টি২০ বোলিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন জ্যাকব ডাফি

বাসস
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১৭:২২
নিউজিল্যান্ডের ফাস্ট বোলার জ্যাকব ডাফি -ছবি : সংগৃহীত

ঢাকা, ৩ এপ্রিল ২০২৫ (বাসস) : আইসিসি টি২০ বোলার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন নিউজিল্যান্ডের ফাস্ট বোলার জ্যাকব ডাফি। ওয়েস্ট ইন্ডিজের বাঁ-হাতি স্পিনার আকিল হোসেইনের স্থলাভিষিক্ত হয়েছেন ডাফি। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে নিউজিল্যান্ডের টি২০ দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করার পুরস্কার হিসেবে শীর্ষস্থান দখল করেছেন ডাফি। 

৮.৩৮ গড়ে পাঁচ ম্যাচে ডাফি দখল করেছেন ১৩ উইকেট। এর মধ্যে ছিল ক্যারিয়ার সেরা ১৪ রানে ৪ উইকেট প্রাপ্তি। ডাফির বোলিং নৈপুন্যে নিউজিল্যান্ড ৪-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করে। হোসেইন, বরুন চক্রবর্তী, আদিল রশিদ ও ওয়ানিন্দু হাসারাঙ্গাকে হটাতে ডাফি চার ধাপ উপরে উঠেছেন। 

যেকোন ফর্মেটের র‌্যাঙ্কিংয়ে এটাই ডাফির প্রথম শীর্ষে ওঠার ঘটনা। ২০১৮ সালে ইশ সোদির পর প্রথম কোন কিউই খেলোয়াড় হিসেবে টি২০ বোলিং র‌্যাঙ্কিংয়ে এক নম্বর পজিশন পেলেন ডাফি। 

২০২০ সালে নিউজিল্যান্ডের টি২০ দলে ডাফির অভিষেক হয়। এ পর্যন্ত ২৩ ম্যাচে নিয়েছেন ৩২ উইকেট। নতুন এই কৃতিত্ব সম্পর্কে ডাফি বলেন, ‘এটা সত্যিই বিস্ময়কর। এই তালিকায় অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন। তাদের পিছনে ফেলে নাম্বার ওয়ান স্থান পাওয়া সত্যিই বিশেষ কিছু। এটা অনেক বড় সম্মানের। বিষয়টা একেবারেই অবাস্তব মনে হচ্ছে।

টি২০ ব্যাটার তালিকায় ডাফির জাতীয় দলের সতীর্থ টিম সেইফার্ট পাঁচ ধাপ উপরে উঠে ৮ নম্বরে অবস্থান করছেন। পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচে ৬২.২৫ গড়ে সেইফার্ট সর্বমোট ২৪৯ রান সংগ্রহ করেছিলেন। পঞ্চম টি২০ ম্যাচে ক্যারিয়ার সেরা ৯৭ রানের ইনিংস এসেছে সেইফার্টের ব্যট থেকে।

সেইফার্টের ওপেনিং পার্টনার ফিন এ্যালেন এক ধাপ উপরে উঠে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ১৫তম স্থানে রয়েছেন।

অস্ট্রেলিয়ান ব্যাটার ট্রাভিস হেড শীর্ষস্থানে ফিরে এসেছেন। ২ ও ৩ নম্বরে রয়েছেন যথাক্রমে ভারতের অভিশেক শর্মা ও ইংল্যান্ডের ফিল সল্ট। 

অলরাউন্ডার তালিকায় নিউজিল্যান্ডের জেমস নিশাম ১৪ ধাপ উপরে উঠে ৩০তম স্থানে রয়েছেন। পাকিস্তানের বিপক্ষে শেষ টি২০তে ক্যারিয়ার সেরা বোলিং করে ২২ রানে নিয়েছিলেন ৫ উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে স্বেচ্ছাসেবক দলের র‌্যালিসহ নানা কর্মসূচি
মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় বাংলাদেশে আসা ব্রিটিশ চিকিৎসকদের ধন্যবাদ প্রধান উপদেষ্টার
সিলেট আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্টে দক্ষিণ সুরমার জয়
১০