আরব আমিরাতের সহায়তায় দেশের আট বিভাগে হবে স্পোর্টস হাব : আসিফ মাহমুদ

বাসস
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১৬:৩৩
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন -ছবি : পিআইডি

ঢাকা, ৬ এপ্রিল ২০২৫ (বাসস) : সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় দেশের আট বিভাগে স্পোর্টস ভিলেজ বা হাব করার সিদ্ধান্ত নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

আজ জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে জাতীয় স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার প্রদানের পর উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আসিফ মাহমুদ বলেন, ‘আমরা প্রথম থেকেই ভাবছিলাম সেন্ট্রাল জায়গা থাকা দরকার। স্পোর্টস ভিলেজের মত। এটি বিভিন্ন দেশে দেখেছি। যে দেশগুলো স্পোর্টসে ভালো করেছে। চীনে এমনটা আছে। প্রাথমিকভাবে চীনের সাথে আলোচনা চলছিল। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্যারকে এ বিষয়টা জানিয়েছিলাম। কিছু দিন আগে স্যার যখন আরব আমিরাতে গিয়েছিলেন তখন এ বিষয় নিয়ে আলোচনা করেন। সংযুক্ত আরব আমিরাত সরকার আমাদের আর্থিক সহায়তা করার ব্যাপারে একমত হয়েছে। আমরা যেহেতু ক্রীড়া বিকেন্দ্রীকরণের পরিকল্পনা করছি এজন্য দেশের আটটি বিভাগে আটটি স্পোর্টস হাব করার সিদ্ধান্ত হয়েছে। এখন মন্ত্রণালয় কাজ করছে। মন্ত্রণালয় আরও বিস্তারিত পরিকল্পনা করে আমাদের কি পরিমান আর্থিক সহায়তা লাগবে সেটা জানাবে। আশা করছি আগামী অর্থ বছরেই কাজ শুরু করতে পারব।’

ক্রিকেট ও শুটিং বাদে দেশের অন্যান্য সব ফেডারেশন জাতীয় স্টেডিয়াম এলাকায়। এরমধ্যে অনেক খেলার ভেন্যু ও ফেডারেশনের কার্যালয় নেই।

তাই খেলার ভেন্যু ও ফেডারেশনের কার্যালয় দেওয়ার পরিকল্পনার কথা জানান আসিফ মাহমুদ, ‘গুলশানে জাতীয় ক্রীড়া পরিষদের একটি জায়গা ছিল যা বেদখল হয়েছিল। সেই জায়গার দালিলিক কিছু জটিলতা ছিল যেগুলো আমরা শেষ করেছি। সেখানে আমরা ইনডোর স্পোর্টস ফেডারেশনগুলোর কার্যালয় বা খেলা আয়োজনের ব্যবস্থা করা যায় কিনা সেটি নিয়ে কাজ করছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে স্বেচ্ছাসেবক দলের র‌্যালিসহ নানা কর্মসূচি
মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় বাংলাদেশে আসা ব্রিটিশ চিকিৎসকদের ধন্যবাদ প্রধান উপদেষ্টার
সিলেট আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্টে দক্ষিণ সুরমার জয়
১০