হায়দারাবাদকে হারিয়ে জয়ের ধারায় কোলকাতা

বাসস
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ১৬:৩৭ আপডেট: : ০৪ এপ্রিল ২০২৫, ১৬:৪৬
ছবি : সংগৃহীত

ঢাকা, ৪ এপ্রিল ২০২৫ (বাসস) : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) জয়ের ধারায় ফিরেছে কোলকাতা নাইট রাইডার্স। 

গতরাতে নিজেদের চতুর্থ ম্যাচে কোলকাতা ৮০ রানে হারিয়েছে সানরাইজার্স হায়দারাবাদকে। 

ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৬ রান্ইে ২ উইকেট হারায় কোলকাতা। তৃতীয় উইকেটে ৫১ বলে ৮১ রানের জুটিতে কোলকাতাকে লড়াইয়ে ফেরান অধিনায়ক আজিঙ্কা

রাহানে ও অঙ্গকৃশ রঘুবংশী। ১টি চার ও ৪টি ছক্কায় রাহানে ২৭ বলে ৩৮ এবং ৫টি চার ও ২টি ছক্কায় ৩২ বলে ৫০ রানে আউট হন রঘুবংশী।

দলীয় ১০৬ রানের মধ্যে রাহানে ও রঘুবংশীর বিদায়ের  পর কোলকাতাকে বড় সংগ্রহ এনে দেন ভেঙ্কটেশ আইয়ার ও রিঙ্কু সিং। পঞ্চম উইকেটে ৪১ বলে ৯১ রানের জুটি গড়েন তারা। শেষ ৫ ওভারে ৭৮ রান তুলে কোলকাতা। এতে ২০ ওভারে ৬ উইকেটে ২০০ রানের সংগ্রহ পায় কোলকাতা। 

৭টি চার ও ৩টি ছক্কায় ২৯ বলে ৬০ রান করেন আইয়ার। ৪টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারিতে ১৭ বলে অপরাজিত ৩২ রান করেন রিঙ্কু।

হায়দারাবাদের পাঁচ বোলার ১টি করে উইকেট নেন। 

জবাবে কোলকাতার  নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৬ দশমিক ৪ ওভারে ১২০ রানে অলআউট হয় হায়দারাবাদ। দলের হয়ে ২১ বলে ২টি করে চার-ছক্কায় সর্বোচ্চ ৩৩ রান করেন হেনরিচ ক্লাসেন। এছাড়া কামিন্দু মেন্ডিস ২৭ ও নিতিশ কুমার রেড্ডি ১৯ রান করেন। 

কোলকাতার বৈভব আরোরা ও বরুণ চক্রবর্তী ৩টি করে এবং আন্দ্রে রাসেল ২টি উইকেট নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাপানে ‘ওয়ার্ল্ড এক্সপোতে’ বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন
জামায়াত নেতৃবৃন্দের সাথে সিঙ্গাপুরের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
সংস্কার যাত্রা শুরু না হওয়া পর্যন্ত গণঅভ্যুত্থান সফল হবে না: রাষ্ট্র সংস্কার আন্দোলন
বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের অধিকার সমান: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
২০২৬ সালের মধ্যে অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি চুড়ান্ত করতে চায় বাংলাদেশ-ইইউ
ডিপিএল: কাল আবাহনী-মোহামেডান হাইভোল্টেজ লড়াই
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন হাসপাতালে ভর্তি
২০২৬ সালের প্রথম দিকে পটুয়াখালী ইপিজেডে প্লট বরাদ্দ শুরু করবে বেপজা
জীবাশ্ম নির্ভর জ্বালানি মহাপরিকল্পনা সংশোধনের দাবি তরুণ জলবায়ু কর্মীদের
নাগরিক কমিটির বহিষ্কৃত সদস্য পিংকি কারাগারে
১০