়ের লক্ষ্যে সঠিক পথেই এগিয়ে যাচ্ছে নিউক্যাসল। এদিকে ব্রাইটনকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলার পথে রয়েছে এ্যাস্টন ভিলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে স্বেচ্ছাসেবক দলের র‌্যালিসহ নানা কর্মসূচি
মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় বাংলাদেশে আসা ব্রিটিশ চিকিৎসকদের ধন্যবাদ প্রধান উপদেষ্টার
সিলেট আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্টে দক্ষিণ সুরমার জয়
১০